Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science
মাধ্যমিক ২০২৩ ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
Madhyamik 2023
Physical Science
ABTA Test Paper
Page- 211
বিভাগ- ‘ক’
১.১ বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর: মেসোস্ফিয়ার।
১.২ বয়েল ও চার্লস উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি?
উত্তর: গ্যাসের ভর।
১.৩ কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ৪৪ হলে, প্রমাণ ঘনত্ব হবে-
উত্তর: 3.916
১.৪ কঠিন পদার্থের কয় প্রকার তাপীয় প্রসারণ হয়-
উত্তর: 3 টি।
১.৫ আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি হল আলোর-
উত্তর: কম্পাঙ্ক।
১.৬ কোনো প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হল-
উত্তর: 2
১.৭ তড়িৎ ক্ষমতা (P) কোনটিকে নির্দেশ করে?
উত্তর: V2/R
১.৮ লেঞ্জের সূত্রটি কোন নীতির থেকে পাওয়া যায়?
উত্তর: শক্তির সংরক্ষণ
১.৯ একটি ইলেকট্রনের ভর m হলে β কণার ভর-
উত্তর: m
১.১০ পর্যায় সারণীর ক্ষেত্রে ত্রয়ী সূত্রটির প্রবর্তক কে?
উত্তর: ডোবেরাইনার
১.১১ নাইট্রোজেন অণুতে কোন প্রকার বন্ধন দেখা যায়?
উত্তর: সমযোজী ত্রিবন্ধন।
১.১২ কোনো ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহনে যে বিষয়টি ঘটে না সেটি হল-
উত্তর: ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে।
১.১৩ কিপ যন্ত্রে তৈরী করা যায় না এমন একটি গ্যাস হল-
উত্তর: NH3
১.১৪ থার্মিট মিশ্রণে ব্যবহৃত ধাতুটি হল-
উত্তর: Al
১.১৫ নীচের যে জৈব যৌগটি যুত বিক্রিয়ায় অংশ গ্রহণ করবে না, সেটি হল-
উত্তর: CH4
বিভাগ- ‘খ’
২.১ ওজন স্তর ধ্বংসকারী নাইট্রোজেন ঘটিত একটি গ্যাসের নাম লেখো:
উত্তর: নাইট্রোজেন ডাই-অক্সাইড
২.২ বায়ো গ্যাস প্ল্যান্টে বায়োমাস কে বিয়োজিত করে মিথেন গ্যাসে পরিণত করে ——————–
উত্তর: মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
২.৩ সত্য বা মিথ্যা লেখো: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা।
উত্তর: সত্য।
অথবা, পরমশূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: শূন্য।
২.৪ কোন শর্তে কোনো বাস্তব গ্যাস PV=nRT সমীকরণটি মেনে চলে না।
উত্তর: উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়।
২.৫ একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
উত্তর: অসীম।
অথবা, তাপীয় রোধের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হলো ———–
উত্তর: 3
২.৬ ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর: লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব তাকেই লেন্সের ফোকাস দূরত্ব বলে।
২.৭ কোন একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপাতন কোণ 45° ও প্রতিসরণ কোন 30° হলে, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে?
উত্তর: √2
২.৮ অভ্যন্তরীণ বিভদপ্রভেদকে ————— বলে।
উত্তর: তড়িচ্চালক বল।
২.৯ চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তর: ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।
২.১০ নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিয়োজনের মধ্যে কোন ক্ষেত্রে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়?
উত্তর: নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়।
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science
মাধ্যমিক ভৌতবিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Physical Science ABTA Test Paper Solution
ABTA Test Paper Physical Science page 211 MCQ Answer Madhyamik ABTA-Test-Paper Page-211 Physical-Science
Madhyamik 2023 মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভৌতবিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর