Class-8 Bengali Question-Answer Shikol-Porar-Gaan

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-8 Bengali Question-Answer Shikol-Porar-Gaan

এখানে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ‘শিকল – পরার গান‘ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হলো। আশাকরি এইগুলি ছাত্র-ছাত্রীদের সহায়ক হবে।

শ্রেণী: অষ্টম বিষয়: বাংলা
শিকল – পরার গান
কাজী নজরুল ইসলাম
পাঠ্য পুস্তকের প্রশ্নগুলির উত্তর:

১.১ কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১.২ তিনি কী কী ধরনের গানের রচয়িতা ?
উত্তর: কাজী নজরুল ইসলাম শ্যামাসংগীত, গজল, দেশাত্মবােধক, ইসলামি রাগপ্রধান, হাসির গান প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা ছিলেন।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
২. নীচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখাে :

২.১ ‘শিকল-পরা ছল’ বলতে কবি প্রকৃতপক্ষে কী বােঝাতে চেয়েছেন ?
উত্তর: ‘শিকল-পরা ছল’ বলতে, কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে কারাবরণ করে শিকল পরার ভীতি দূর করাকে বােঝাতে চেয়েছেন।

২.২ ‘ক্ষয় করতে আসা মােদের সবার বাঁধন-ভয়। ‘বাঁধন-ভয়’ ক্ষয় করতে কারা, কোথায় এসেছেন ?
উত্তর: কবি-সহ তাঁর অনুগামী দেশভক্তরা ‘বাঁধন-ভয়’ ক্ষয় করতে ব্রিটিশের কারাগারে এসেছেন।

২.৩ ‘মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা কীভাবে রচিত হয় ?
উত্তর: দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ব্রিটিশদের হাতে আক্রান্ত হওয়া এবং মুক্তিকামী দেশভক্তদের পায়ে শিকল পরার মাধ্যমে তাঁদের চরণ-বন্দনা রচিত হয়।

২.৪ মােদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্ৰানল।—পঙক্তিটিতে ‘আবার’ শব্দটি ব্যবহৃত হয়েছে কেন?
উত্তর: পুরাণ কাহিনি অনুসারে, দধীচি মুনির হাড় দিয়ে নির্মিত বজ্রে বৃত্রাসুরকে বধ করা হয়েছিল। বর্তমানে দেশভক্তদের হাড় দিয়ে পুনরায় নির্মিত বজে ইংরেজ শক্তিকে নাশ করার প্রসঙ্গে ‘আবার’ শব্দটি ব্যবহৃত হয়েছে।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখা :

৩.১ স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কীভাবে ‘শিকল-পরার গান কবিতায় ধরা পড়েছে, তা আলােচনা করাে।

উত্তর: কবি কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশি কাব্যের অন্তর্গত ‘শিকল-পরার গান কবিতায় সমগ্র স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির বাসনা তীব্রভাবে প্রকাশিত হয়েছে। কবি ভারতের মুক্তিপিয়াসি মানুষের মনে সাহস জোগানাের জন্য এবং মুক্তির বাসনাকে চরিতার্থ করার জন্য বলেছেন- শৃঙ্খলিত হয়ে তাঁদের কারাগারে প্রবেশ করা একটা ছলনামাত্র। এই শিকল পরেই তাঁরা পরাধীনতার শৃঙ্খলকে চূর্ণ করবেন। এই কারাবরণের মাধ্যমে তারা মুক্তিপিয়াসি মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূরীভূত করতে চান।
ব্রিটিশরা যে ভয় দেখিয়ে তাঁদের শাসনজাল বিস্তার করছে, সেই ভয়ের কণ্ঠ রােধ করেই সকলকে সাহসী করে তুলতে চান। আলােচ্য কবিতায় দেশকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করতে সমস্ত কষ্ট স্বীকার করে নিজেদের জীবন বলিদানের মাধ্যমে দেশের স্বাধীনতাকামী মানুষের মুখে হাসি ফোটানাের বার্তা ঘােষিত হয়েছে। কবি বলেছেন, দেশভক্তদের শরীরের হাড় দিয়ে পুনরায় বজ্র তৈরি হয়ে ব্রিটিশ শাসনের বিনাশ ঘটাতে দেশে বজ্রের আগুন জ্বলবে। এভাবেই স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কবিতাটিতে ধ্বনিত হয়েছে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
৩.২ ‘বাঁধন-ভয়কে করব মােরা জয়’—কেন এই বাঁধন ? কারা, কীভাবে এই ‘বাঁধন-ভয়কে জয় করবে ?

উত্তর: পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ তথা সমগ্র ভারতবাসীকে মুক্ত করতে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে নামায় রাজদ্রোহিতার অপরাধে কবিসহ তাঁর দেশভক্ত অনুগামীদের ব্রিটিশ কারাগারে আটক করা হয়েছিল।
কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর অনুগামী অন্যান্য দেশভক্তরা নির্দ্বিধায় কারাবরণের মাধ্যমে ইংরেজ শক্তিকে বিকল করার পরিকল্পনা করেছিলেন। তাই কবির উদাত্ত ঘােষণা—“শিকলবাঁধা পা নয় এ শিকলভাঙা কল।।” অর্থাৎ, শিকল পরা তাঁদের একটা ছলনামাত্র। এই ‘শিকল’ পরেই তাঁরা ইংরেজ প্রদত্ত শিকলকে বিনাশ করবেন এবং স্বেচ্ছা কারাবরণের মাধ্যমে মুক্তিপিয়াসি সাধারণ মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূর করবেন।

৪. দল বিশ্লেষণ করাে : বন্ধনী, ঝঞ্ঝনা , বজ্রানল , সর্বনাশ, অস্থি।

উত্তর:
বন্ধনী = বন্-ধ – নী (মুক্তদল—ধ, নী (২ টি), রুদ্ধদল—বন্ (১ টি)]।
ঝঞ্ঝনা = ঝন্ – ঝ – না [মুক্তদল-ঝ, না (২ টি), রুদ্ধদল-ঝন (১টি)] ।
বজ্ৰানল = বজ-রা-নল (মুক্তদল—রা (১টি), রুদ্ধদল—বজ, নল (২ টি)]।
সর্বনাশ = সর-ব-নাশ (মুক্তদল – ব (১টি), রুদ্ধদল সর, নাশ (২ টি)]।
অস্থি = অস্-থি (মুক্তদল-থি (১টি), রুদ্ধদল—অস্ (১টি)]।

৫. ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করেছে দেখাও : বাঁধন, পরে।

উত্তর:
বাঁধন = বন্ধন > বাঁধন (নাসিকীভবন)।
পরে= পরিয়া > পইর্যা > পরে (অভিশ্রুতি)।

৬. বাক্যে রূপান্তর করাে :

৬.১ ভয়-দেখানাে ভূতের মােরা করব সর্বনাশ। (জটিল বাক্যে)
উত্তর: ভয় দেখানাে যে ভূত আমরা তার সর্বনাশ করব।

৬.২ মােরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল। (যৌগিক বাক্যে)
উত্তর: মােরা ফাঁসি পরব এবং মৃত্যুজয়ের ফল স্বরূপ হাসি আনব।

৬.৩ তােদর বন্ধ কারায় আসা মােদের বন্দী হতে নয়। (চলিত গদ্যে)
উত্তর: তােদের বন্ধ কারায় আমাদের বন্দি হতে আসা নয়।

৭. পদ চিহ্নিত করাে:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৭.১ তােমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস।
উত্তর:তােমরা— সর্বনাম, বন্ধ— বিশেষণ, ঘর — বিশেষ্য, বন্ধনী — বিশেষ্য, করছ — ক্রিয়া, বিশ্বগ্রাস — বিশেষ্য।

৭.২ মােরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল।
উত্তর: মােরা — সর্বনাম, ফাঁসি — বিশেষ্য, পরে — ক্রিয়া, আনব — ক্রিয়া, হাসি — বিশেষ্য, মৃত্যু জয় — বিশেষ্য, ফল — বিশেষ্য।

৭.৩ এবার আনব মাভৈঃ-বিজয়মন্ত্র বলহীনের বল।
উত্তর: এবার — অব্যয়, আনব — ক্রিয়া, মাভৈঃ — বিশেষণ, বিজয়মন্ত্র — বিশেষ্য, বলহীন — বিশেষণ, বল — বিশেষ্য।

৮. ব্যাসবাক্য-সহ সমাসের নাম লেখাে :

উত্তর:
শিকল-ঝঞ্জনা = শিকলের ঝঞ্চনা–সম্বন্ধ তৎপুরুষ সমাস।
চরণ বন্দনা = চরণকে বন্দনা — কর্ম-তৎপুরুষ সমাস;চরণের বন্দনা — সম্বন্ধ তৎপুরুষ সমাস।
বজ্ৰানল = বজের অনল — সম্বন্ধ তৎপুরুষ সমাস; ব্রজ রূপ অনল — রূপক কর্মধারয় সমাস।
মৃত্যুজয় = মৃত্যুকে জয় — কর্ম তৎপুরুষ সমাস ; মৃত্যু হতে জয় — অপাদান তৎপুরু সমাস।

👉 অষ্টম শ্রেণী বাংলা পাঠ্যপুস্তকের সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলির উত্তর: Click Here

You may also like: Class-8 Unit Test Question Papers


শিকল – পরার গান প্রশ্ন উত্তর mcq
Adab Question Answer Class-8 Bengali Question-Answer শিকল – পরার গান
আদাব নামকরণের সার্থকতা বিচার করো উত্তর Class-8 Bengali Question-Answer Shikol-Porar-Gaan
Class-8 Bengali Important Question Answer Class-8 Bengali Question-Answer Shikol-Porar-Gaan
অষ্টম শ্রেণী শিকল – পরার গান প্রশ্ন উত্তর

Class-8 Bengali Question-Answer Shikol-Porar-Gaan

Official Website: Click Here

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

শিকল – পরার গান প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী
কাজী নজরুল ইসলাম

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply