দূরের পাল্লা প্রশ্ন উত্তর
এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “দূরের পাল্লা” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।
চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
দূরের পাল্লা (সত্যেন্দ্রনাথ দত্ত)
১. কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত?
উত্তর: কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্য জগতে ছন্দের জাদুকর অভিধায় অভিহিত।
২. তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: ‘ফুলের ফসল’ ও ‘সন্ধিক্ষণ’।
৩.
৩.১ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত?
উত্তর: ছন্দের জাদুকর।
৩.২ কবিতাংশে যে নৌকোটির কথা রয়েছে, তাতে কতজন মাঝি রয়েছেন?
উত্তর: তিনজন।
৩.৩ বন-হাঁস কী করছে?
উত্তর: শ্যাওলায় তার ডিম্ ঢাকছে।
৩.৪ নদীজলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে?
উত্তর: পানকৌড়ি ও ঘোমটার বউকে।
৩.৫ মাঝিরা কেমনভাবে নৌকা বেয়ে চলেছে?
উত্তর: মাঝিরা মন্থরগতিতে গান গাইতে গাইতে নৌকা বেয়ে চলেছে।
৪. ‘চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত। কবিতাংশে দিনের নানা ছবি কীভাবে ধরা পড়েছে লেখো।
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘দূরের পাল্লা’ কবিতায় দিনের নানা ছবি ধরা পড়েছে। তিনজন মাঝি নৌকা নিয়ে দূর গন্তব্যে পাড়ি দিয়েছেন। নদীর দুই পাড়ে দেখা যায় ঝোপঝাড়, জঙ্গল- জঞ্জাল, জলময় শ্যাওলা। বন হাঁস শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকে। ঘোমটাপরা বউ ও পানকৌড়ি জলে ডুব দেয়। আনমনা হয়ে গ্রাম্য বধূকে কলশি ভরতে দেখা যায়। এরই মাঝে তিনজন মাঝি গান করতে করতে মন্থর গতিতে নৌকা বেয়ে চলে।
৫. পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো।
উত্তর: পাল্লা (কবল) = মাঝিটি বাঘের পাল্লায় পড়েছে।
পাল্লা (প্রতিযোগিতা) = দৌড়ে রাজুর সাথে শ্যাম পাল্লা দিয়ে পারে না।
৬. ‘দাঁড়’ শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করো।
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘দূরের পাল্লা’ কবিতায় ‘দাঁড়’ শব্দটি নৌকা বাওয়ার দন্ড বা বৈঠা অর্থে ব্যবহৃত হয়েছে।
দাঁড়: গাড়িটি দাড় করিয়ে রেখে অনিক দোকানে গেলো।
৭. ‘দিন-ভোর’ শব্দ বন্ধের অর্থ সমস্ত দিন। সারাদিনের কাজ বোঝাতে তুমি আর কোন শব্দ ব্যবহার করতে পারো?
উত্তর: সারাদিনের কাজ বোঝাতে দিবসব্যাপী শব্দ ব্যবহার করতে পারি।
৮. ‘ঝোপঝাড়’ এর মতো সমার্থক / প্রায় সমার্থক শব্দ পাশাপাশি বসিয়ে পাঁচটি নতুন শব্দ তৈরী করো।
উত্তর: কাগজপত্র, কলহবিবাদ, রাস্তাঘাট, নদনদী, মাঠময়দান ইত্যাদি।
৯. ‘পান্না’ ও ‘চর’ শব্দদুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো:
উত্তর:
পান্না (সবুজ রঙের মনিবিশেষ)
অনিক হাতে পান্নার আংটি পরেছে।
পান্না (নামবিশেষ)
পান্নালাল সেন খুব মজার মানুষ।
চর (বিচরণ করা)
মাঠে গরু চরে।
চর (থিতিয়ে পড়া পলি থেকে উৎপন্ন ভূভাগ)
নদীর চরে বালি চিকচিক করে।
১০. ‘টুপটুপ, ‘ঝকঝক’ বকবক’ এর মতো ধ্বন্যাত্মক / অনুকার শব্দদ্বৈতের পাঁচটি উদাহরণ দাও।
উত্তর: ভাতটাত, গান-টান, বই-টই, গাছ-টাছ, ছমছম।
☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
দূরের পাল্লা প্রশ্ন উত্তর
Class 4 Bengali Model Activity Task Answer
চতুর্থ শ্রেণী বাংলা দূরের-পাল্লা প্রশ্ন-উত্তর
Class 4 বাংলা
Official Website: Click Here
চতুর্থ শ্রেণী বাংলা দূরের-পাল্লা প্রশ্ন-উত্তর
Class-4 Bengali Durer Palla Kobitar Prosno Uttor
চতুর্থ শ্রেণী বাংলা
Class-4 Bengali Durer Palla Question Answer প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা দূরের পাল্লা প্রশ্ন উত্তর
Class-4 Bengali Durer Palla Satyendranath Datta
West Bengali Class 4 Bengali Question Answer
Class 4 Bangla Prosno Uttor
WBBSE Class 4 Bengali Book Pdf