এখানে Class 8 History Question First Unit Test 2025 / ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট শেয়ার করা হলো।
Class 8 History Question First Unit Test 2025
ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ১
1) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান?
(ii) কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?
(iii) দাক্ষিণাত্যে কোন্ যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়?
(iv) বেসিনের সন্ধি কত সালে হয়?
(v) ১৭৭৩ সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
(vi) কলকাতায় সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(vii) কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠনপাঠন শুরু হয়?
(viii) ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি কার রচনা?
2) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
(ii) আমলা কাদের বলা হয়?
(iii) ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায়?
3) প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও:
(i) ফাররুখশিয়রের ফরমানের গুরুত্ব কী?
(ii) দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝো?
4) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি):
(i) পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
(ii) কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও।
(iii) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কেন হয়েছিল? এর ফলাফল লেখো।
Class 8 History Question First Unit Test 2025
ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ২
1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল-
(a) ১৭৬০ খ্রি
(b) ১৭৭০ খ্রি
(c) ১৭৭৬ খ্রি
(d) ১৭৭৭ খ্রি
(ii) কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়?
(a) ১৭৯৩ খ্রি
(b) ১৮১১ খ্রি
(c) ১৮১২ খ্রি
(d) ১৮৪৩ খ্রি
(iii) ‘এশিয়াটিক সোসাইটি‘ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন-
(a) উইলিয়ম পিট
(b) উইলিয়ম জেমস
(c) উইলিয়ম জোনস
(d) উইলিয়ম কেরি
(iv) নীচের কোনটি ‘উডের প্রতিবেদন’-এর নির্দেশনামা নয়?
(a) শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়
(b) ইংরেজি ও ভারতীয় দু-ধরনের ভাষাচর্চার কথা বলা হয়
(c) কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়
(d) অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়
2) পূর্ণবাক্যে উত্তর দাও:
(i) কত খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়?
(ii) কোন্ মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন?
(iii) মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল?
(iv) বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন?
3) নির্দেশ অনুযায়ী উত্তর দাও:
(i) সত্য / মিথ্যা নির্ণয় করো: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন।
(ii) শূন্যস্থান পূরণ করো: _ খ্রিস্টাব্দে ‘A Grammar of the Bengal Language’ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্র্যাসি হালেদ।
(iii) প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন্ ব্যাখ্যাটি মানানসই লেখো:
বিবৃতি: ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানারকম সংস্কার করা হয়।
ব্যাখ্যা ১: ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
ব্যাখ্যা ২: ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য।
৩: ইংরেজদের চাকরি দানের মাধ্যমে ব্রিটিশ শাসন মজবুত করা।
4) নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও:
(i) ফাররুখশিয়রের ফরমানের মূল শর্তগুলি লেখো।
(ii) পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো?
(iii) শিক্ষাবিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল?
5) চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নের উত্তর দাও (যে-কোনো একটি):
(i) মেকলে মিনিটস কী?
(ii) রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল?
6) নীচের প্রশ্নগুলির আট-দশটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) টীকা লেখো: অধীনতামূলক মিত্রতা নীতি।
অথবা, সিরাজ-উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও।
(ii) ওয়ারেন হেস্টিংস-এর সংস্কার কার্যাবলি আলোচনা করো।
অথবা, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কীভাবে ‘নতুন শিক্ষা’ ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো।
Class 8 History Question First Unit Test 2025
ক্লাস 8 ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ৩
1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল-
(a) ১৭৬০ খ্রি
(b) ১৭৭০ খ্রি
(c) ১৭৭৬ খ্রি
(d) ১৭৭৭ খ্রি
(ii) কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়?
(a) ১৭৯৩ খ্রি
(b) ১৮১১ খ্রি
(c) ১৮১২ খ্রি
(d) ১৮৪৩ খ্রি
(iii) ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন-
(a) উইলিয়ম পিট
(b) উইলিয়ম জেমস
(c) উইলিয়ম জোনস
(d) উইলিয়ম কেরি
(iv) নীচের কোনটি ‘উডের প্রতিবেদন’-এর নির্দেশনামা নয়?
(a) শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়
(b) ইংরেজি ও ভারতীয় দু-ধরনের ভাষাচর্চার কথা বলা হয়
(c) কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়
(d) অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়
2) পূর্ণবাক্যে উত্তর দাও:
(i) কত খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়?
(ii) কোন্ মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন?
(iii) মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল?
(iv) বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন?
3) নির্দেশ অনুযায়ী উত্তর দাও:
(i) সত্য / মিথ্যা নির্ণয় করো: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন।
(ii) শূন্যস্থান পূরণ করো: _ খ্রিস্টাব্দে ‘A Grammar of the Bengal Language’ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্র্যাসি হালেদ।
(iii) প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন্ ব্যাখ্যাটি মানানসই লেখো:
বিবৃতি: ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানারকম সংস্কার করা হয়।
ব্যাখ্যা ১: ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
২: ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য।
ব্যাখ্যা ৩: ইংরেজদের চাকরি দানের মাধ্যমে ব্রিটিশ শাসন মজবুত করা।
4) নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও:
(i) ফাররুখশিয়রের ফরমানের মূল শর্তগুলি লেখো।
(ii) পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো?
(iii) শিক্ষাবিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল?
5) চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নের উত্তর দাও (যে-কোনো একটি):
(i) মেকলে মিনিটস কী?
(ii) রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল?
6) নীচের প্রশ্নগুলির আট-দশটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) টীকা লেখো: অধীনতামূলক মিত্রতা নীতি।
অথবা, সিরাজ-উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও।
(ii) ওয়ারেন হেস্টিংস-এর সংস্কার কার্যাবলি আলোচনা করো।
অথবা, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কীভাবে ‘নতুন শিক্ষা’ ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো।
Class 8 History Question First Unit Test 2025
অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ৪
1) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
(i) বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়-
(a) ১৭৬০ খ্রিস্টাব্দে
(b) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(c) ১৭৭২ খ্রিস্টাব্দে
(d) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(ii) মির কাশিম মুরশিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন-
(a) অযোধ্যায়
(b) মুঙ্গেরে
(c) দিল্লিতে
(d) কলকাতায়
(iii) পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের-
(a) ২৩ জুন
(b) ২৪ জুন
(c) ২৫ জুন
(d) ২৮ জুন
(iv) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-
(a) দেওয়ান
(b) ফৌজদার
(c) নবাব
(d) জমিদার
(v) অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন-
(a) লর্ড ওয়েলেসলি
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) রবার্ট ক্লাইভ
(vi) কলকাতায় সুপ্রিমকোর্ট (ইম্পিরিয়াল কোর্ট) স্থাপিত হয়-
(a) ১৭৭১ খ্রিস্টাব্দে
(b) ১৭৭২ খ্রিস্টাব্দে
(c) ১৭৭৪ খ্রিস্টাব্দে
(d) ১৭৭৫ খ্রিস্টাব্দে
2) অতি-সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
(ii) আলিনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে?
(iii) কে, কবে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
(iv) কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
3) দু-তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
অথবা, দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝো?
(ii) কর্নওয়ালিশের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো।
অথবা, কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল-এর কী ভূমিকা ছিল?
4) চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
(i) অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো?
(ii) মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো।
অথবা, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিশ কী ভূমিকা নিয়েছিলেন?
5) আট-দশটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো।
অথবা, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিশের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো।
(ii) বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।
অথবা, পলাশির যুদ্ধের কারণ কী? এর ফলাফল কী হয়েছিল?
Class 8 History Question First Unit Test 2025
অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ৫
1) সঠিক উত্তরটি নির্বাচন করো:
(i) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-
(a) দেওয়ান
(b) ফৌজদার
(c) নবাব
(ii) ব্রিটিশ কোম্পানিকে বাংলা-বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন-
(a) সম্রাট ২য় শাহ আলম
(b) সম্রাট ফারুখশিয়ার
(c) সম্রাট ঔরঙ্গজেব
(iii) ঔরঙ্গজেব মারা যান-
(a) 1707 খ্রিস্টাব্দে
(b) 1708 খ্রিস্টাব্দে
(c) 1709 খ্রিস্টাব্দে
2) এক কথায় উত্তর দাও:
(i) ভারতের ইতিহাসকে নীল কয়টি ভাগে ভাগ করেন?
(ii) বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
(iii) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
(iv) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
3) অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) ‘পলাশির লুণ্ঠন’ কাকে বলে?
(ii) দ্বৈত শাসন বলতে কী বোঝ?
4) নিজের ভাষায় লেখো:
(i) ফারুখশিয়রের ফরমানের গুরুত্ব লেখো।
অথবা
(ii) পলাশির যুদ্ধের কারণগুলি আলোচনা কর।
আরও দেখো: ক্লাস 8 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট 2025