General-Knowledge in Bengali Part-1

Categories: Uncategorized

General-Knowledge in Bengali Part-1

১. উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয়?
উত্তর: নাইট্রোজেন গ্যাস।

২. ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি?
উত্তর: ইন্দোর।

৩. সাপ তার জিভ বারবার বার করে কেন?
উত্তর: সাপ তার জিভ দিয়ে গন্ধ শোকে এবং অক্সিজেন নেয় তাই বারবার জিভ বার করে।

৪. প্রাচীন কালে জ্বালানী হিসাবে রকেটে কী ব্যবহার করা হত?
উত্তর: বারুদ।

৫. কোন বিজ্ঞানী এবং কত সালে প্রথম রক্তের গ্রূপ আবিষ্কার করেছিল?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার ১৯০১ সালে।

৬. চিনি রাখার পাত্রে কী দিয়ে রাখলে পিঁপড়ে হয় না?
উত্তর: লবঙ্গ।

৭. কোন প্রাণী চোখ খুলে ঘুমোয়?
উত্তর: ডলফিন।

৮. মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেয়?
উত্তর: ১৩ বছর।

৯. আমাদের দেশের রাস্তার রঙ কালো কিন্তু কোন দেশের রাস্তার রঙ নীল?
উত্তর: কাতার দেশের রাজধানীর।

১০. নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন?
উত্তর: প্রায় ২ ঘন্টা ১৩ মিনিট।

১১. সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
উত্তর: ভিটামিন- D

১২. কোন জায়গাতে গেলে দিনে ১৬ বার সূর্য ওঠা এবং সূর্য ডোবা দেখতে পাওয়া যায়?
উত্তর: International Space Station এ গেলে।

১৩. কোন প্রাণীর শরীরের ওপর মদ ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায়?
উত্তর: বিছের উপর।

১৪. কোন প্রাণী জন্মাবার পর দুমাস পর্যন্ত ঘুমায় না?
উত্তর: ভাল্লুকের বাচ্চা।

১৫. ডিম পচে গেলে জলে ভাসে কেন?
উত্তর: ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরী হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে।

Leave a Reply