নখ কাটলে ব্যথা লাগে না কেন?

নখ কাটলে ব্যথা লাগে না কেন? নখ সম্পর্কে কিছু অজানা তথ্য

* নখ কী দিয়ে তৈরি?


আমাদের নখ কেরাটিন নামক এক ধরণের প্রোটিন দিয়ে তৈরি। কেরাটিন প্রোটিন নখের টিস্যু সৃষ্টিকারী নতুন কোষ গঠন করে।

* নখ কাটলে ব্যথা লাগে না কেন?

ত্বকের নীচে নখ বাড়তে থাকে। নতুন কোষগুলি উৎপন্ন হয়ে পুরানো কোষগুলিকে ঠেলা দেয়। তাই আমরা নখের যে অংশটি দেখতে পাই তাতে মৃত কোষ থাকে। এজন্য নখ কাটলে ব্যথা লাগে না কেন?
তবে নখের নীচে ত্বকের একটি স্তর যা ডার্মিস নামে পরিচিত সেখানে সংবেদনশীল স্নায়ু রয়েছে। নখের উপর চাপ প্রয়োগ করা হলে এগুলি মস্তিষ্কে একটি সংকেত প্রেরণ করে।
নখের বাড়তে রক্তের প্রবাহও প্রয়োজন। নখের নীচের স্তরে থাকা ক্ষুদ্র রক্তনালীগুলির মধ্য দিয়ে প্রবাহিত রক্ত নখকে বাড়তে সহায়তা করে এবং তাদের গোলাপী রঙ প্রদান করে।


* প্রতিমাসে নখ কতটা বৃদ্ধি পায়?


স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাতের আঙুলের নখগুলি প্রতি মাসে গড়ে প্রায় 3.5 মিলিমিটার বৃদ্ধি পায় এবং পায়ের আঙুলের নখ প্রতি মাসে প্রায় 1.5 মিলিমিটার বৃদ্ধি পায়। তবে যথাযথ পুষ্টি এবং সুস্বাস্থ্যের উপর নখের বৃদ্ধির হার প্রভাবিত হয়।


* মৃত্যুর পরও কী নখ বাড়তে থাকে?


একটি মিথ রয়েছে যে মৃত্যুর পরও নাকি নখ বাড়তে থাকে। এটি মোটেও সত্য নয়। মৃত্যুর পর চামড়া জলশুন্য হয়ে সংকুচিত হয়। এর ফলে মনে হয় যেন নখগুলি আগের থেকে বেড়ে গিয়েছে।


* কোন হাতের নখ দ্রুত বাড়ে?


যার যে হাত বেশি সক্রিয় সেই হাতের নখ দ্রুত বৃদ্ধি পায়। অর্থাৎ ডানহাতিদের ক্ষেত্রে ডানহাতের আর বাঁহাতিদের ক্ষেত্রে বাঁহাতের আঙ্গুলরে নখ দ্রুত বাড়ে। কারণ যে হাত বেশি সক্রিয় সেই হাতে রক্ত সঞ্চালন বেশি হয় নখের বৃদ্ধি ত্বরান্বিত হয়।


* নখ দেখে কী শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা বোঝা যায়?


নখের রঙ দেখে শরীরের অনেক সমস্যা সম্পর্কে জানা যায়। যেমন-
১. হলুদ বর্ণ: নখের রঙ হলুদ হওয়ার কারণ হতে পারে থাইরয়েড, জন্ডিস বা ডায়াবেটিস। তবে সস্তা ও অতিরিক্ত নেলপলিশ ব্যবহার করার ফলেও এই সমস্যা দেখা দেয়।
২. নীল বর্ণ: শরীরে অক্সিজেনের ঘাটতি বা ফুসফুস ও হার্টের যদি কোনও সমস্যা হয়ে থাকে তবে নখের রঙ নীল হয়ে যেতে পারে।
৩. সাদা বর্ণ: লিভারের সমস্যার কারণে নখের মাঝের অংশের রঙ সাদা হয়ে যেতে পারে।

  • অনেকে নার্ভাস অবস্থায় দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। এটিকে বলা হয় ‘Onychophagia’
  • ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে চীনে প্রথম নখ পালিশের ব্যবহার শুরু হয়।

নখ কাটলে ব্যথা লাগে না কেন?

নখ সম্পর্কে কিছু অজানা তথ্য What are Nails made of?

You may also like: EWS সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন

Leave a Comment

CLOSE