Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

মাধ্যমিক ২০২৩ ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

Madhyamik 2023

Physical Science

ABTA Test Paper

Page- 211

বিভাগ- ‘ক’

১.১ বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর: মেসোস্ফিয়ার।

১.২ বয়েল ও চার্লস উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি?
উত্তর: গ্যাসের ভর।

১.৩ কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ৪৪ হলে, প্রমাণ ঘনত্ব হবে-
উত্তর: 3.916

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৪ কঠিন পদার্থের কয় প্রকার তাপীয় প্রসারণ হয়-
উত্তর: 3 টি।

১.৫ আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি হল আলোর-
উত্তর: কম্পাঙ্ক।

১.৬ কোনো প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হল-
উত্তর: 2

১.৭ তড়িৎ ক্ষমতা (P) কোনটিকে নির্দেশ করে?
উত্তর: V2/R

১.৮ লেঞ্জের সূত্রটি কোন নীতির থেকে পাওয়া যায়?
উত্তর: শক্তির সংরক্ষণ

১.৯ একটি ইলেকট্রনের ভর m হলে β কণার ভর-
উত্তর: m

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১.১০ পর্যায় সারণীর ক্ষেত্রে ত্রয়ী সূত্রটির প্রবর্তক কে?
উত্তর: ডোবেরাইনার

১.১১ নাইট্রোজেন অণুতে কোন প্রকার বন্ধন দেখা যায়?
উত্তর: সমযোজী ত্রিবন্ধন।

১.১২ কোনো ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহনে যে বিষয়টি ঘটে না সেটি হল-
উত্তর: ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে।

১.১৩ কিপ যন্ত্রে তৈরী করা যায় না এমন একটি গ্যাস হল-
উত্তর: NH3

১.১৪ থার্মিট মিশ্রণে ব্যবহৃত ধাতুটি হল-
উত্তর: Al

১.১৫ নীচের যে জৈব যৌগটি যুত বিক্রিয়ায় অংশ গ্রহণ করবে না, সেটি হল-
উত্তর: CH4

বিভাগ- ‘খ’

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

২.১ ওজন স্তর ধ্বংসকারী নাইট্রোজেন ঘটিত একটি গ্যাসের নাম লেখো:
উত্তর: নাইট্রোজেন ডাই-অক্সাইড

২.২ বায়ো গ্যাস প্ল্যান্টে বায়োমাস কে বিয়োজিত করে মিথেন গ্যাসে পরিণত করে ——————–
উত্তর: মিথানোজেনিক ব্যাকটেরিয়া।

২.৩ সত্য বা মিথ্যা লেখো: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা।
উত্তর: সত্য।

অথবা, পরমশূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: শূন্য।

২.৪ কোন শর্তে কোনো বাস্তব গ্যাস PV=nRT সমীকরণটি মেনে চলে না।
উত্তর: উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়।

২.৫ একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
উত্তর: অসীম।

অথবা, তাপীয় রোধের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হলো ———–
উত্তর: 3

২.৬ ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর: লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব তাকেই লেন্সের ফোকাস দূরত্ব বলে।

২.৭ কোন একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপাতন কোণ 45° ও প্রতিসরণ কোন 30° হলে, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে?
উত্তর: 2

২.৮ অভ্যন্তরীণ বিভদপ্রভেদকে ————— বলে।
উত্তর: তড়িচ্চালক বল।

২.৯ চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তর: ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।

২.১০ নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিয়োজনের মধ্যে কোন ক্ষেত্রে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়?
উত্তর: নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়।

👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here

👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here

Subscribe Our YouTube Channel: Click Here

Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

মাধ্যমিক ভৌতবিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

Madhyamik Physical Science ABTA Test Paper Solution

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

ABTA Test Paper Physical Science page 211 MCQ Answer Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

Madhyamik 2023 মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply