মেঘ সমার্থক শব্দ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

মেঘ সমার্থক শব্দ

মেঘের সমার্থক শব্দ হল: বারিদ, নীরদ, জলদ, পয়োদ, পয়োধর, তোয়দ, পর্জন, তোয়ধর, অভ্র, মাহতাব, সুধাকর, হিমকর, নিশাপতি, কুমুদনাথ, কাদম্বিনী, জীমূত, অম্বুবাহ, অম্বুবাহী,বারিবাহ, নীরধর।

👉 আরও পড়ুন:

সমুদ্র সমার্থক শব্দ

চাঁদ এর সমার্থক শব্দ

নদী সমার্থক শব্দ

আকাশ সমার্থক শব্দ

👉 বয়স ক্যালকুলেটর: Click Here

মেঘ সম্পর্কে কিছু তথ্য:

১. পৃথিবীতে , বাতাসের স্যাচুরেশনের ফলে মেঘ তৈরি হয় যখন এটি তার শিশিরাঙ্কে ঠাণ্ডা হয় অথবা যখন পারিপার্শ্বিক পরিবেশ থেকে যথেষ্ট পরিমাণ আর্দ্রতা আসায় শিশিরাঙ্ক পরিবেষ্টিত তাপমাত্রায় পৌঁছায়।

২. নেফোলজি হল মেঘের বিজ্ঞান, যা আবহাওয়াবিদ্যার ক্লাউড ফিজিক্স শাখায় পড়ানো হয়।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৩. ট্রপোস্ফিয়ারের মেঘ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

FAQs: Frequently Asked Questions

প্রশ্ন: মেঘ কাকে বলে?

উত্তর: জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ুর ক্রমশঃ উপরে উঠলে অতিরিক্ত শীতলতার সংস্পর্শে সম্পৃক্ত হয়।এই সম্পৃক্ত বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক এর নিচে নেমে গেলে ঘনীভবনের ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জল্পনা ও তুষারকণায় পরিণত হয়। বায়ুতে ভাসমান ধূলিকণা,কয়লার কনা প্রভৃতিকে আশ্রয় করে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণার আকাশে ভেসে বেড়ায়। এদের আমরা মেঘ বলি।

আরও পড়ুন:

মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?

লেবু জল খাওয়ার উপকারিতা

নিম পাতার উপকারিতা

👉 Subscribe Our YouTube Channel: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply