জেনে নিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উত্তর: পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৪,৯৫,০০,০০০ কি.মি. (১৪ কোটি ৯৫ লক্ষ কিলোমিটার)
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পরিবর্তনশীল। কারণ পৃথিবী একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে চলেছে। ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (১৫ কোটি ২০ লক্ষ কিমি.) হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অন্যদিকে ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (১৪ কোটি ৭০ লক্ষ কিমি.) হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে।

আরও দেখুন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

আরও দেখুন: বয়স ক্যালকুলেটর

FAQs: Frequently Asked Questions

প্রশ্ন: সূর্য থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার?

উত্তর: সূর্য থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩৮০,০০০ কিলোমিটার (প্রায় ২৩৫,০০০ মাইল)। এটি আপেক্ষিক দূরত্ব অর্থাৎ সূর্য থেকে চাঁদের দূরত্ব পরিবর্তনশীল। সূর্য থেকে চাঁদের দূরত্ব সর্বাধিক ৪০০,০০০ কিলোমিটার (২৪৮,৫০০ মাইল) এবং সর্বনিম্ন ৩৬০,০০০ কিলোমিটার (২২৪,৭০০ মাইল) হতে পারে।

প্রশ্ন: সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

উত্তর: সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
প্রশ্ন: সূর্য পৃথিবী থেকে কত গুন বড়?

উত্তর: সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়।

প্রশ্ন: সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?

উত্তর: সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে।

প্রশ্ন: উদীয়মান সূর্যের দেশ কাকে বলে?

উত্তর: জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে।

নিশীথ সূর্যের দেশ নরওয়ে।

Our YouTube Channel: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply