বরফ জলে ভাসে কেন

Categories: Uncategorized

বরফ জলে ভাসে কেন?

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, গ্লাসের জলে বরফের টুকরো ফেলে দিলে সেগুলি ভাসছে। শুধুমাত্র কেবল ছোটো ছোটো বরফের টুকরোগুলিই ভাসে তা নয়। বিশাল আইসবার্গগুলি মহাসাগর এবং হ্রদের উপরে ভাসছে! কখনো কি ভেবেছেন ওতো ভারী বরফ জলে ভাসে কেন? এককথায় বলা যায়,

বরফ জলে ভাসে কারণ বরফের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম।

একটি বস্তু তরলে ভাসবে কিনা তা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপর। এখন প্রশ্ন হলো ঘনত্ব কী?

ঘনত্ব:

কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব (Density) বলে।
অর্থাৎ, ঘনত্ব বস্তুর ভর = বস্তুর ভর ÷ বস্তুর আয়তন।

বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম কেন?

Leave a Reply