Class-8 History First-Unit-Test Question Paper
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর “1st Unit Test” এর জন্য ইতিহাস বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. নির্দেশ অনুসারে উত্তর দাও:
(ক) বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন- (মিরজাফর / মিরকাশিম / শাহ আলম)
(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ________________________ .
(গ) বেমানান শব্দটির নীচে দাগ দাও:
ডেভিড হেয়ার / উইলিয়াম কেরি / জোনাথন ডানকান / উইলিয়াম পিট।
(ঘ) নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো:
বিটন সাহেবের উদ্যোগে বেথুন স্কুল তৈরী হয়।
(ঙ) মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে কোন বনিক রাজার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
(চ) সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে প্রেরণ করেন?
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
চিরস্থায়ী বন্দোবস্ত | উইলিয়াম জোনস |
স্বত্ববিলোপ নীতি | হোরাস উইলসন |
এশিয়াটিক সোসাইটি | লর্ড ডালহৌসি |
শ্রীরঙ্গপত্তম | লর্ড কর্নওয়ালিস |
টিপু সুলতান |
৩. দুইটি বা তিনটি বাক্যে উত্তর দাও: (যেকোনো একটি)
(ক) কোন কোন বিষয়ে বিরোধীতা করে রামমোহন ১৮২৩ খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন?
(খ) ‘ফারুখশিয়রের ফরমান’ বলতে কী বোঝো?
৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৩০-৪০ টি শব্দে)
(ক) ব্রিটিশ আমলে সমস্ত সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের কোথায় যোগ দিতে হত? প্রশাসনিকভাবে এই ব্যবস্থা কেন গ্রহণ করা হয়?
(খ) ‘আলিনগরের সন্ধি’ কে ব্রিটিশ কোম্পানির সুবিধাজনক সন্ধি বলার কারণ কী?
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
Class-8 History 1st-Unit-Test Model-Question-Paper
You may also like: Class VII Notes
Class 8 First Unit Test History Question Paper Class 8 First Unit Test History Suggestion Class 8 First Unit Test History Question Paper
WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper History Class VIII History first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র
Thanks
very helpful website.. thanks textbook plus..
very helpful site.. thanks textbook plus..