Class 10 Life Science Chapter-2 Set-1

Class 10 Life Science Chapter-2 Set-1

স্বাগত ছাত্র-ছাত্রীরা,
এখানে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ‘কোশ বিভাজন এবং কোশচক্র‘ থেকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। তোমরা কতটা ভালোভাবে অধ্যায়টা বুঝেছো তা যাচাই করতে নীচের Quiz এ অংশ গ্রহণ করো। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা ৪৫ সেকেন্ড সময় পাবে। Quiz টি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
Quiz এ অংশ নিতে ‘Start The Quiz’ তে ক্লিক করো।


Testকোশ বিভাজন এবং কোশচক্র Set- 1
মোট প্রশ্ন সংখ্যা১৫
পূর্ণমান১৫
সময়প্রতিটি প্রশ্নের জন্য ৪৫ সেকেন্ড

Time’s Up
score:

ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

উত্তর করেছো:

সঠিক:

ভুল:

Percentage:

You may also like: Student Credit Card কী ও কীভাবে এর জন্য আবেদন করতে হবে।

Class 10 Life Science Chapter-2 Set-1

টেস্টটিতে নিম্নলিখিত প্রশ্নগুলি রাখা হয়েছে। দশম শ্রেণী জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা

  1. মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, তা হল-
  2. ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
  3. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না। এই ধরণের কোশ বিভাজনকে বলা হয়-
  4. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা হল-
  5. কোশ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়, সেটি হল-
  6. হ্রাস বিভাজন বলা হয়-
  7. মাইটোসিসের স্বল্পস্থায়ী দশাটি হল-
  8. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে-
  9. মাইটোসিস ক্রোমোজোমের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয় তা হল-
  10. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হল-
  11. বংশগতির ধারক ও বাহক হলো-
  12. জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে বলে-
  13. ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে-
  14. নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে-
  15. কোশচক্রের যে দশাটিকে বৃদ্ধি দশা বলে তা হল-

Class 10 Life Science Chapter-2 Set-1

দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ‘কোশ বিভাজন এবং কোশচক্র

Leave a Comment

CLOSE