1. নীচের কোন বিবৃতিটি সত্য নয়-
A) প্রতিটি ক্রোমোজোমের দুটি করে ক্রোমাটিড থাকে।
B) ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে NOR (নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন) থাকে।
C) ক্রোমোজোমের উভয় প্রান্তকে বলা হয় টেলোমিয়ার।
D) সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিননির্মিত প্লেটসদৃশ অংশটিকে বলে কাইনেটোকোর।
2. ক্রোমোজোম আবিষ্কার করেন-
A) ওয়ালডেয়ার
B) স্ট্রাসবার্গার
C) চার্লস ডারউইন
D) ল্যামার্ক
3. ক্রোমোজোমের প্রান্তদেশে গৌণ খাঁজ সংলগ্ন গোলাকার বাল্বের মতো স্ফীত অংশটিকে বলা হয়-
A) ক্রোমোমিয়ার
B) টেলোমিয়ার
C) কাইনেটোকোর
D) স্যাটেলাইট
4. নিম্নলিখিতের মধ্যে কোনটি টেলোমিয়ারের কাজ নয়-
A) নিউক্লিওলাস পুনর্গঠনে সাহায্য করে।
B) ক্রোমোজোমের স্বতন্ত্রতা বজায় রাখে।
C) প্রয়োজনমতো কোশের বার্ধক্য ও মৃত্যু ঘটায়।
D) DNA এর রেপ্লিকেশন বা প্রতিলিপি গঠনে সাহায্য করে।
5. সত্য না মিথ্যা উল্লেখ করো:
হিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃতির।
A) সত্য
B) মিথ্যা
6. RNA তে থাইমিনের পরিবর্তে যে N2 ক্ষার থাকে-
A) অ্যাডেনিন
B) গুয়ানিন
C) ইউরাসিল
D) রাইবোফ্ল্যাভিন
7. DNA অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি হলো-
A) অ্যাডেনিন
B) সাইটোসিন
C) ইউরাসিল
D) থাইমিন
8. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা-
A) 44 টি
B) 46 টি
C) 22 টি
D) 23 টি
9. মানুষের প্রতিটি জননকোশে অটোজোমের সংখ্যা-
A) 46 টি
B) 44 টি
C) 23 টি
D) 22 টি
10. বামদিক ও ডানদিক মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো:
বামদিক | ডানদিক |
(i) সমবিভাজন | a) S দশা |
(ii) হ্রাসবিভাজন | b) মাইটোসিস |
(iii) DNA প্রতিলিপিকরণ | c) অ্যামাইটোসিস |
(iv) প্রত্যক্ষ বিভাজন | d) মিয়োসিস |
A) i-c, ii-a, iii-d, iv-b
B) i-d, ii-b, iii-d, iv-c
C) i-b, ii-d, iii-a, iv-c
D) i-c, ii-b, iii-d, iv-a
11. অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেম গঠিত হয় না।
A) সত্য
B) মিথ্যা
12. মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশাটি হলো-
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) টেলোফেজ
D) অ্যানাফেজ
13. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) টেলোফেজ
D) অ্যানাফেজ
14. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাসকে বিলুপ্ত হতে দেখা যায়?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) টেলোফেজ
D) অ্যানাফেজ
15. মিয়োসিসের মাধ্যমে একটি মাতৃকোশ থেকে কতগুলি অপত্য কোশ বা গ্যামেট উৎপন্ন হয়?
A) 1 টি
B) 2 টি
C) 3 টি
D) 4 টি
16. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে ?
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
17. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা যায়?
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
18. কোশ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলা হয়-
A) মেটাস্ট্যাসিস
B) সাইন্যাপটোনিমাল
C) ক্যারিওকাইনেসিস
D) সাইটোকাইনেসিস
19. DNA-তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। (সত্য/মিথ্যা)
A) সত্য
B) মিথ্যা
20. কোশচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো-
A) ইন্টারফেজ
B) ক্যারিওকাইনেসিস
C) সাইটোকাইনেসিস
D) কোনোটিই নয়
21. নিম্নলিখিত কোন্ জীবে অ্যামাইটোসিস ঘটে?
A)হাইড্রা
B) মানুষ
C) অ্যামিবা
D) ফার্ন
22. মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায়?
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
23. কোশ বিভাজনের কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়?
A) G1
B) G2
C) M
D) S
24. কোশচক্রের দশাসমূহের সঠিক ক্রমটি হলো
A) G1 → G2 → M → S
B) S → M → G1 → G2
C) G1 → G2 → S → M
D) G1 → S → G2 → M
25. G0 দশাকে কোশের ঘুমন্ত দশা বলে। (সত্য/মিথ্যা)
A) সত্য
B) মিথ্যা
26. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি হলো
A) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়।
B) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে।
C) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।
D) নিউক্লীয় পর্দার বিলুপ্তি, ক্রোমোজোম আবির্ভাব ও ক্রোমোজোমীয় চলন দেখা যায়।
27. একটি উদ্ভিদের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা যদি 24 হয়, তাহলে ওই উদ্ভিদের পাতার কোশে, পরাগরেণু, ডিম্বাণু ও সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা যথাক্রমে
A) 12, 12, 24 ও 36
B) 24, 12, 12 ও 36
C) 24, 12, 12 ও 24
D) 24, 12, 18 ও 24
28. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) টেলোফেজ
D) অ্যানাফেজ
29. কায়াজমা গঠিত হয়-
A) ক্রসিংওভারের ফলে
B) অ্যানাফেজীয় চলনের ফলে
C) সাইন্যাপসিসের ফলে
D) উপরের সবকটিই
30. সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বাইভ্যালেন্ট বলা হয়। (সত্য/মিথ্যা)
A) সত্য
B) মিথ্যা
31. প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হলো-
A) সাইন্যাপসিস
B) কায়াজমা
C) ক্রসিংওভার
D) সাইটোকাইনেসিস
32. মিয়োসিস কোশ বিভাজন সম্পর্কিত নীচের কোন বিবৃতিটি সঠিক নয়-
A) মিয়োসিস-I এর প্রোফেজ-I দশায় ক্রসিংওভার ঘটে।
B) মিয়োসিস-I এর অ্যানাফেজ-I দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়।
C) মিয়োসিস-I এ ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে।
D) জীবের জীবনচক্রে জনুক্রম বজায় রাখতে মিয়োসিস সহায়তা করে।
33. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
34. মাইটোসিস ঘটে-
A) রেণু মাতৃকোশে
B) দেহ মাতৃকোশে
C) জনন মাতৃকোশে
D) জননকোশে
35. নীচের বেমানান শব্দটিকে চিহ্নিত করো-
A) থাইমিন
B) ইউরাসিল
C) অ্যাডেনিন
D) সাইটোসিন
36. উদ্ভিদের ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় ক্লিভেজ পদ্ধতি দ্বারা। (সত্য/মিথ্যা)
A) সত্য
B) মিথ্যা
37. নীচের কোনটির ক্রোমোজোমীয় চলনে ভূমিকা রয়েছে-
A) মাইক্রোটিউবিউল
B) সাইটোপ্লাজম
C) রাইবোজোম
D) মাইটোকন্ড্রিয়া
38. উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে-
A) কোশ্পাত গঠন
B) ক্লিভেজ
C) ফারোয়িং
D) ক্যারিওকাইনেসিস
39. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো-
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
40. মাইটোসিস : ভ্রূণমূল :: _______________ : রেণু মাতৃকোশ।
A) অ্যামাইটোসিস
B) মিয়োসিস
C) ক্যারিওকাইনেসিস
D) সাইটোকাইনেসিস