Class 10 Life Science MCQ Adaption Package

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 10 Life Science MCQ Adaption Package

Class 10 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন: জীবন বিজ্ঞান

Class 10 Life Science MCQ Adaption Package

১. নীচের বক্তব্যগুলি পড়াে

(i) মায়ােপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।
(ii) উত্তল লেপযুক্ত চশমা ব্যবহার করলে মায়ােপিয়ার ত্রুটি দূর হয়।
(iii) হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।
(iv) অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়।

দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক?

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তরঃ (ঘ) (i) ও (iii)

২. প্রতিবর্ত পথের সঠিক ক্ৰম কোনটি?

(ক) কারক → আজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → গ্রাহক
(খ) গ্রাহক → আবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র – সংজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক
(গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আভাৰহ স্নায়ুকোশ → কারক
(ঘ) কারক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → গ্রাহক

উত্তরঃ (গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আভাৰহ স্নায়ুকোশ → কারক

৩. নীচের বক্তব্য দুটি পড়াে এবং সঠিক বিকল্পটি বেছে নাও

বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়।
বক্তব্য ২ : জীরাে অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল
(খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা

উত্তরঃ (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা

৪. সঠিক জোড়টি খুঁজে বার করাে –

(ক) হাইড্রা কোরকোদগম।
(খ) স্পাইরােগাইরা – রেণু উৎপাদন
(গ) প্ল্যানেরিয়া – দ্বিবিভাজন
(ঘ) অ্যামিবা – পুনরুৎপাদন

উত্তরঃ (ক) হাইড্রা কোরকোদগম।

৫. নীচের বক্তব্যগুলি পড়াে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

এই হরমােন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। এই হরমােন শাসকার্যের হার বাড়ায়। এই হরমােন BMR বৃদ্ধি করে। উপরের কাজগুলি কোন হরমােনের সঙ্গে সম্পর্কিত?

(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) ইস্ট্রোজেন।
(ঘ) থাইরক্সিন

উত্তরঃ (ঘ) থাইরক্সিন

৬. সঠিক জোড়টি খুঁজে নাও

(ক) দ্বিপত্র কপাটিকা – ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থল
(খ) ত্ৰিপত্ৰ কপাটিকা – বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযােগস্থল
(গ) অ্যাওর্টিক কপাটিকা – নিন্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযােগস্থল।
(ঘ) পালমােনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযােগস্থল

উত্তরঃ (ঘ) পালমােনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযােগস্থল

৭. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রােটিনভঙ্গক উৎসেচক কোনটি?

(ক) ট্রিপসিন
(খ) পেপসিন
(গ) ইরেপসিন
(ঘ) অ্যামাইলেজ

উত্তরঃ (ক) ট্রিপসিন

৮. নীচে উদ্ভিদ হরমােনের কিছু কাজ দেওয়া আছে।

(i) অগ্রস্থ প্রকটতা ঘটানাে ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা।
(ii) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা।
(iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানাে।
(iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানাে।

এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ?

(ক) (i) ও (iii)
(খ) (ii) ও (iii)
(গ) (ii) ও (iv)
(ঘ) (i) ও (ii)

উত্তরঃ (গ) (ii) ও (iv)

৯. একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ণ ঘটানাে হলাে। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযােগ ঘটানাে হলে দ্বিতীয় অপত্য জনুতে –

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ক) অর্ধেক মটরগাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(খ) সব মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(ঘ) সব মটরগাছ হলুদ বীজযুক্ত হবে

উত্তরঃ (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে

১০. প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ব্রুম কোনটি ?

(ক) নাসার — মুখবিবর — ল্যারিংস → ফ্যারিংস → ট্র্যাকিয়া → ব্রংকিওল → ব্রংকাই → ফুসফুস
(খ) নাসার — মুখবিবর — ফ্যারিংস → ল্যারিংস → ট্র্যাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস
(গ) নাসারন্ধ্র → মুখবিবর → ফ্যারিংস → ল্যারিংস ব্রংকিওল → ট্র্যাকিয়া → ব্রংকাই ফুসফুস।
(ঘ) নাসারন্দ্র → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস → ব্রংলই → ট্র্যাকিয়া → ব্রংকিওল → ফুসফুস

উত্তরঃ (খ) নাসার — মুখবিবর — ফ্যারিংস → ল্যারিংস → ট্র্যাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস

১১, সঠিক খাদ্যশৃঙ্খলটি খুঁজে নাও –

(ক) ঘাস — ঘাসফড়িং — বাজপাখি — ব্যাঙ
(খ) দানাশস্য → সাপ — ইদুর → বাজপাখি
(গ) উদ্ভিদ → টিকটিকি → খুঁয়ােপােকা — বাজপাখি।
(ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্লাংকটন → মাছ → বক

উত্তরঃ (ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্লাংকটন → মাছ → বক

১২. নীচের বক্তব্যগুলি পড়াে

(i) স্কুলে ফাকা শ্রেণিকক্ষে আলাে ও পাখার সুইচ বন্ধ করে রাখা।
(ii) গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরােনাের আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া।
(iii) অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানাে।
(iv) দিনের বেলা রাস্তার আলাে অতি অবশ্যই বন্ধ করে রাখা।

প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও

(ক) (i), (ii) ও (iii)

(খ) (ii), (iii) ও (iv)

(গ) (i), (iii) ও (iv)

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(ঘ) (i), (ii) ও (iv)

উত্তরঃ (গ) (i), (iii) ও (iv)

১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়?

(ক) সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তির সাক্ষা বহন করে।
(খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলাে সমসংস্থ অঙ্গের উদাহরণ।
(গ) মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ।
(ঘ) সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে।

উত্তরঃ (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলাে সমসংস্থ অঙ্গের উদাহরণ।

১৪. ডিম্বাশয় : ফল :: _______________: বীজ

দ্বিতীয় জোড়টির শুন্যস্থানে নীচের কোন শব্দটি বসবে?
(ক) দলমণ্ডল
(খ) পরাগধানী
(গ) ডিম্বক
(ঘ) বৃতি

উত্তরঃ (গ) ডিম্বক

১৫. উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলাের দিকে বৃদ্ধি পায়। এটি হলাে –

(ক) আলােক অনুকূলবর্তী চলন
(খ) অভিকর্ষ অনুকূলবর্তী চলন
(গ) আলােক প্রতিকূলবর্তী চলন
(ঘ) জল অনুকূলবর্তী চলন

উত্তরঃ (ক) আলােক অনুকূলবর্তী চলন

১৬. ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও:

(ক) A- (iv), B – (ii), C- (i), D – (iii)
(খ) A – (i), B – (iii),C- (iv), D – (ii)
(গ) A- (iii), B- (iv), C- (ii), D- (i)
(ঘ) A – (ii), B- (iv), C- (i), D- (iii)

উত্তরঃ (ঘ) A – (ii), B- (iv), C- (i), D- (iii)

১৭. মানব হৃৎপিণ্ডে উপস্থিত ‘স্বাভাবিক পেসমেকার’ – টি হলাে –

(ক) AV নােড়
(খ) SA নােড়
(গ) পারকিনজি তন্তু
(ঘ) হিজের বান্ডিল

উত্তরঃ (খ) SA নােড়

১৮. নীচের বক্তব্যগুলি পড়াে

(i) প্রাত্যহিক জীবনে প্রয়ােজনের অতিরিক্ত জল ব্যবহার না করা।
(ii) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রূপায়ণ করা।
(iii) অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল ব্যবহার করা।
(iv) বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা।

এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে?

(ক) (i), (iii) ও (iv)
(খ) (i), (ii) ও (iii)
(গ) (ii), (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iv)

উত্তরঃ (ঘ) (i), (ii) ও (iv)

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply