বল ও চাপ প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়

এখানে বল ও চাপ প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়

অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
বল ও চাপ প্রশ্ন উত্তর

(1) বল ও গতি সম্বন্ধীয় সূত্রগুলি কে আবিষ্কার করেন?

উত্তর: আইজ্যাক নিউটন।

(2) বল কাকে বলে? বল পরিমাপের ক্ষেত্রে সমীকরণটি লেখো।

উত্তর: বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা বা করার চেষ্টা করা হয়, তাকে বল বলে।

সমীকরণ:
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুর গতি পরিবর্তনের হার

F=m×a

(3) SI এককে বলের এককের নাম লেখো।

উত্তর: নিউটন।
1 কিলোগ্রাম-ভার = ৯.৮ নিউটন।

(4) বস্তুর উপর বলের প্রভাব কী কী?

উত্তর:
(i) স্থির বস্তুকে গতিশীল করা যায়।
(ii) গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা যায়।
(iii) বস্তুর আকার পরিবর্তন করা যায়।
(iv) গতিশীল বস্তুর গতি দ্রুত বা মন্থর করা যায়।

(5) দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর একসঙ্গে প্রযুক্ত হলে বস্তুর মোট বলের মান কত হয়?

উত্তর: বস্তুর মোট বলের মান শূন্য হয়।

(6) কোন বস্তুর গতিকে হঠাৎ মন্থর করতে হলে আমাদের কী করতে হয়?

উত্তর: কোন বস্তুর গতিকে হঠাৎ মন্থর করতে হলে আমাদের সেই বস্তুর বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়।

(7) হাতের ওপর বাটখারা রাখলে বাটখারাটি হাতের ওপর বল প্রয়োগ করে। এক্ষেত্রে বাটখারাটিতে কোন ত্বরণ সৃষ্টি হয় না কেন?

উত্তর: হাতের ওপর বাটখারা রাখলে বাটখারাটি অভিকর্ষের টানে হাতের ওপর নিচের দিকে বল প্রয়োগ করে। হাতও বাটখারার ওপর সমান মানের এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। এই বলদুটি সমান ও বিপরীতমুখী হওয়ায় বাটখারার ওপর মোট প্রযুক্ত বল শূন্য হয়। তাই বাটখারাটিতে কোন ত্বরণ সৃষ্টি হয় না।

(8) 10 গ্রাম ভরের একটি বস্তু 5 সেমি/সেকেন্ড² ত্বরণে চলছে। বস্তুর ওপর কত বল ক্রিয়া করছে?

উত্তর:
বস্তুর ভর (m) = 10 গ্রাম = 0.01 কেজি
ত্বরণ (a) = 5 সেমি/সেকেন্ড² = 0.05 m/s

প্রযুক্ত বল (F) = m × 𝑎
= 0.01 × 0.05
= 0.0005 = 50 ডাইন

(9) বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন?

উত্তর: বল পরিমাপের ক্ষেত্রে বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের প্রয়োজন।

(10) স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?

উত্তর: স্প্রিং তুলাযন্ত্র বস্তুর ওজন পরিমাপ করতে ব্যবহার করা হয়।

অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
বল ও চাপ প্রশ্ন উত্তর

ঘর্ষণ ও তার পরিমাপ

(1) ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয়?

উত্তর: দুটি তলের সংস্পর্শে ঘর্ষণ বল উৎপন্ন হয়।

(2) ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?

উত্তর: ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে।

(3) ঘর্ষণ বল কাকে বলে?

উত্তর: সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যখন একটি তল অপর তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তলটির গতির বিরুদ্ধে অপর তলাট যে বল প্রয়োগ করে, তাকে ঘর্ষণ বল বলে।

(4) ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট লেখো।

উত্তর:
(i) ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে।
(ii) ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না।
(iii) ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে।

(5) ঘর্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো।

উত্তর:
সুবিধা:
(i) ঘর্ষণের জন্যই আমরা কোনো বস্তু হাতে ধরে রাখতে পারি।
(ii) ঘর্ষণ থাকায় আমরা হাঁটতে পারি এবং রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে।

অসুবিধা:
(i) ঘর্ষণের কারণে যন্ত্রাংশের ক্ষয় হয়।
(ii) ঘর্ষণের জন্য বাড়তি বলের প্রয়োজন হয়, যা শক্তির অপচয় ঘটায়।

(6) স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে কী বলে?

উত্তর: স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলে।

(7) প্রতিক্ষেত্রে ঘর্ষণ বলের মান নির্ণয় করো।

উত্তর: (a) টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা একটি বস্তুকে কোনো বল প্রয়োগ করে টানা হচ্ছে না।
→ যেহেতু বস্তুকে কোনো বল দ্বারা টানা হচ্ছে না, এক্ষেত্রে ঘর্ষণ বলের মান হবে শূন্য।

(8) একটি বলকে মাটিতে গড়িয়ে দিলে কিছুক্ষণ পর সেটি থেমে যায় কেন?

উত্তর: বলটি মাটিতে গড়িয়ে চলার সময় মাটি বলটির গতির বিরুদ্ধে ঘর্ষণ বল প্রয়োগ করে। এই ঘর্ষণ বল বলটির গতি কমিয়ে দেয় এবং কিছুক্ষণ পর সেটি থেমে যায়।

(9) ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না কেন?

উত্তর: ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, কারণ স্পর্শতলের প্রকৃতি (মসৃণ বা খসখসে) ঘর্ষণের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

(10) ঘর্ষণ বল সবসময় কোন দিকে ক্রিয়া করে?

উত্তর: ঘর্ষণ বল সবসময় সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে গতির বিপরীত দিকে ক্রিয়া করে।

অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
বল ও চাপ প্রশ্ন উত্তর

তরলের ঘনত্ব ও চাপ
(1) তরলের মধ্যস্থিত কোন বিন্দুতে তরলের চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: তরলের মধ্যস্থিত কোন বিন্দুতে তরলের চাপ নির্ভর করে-
(i) তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা (h)
(ii) তরলের ঘনত্ব (d)
(iii) অভিকর্ষজ ত্বরণ (g)

চাপের সূত্র: P=h×d×g

(2) চাপের একক কী?

উত্তর: SI একক: নিউটন/বর্গমিটার।
CGS একক: ডাইন/বর্গসেমি।

(3) বাঁধ নির্মাণ করার সময় বাঁধের তলদেশ ওপরের অংশের তুলনায় বেশি চওড়া করা হয় কেন?

উত্তর: গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তরলের পার্শ্বচাপও বাড়ে। ফলে বাঁধের তলদেশে ওপরের তুলনায় অনেক বেশি পার্শ্বচাপ পড়ে। বাঁধ যাতে এই বেশি চাপ সহ্য করতে পারে এবং জলকে আটকে রাখতে পারে, সেই জন্য বাঁধের তলদেশ ওপরের তুলনায় বেশি চওড়া করে তৈরি করা হয়।

(4) তরলের চাপ কাকে বলে? তরলের চাপের CGS এবং SI একক লেখো।

উত্তর: প্রতি একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে তরলের চাপ বলে।

তরলের চাপের সূত্র:

তরলের চাপ= বল / ক্ষেত্রফল

CGS একক: ডাইন/বর্গসেমি।
SI একক: নিউটন/বর্গমিটার।

(5) তরলের চাপের বৈশিষ্টগুলি লেখো।

উত্তর: তরলের চাপের বৈশিষ্টগুলি হল:
(i) তরল তার অধারের দেয়ালের উপর লম্বভাবে চাপ প্রয়োগ করে।
(ii) তরলের উর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ থাকে।
(iii) নির্দিষ্ট গভীরতায় সবদিকে তরলের চাপ সমান হয়।
(iv) তরলের মধ্যস্থ কোন বিন্দুতে চাপ তরলের ঘনত্ব এবং গভীরতার ওপর নির্ভর করে।

(6) ঘাত কী? চাপ ও ক্ষেত্রফলের সম্পর্কটি উল্লেখ করো।

উত্তর: তরলের সংস্পর্শে থাকা কোনো তলের ওপর তরল দ্বারা লম্বভাবে প্রযুক্ত বলকে তরলের ঘাত বলে।

চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক:

ঘাত = চাপ×ক্ষেত্রফল

(7) কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যায়?

উত্তর: কোনো বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করলে বস্তুটির ঘনত্ব পাওয়া যায়।

কারণ: একক আয়তনের বস্তুর ভরকে সেই বস্তুটির ঘনত্ব বলা হয়।

বস্তুর ঘনত্ব = বস্তুর ভর / বস্তুর আয়তন

(8) ঘনত্বের সংজ্ঞা লেখো। ঘনত্বের CGS এবং SI একক দুটি লেখো।

উত্তর: কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।
ঘনত্ব (d) = ভর (m) / আয়তন (v)

CGS একক: গ্রাম/ঘন সেন্টিমিটার (g/cm³)।
SI একক: কিলোগ্রাম/ঘন মিটার (kg/m³)।

(9) 2 বর্গমিটার অঞ্চলে 14 নিউটন বল কাজ করছে। চাপের মান নির্ণয় করো।

উত্তর: চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)
বল (F) = 14 নিউটন, ক্ষেত্রফল (A) = 2 বর্গমিটার।

চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)
= 14 / 2 নিউটন/বর্গমিটার।
= 7 নিউটন/বর্গমিটার।

চাপের মান 7 নিউটন/বর্গমিটার।

বায়ুর চাপ

(1) বায়ুর চাপ কত মিটার পর্যন্ত জল তুলতে পারে?
উত্তর : বায়ুর চাপ ১০.৩ মিটার পর্যন্ত জল তুলতে পারে।

(2) টরিসেলির পরীক্ষা থেকে কী জানা যায়?
উত্তর: টরিসেলির পরীক্ষা থেকে জানা যায় যে, বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং এই চাপ পরিমাপ করা যায়।

অষ্টম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
বল ও চাপ প্রশ্ন উত্তর

প্লবতা

১. বস্তু কখন কোন তরলের উপরিতলে ভাসবে?
উত্তর: প্লবতা বস্তুর ওজনের চেয়ে বেশি হলে তা ভাসবে।

২. জলের ওপর তেল ভাসলে, জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি হবে?
উত্তর: জলের ঘনত্ব বেশি হবে।

৩. বস্তুর ওজন ও প্লবতা সমান হলে কী ঘটবে?
উত্তর: এক্ষেত্রে বস্তুটি তরলের মধ্যে স্থির অবস্থায় ভাসবে।

৪. থার্মোকল জলে ভাসে কেন?
উত্তর: এক্ষেত্রে প্লবতা থার্মোকলের ওজনের চেয়ে বেশি, তাই তা জলে ভাসে।

৫. আর্কিমিডিসের নীতি কোন পরিস্থিতিতে প্রযোজ্য হয় না?
উত্তর: আর্কিমিডিসের নীতি বস্তুর ভারশূন্য অবস্থায় ওজন সম্পর্কিত হওয়ায় এই নীতি প্রযোজ্য হয় না।

৬. একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান। ওই কঠিন বস্তুটিকে ওই তরলে দিলে কী ঘটবে?
উত্তর: কঠিন বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে।

৭. একটি বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুর ওজন ও অপসারিত তরুলের ওজনের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: বস্তুর ভাসমান অবস্থায়, বস্তুর ওজন = বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন।

৮. একটি বস্তু কখন তরলে ডুবে যাবে?
উত্তর: বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হলে বস্তুটি ডুবে যাবে।

৯. স্টিলের গামলা জলে ভাসে অথচ স্টিলের ছোট চামচ জলে ডুবে যায় কেন?
উত্তর: স্টিলের গামলা ভাসে কারণ এর আয়তন বেশি এবং এর মাধ্যমে তৈরি হওয়া প্লবতা তার ওজনের সমান হয়। কিন্তু স্টিলের ছোট চামচের আয়তন কম, তাই তার ওজন প্লবতার চেয়ে বেশি হয়ে তা ডুবে যায়।

আরও পড়ো : Paragraph on A Morning Walk