Class 10 Life Science Chapter-2 Set-1

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 10 Life Science Chapter-2 Set-1

স্বাগত ছাত্র-ছাত্রীরা,
এখানে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ‘কোশ বিভাজন এবং কোশচক্র‘ থেকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। তোমরা কতটা ভালোভাবে অধ্যায়টা বুঝেছো তা যাচাই করতে নীচের Quiz এ অংশ গ্রহণ করো। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা ৪৫ সেকেন্ড সময় পাবে। Quiz টি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
Quiz এ অংশ নিতে ‘Start The Quiz’ তে ক্লিক করো।


Testকোশ বিভাজন এবং কোশচক্র Set- 1
মোট প্রশ্ন সংখ্যা১৫
পূর্ণমান১৫
সময়প্রতিটি প্রশ্নের জন্য ৪৫ সেকেন্ড

Time’s Up
score:

ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

উত্তর করেছো:

সঠিক:

ভুল:

Percentage:

You may also like: Student Credit Card কী ও কীভাবে এর জন্য আবেদন করতে হবে।

Class 10 Life Science Chapter-2 Set-1

টেস্টটিতে নিম্নলিখিত প্রশ্নগুলি রাখা হয়েছে। দশম শ্রেণী জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা

  1. মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, তা হল-
  2. ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
  3. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না। এই ধরণের কোশ বিভাজনকে বলা হয়-
  4. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা হল-
  5. কোশ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়, সেটি হল-
  6. হ্রাস বিভাজন বলা হয়-
  7. মাইটোসিসের স্বল্পস্থায়ী দশাটি হল-
  8. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে-
  9. মাইটোসিস ক্রোমোজোমের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয় তা হল-
  10. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হল-
  11. বংশগতির ধারক ও বাহক হলো-
  12. জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে বলে-
  13. ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে-
  14. নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে-
  15. কোশচক্রের যে দশাটিকে বৃদ্ধি দশা বলে তা হল-

Class 10 Life Science Chapter-2 Set-1

দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ‘কোশ বিভাজন এবং কোশচক্র

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply