Class-8 Science তাপ

Categories: Uncategorized

Class-8 Science তাপ

প্রশ্নমান: ১

১. কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরী করা হয়?
উত্তর: সিসা ও টিন।

প্রশ্নমান: ২
১. কয়েকটি পদার্থের নাম লেখো যাদের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই।

উত্তর: কাচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি।

২. ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার কেন?

উত্তর: প্রয়োজনের তুলনায় অনেক বেশি তড়িৎ প্রবাহিত হলে তার উত্তপ্ত হয়ে ইলেকট্রিক সরঞ্জামে আগুন লাগার সম্ভাবনা থাকে। কিন্তু ফিউজ তারের গলনাঙ্ক কম হলে তা অল্প উত্তাপেই গলে যায় এবং বাড়িতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়। এই কারণে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার।

৩. হিমমিশ্র কী? এর ব্যবহার লেখো।

উত্তর: বরফের সঙ্গে লবণ নির্দিষ্ট ভরের অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা কমে যায়। এই মিশ্রণকে হিমমিশ্র বলে।
ব্যবহার: মাছ, মাংস সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হিমমিশ্র ব্যবহার করা হয়।

প্রশ্নমান: ৩
১. জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার সুবিধা ও অসুবিধা লেখো:

উত্তর:
সুবিধা-
বরফের ঘনত্ব জলের তুলনায় কম। তাই শীতপ্রধান দেশে জলাশয়ের উপরিতলের জল বরফে পরিণত হলে তা জলের উপর ভাসতে থাকে। ফলে জলের জীবের বরফের নীচের জলে বেঁচে থাকে।
অসুবিধা-
(i) মোটরের রেডিয়েটারে থাকা জল বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায় এবং অনেকসময় পাইপ ফেটে যায়।
(ii) পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে অনেক সময় পাথর ফেটে যায়। এই কারণেই পাহাড়ে মাঝে মাঝে ধস নামে।

২. দুটো বরফের টুকরোকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারা জোড়া লেগে যায় কেন?

উত্তর: চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। তাই চেপে ধরার সময় দুটি বরফের সংযোগস্থলে গলনাঙ্ক কমে ও বরফ গলে জল হয়। যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন গলনাঙ্ক আবার বেড়ে যায় এবং গলে যাওয়া অংশ পুনরায় বরফে পরিণত হয়। ফলে বরফের টুকরো দুটো জুড়ে যায়।

৩. গলনাঙ্ক ও চাপের মধ্যে সম্পর্ক কী?

উত্তর: গলনের ফলে যেসব পদার্থের আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়।
যেমন- বরফ, ঢালাই লোহা ইত্যাদি।
গলনের ফলে যেসব পদার্থের আয়তন বাড়ে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়।
যেমন- লোহা, সিসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

Leave a Reply