এখানে Class 7 Bengali Question First Unit Test 2025 / ক্লাস 7 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট শেয়ার করা হলো।
Class 7 Bengali Question First Unit Test 2025
ক্লাস 7 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ১
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ ‘ছন্দ বাজে’
(ক) ঘড়ির কাঁটায়,
(খ) মোটর চাকায়,
(গ) নদীর স্রোতে,
(ঘ) রেলগাড়িতে।
১.২ মুর্শিদি হল-
(ক) মাঝি-মাল্লাদের গান,
(খ) মুসলমানি পল্লিগীতি,
(গ) বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান,
(ঘ) বাউল গান।
১.৩ মধুসূদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি লেখেন-
(ক) ১৮৫৭ খ্রি,
(খ) ১৮৬২ খ্রি,
(গ) ১৮৬১ খ্রি,
(ঘ) ১৮৬৫ খ্রি।
১.৪ কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন
(ক) ‘মুকুল’,
(খ) ‘ভারতী’,
(গ) ‘কল্লোল’,
(ঘ) ‘প্রবাসী’।
১.৫ ‘হালকা’ ও ‘পাতা’ শব্দ দুটি হল
(ক) তৎসম,
(খ) তদ্ভব,
(গ) অর্ধ-তৎসম,
(ঘ) দেশি শব্দ।
২। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও:
২.১ সারিগানের মূল গায়ককে কী বলা হয়?
২.২ “দেহ দাসে, সুবরদে।”- কী দেওয়ার কথা বলা হয়েছে?
২.৩ “উনি পছন্দও করতেন না।” ‘উনি’ কে?
২.৪ গণেশের ছেলে-মেয়েরা কোন্ ধরনের বিজ্ঞানী?
৩। নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
৩.১ প্রদত্ত শব্দগুলি কোন্ কোন্ ভাষা থেকে এসেছে?
(ক) দরবেশ,
(খ) বালতি।
৩.২ বিপরীত শব্দ লেখো:
(ক) ঈষৎ,
(খ) প্রবাস
৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
৪.১ “আমিই প্রথম শুরু করি।” কার, কী শুরু করার কথা বলা হয়েছে? বস্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা,
“তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল।” কে, কী কারণে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিল? সেখান থেকে সে কী করল?
৪.২ একুশের কবিতায় ‘পাখি’ শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙক্তি উদ্ধৃত করে আলোচনা করো।
৪.৩ কালিয়ার বন কোথায়? সেখানে কীভাবে যেতে হয়?
৫। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
৫.১ শূন্যস্থান পূরণ করো: রাজপুত্র > > রাজপুত।
৫.২ ‘মাছ’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
৫.৩ দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও।
৫.৪ ‘কাঁটা’ শব্দটি কী ধরনের শব্দ?
৫.৫ তৎসম ও তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো।
Class 7 Bengali Question First Unit Test 2025
ক্লাস 7 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ২
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন-
(ক) ফিরোজ তুগলক
(খ) সিকন্দর লোদি
(গ) কানিংহাম
(ঘ) আলাউদ্দিন খিলজি
১.২ ‘পাগলা গণেশ’ একটি—
(ক) বিজ্ঞান
(খ) কল্পবিজ্ঞান
(গ) রূপকথা
(ঘ) গোয়েন্দা বিষয়ক গল্প
১.৩ “খুব বড়ো চিত্রকর হবে তুমি।” কে একথা বলেছিলেন?
(ক) খোকনের বাবা
(খ) খোকনের বাবার বন্ধু
(গ) খোকনের আঁকার শিক্ষক
(ঘ) খোকনের দাদা
১.৪ বনফুল ছদ্মনামে লিখতেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(ঘ) জয় গোস্বামী
১.৫ ‘ছন্দ আছে ঝড়-বাদলে/ ছন্দ আছে ‘-
(ক) পাখির ডাকে
(খ) মোটর চাকায়
(গ) ঘোর রাতে
(ঘ) জোছনাতে
১.৬ ‘কোকনদ’ শব্দের অর্থ হল—
(ক) লাল পদ্ম
(খ) নীল পদ্ম
(গ) সাদা পদ্ম
(ঘ) গোলাপি পদ্ম
১.৭ ‘জাহান্নাম’ শব্দটি—
(ক) আরবি
(খ) পোর্তুগিজ
(গ) তুর্কি
(ঘ) ফারসি
অথবা, প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ?
(ক) মাতা
(খ) কানাই
(গ) বিষ্ণু
(ঘ) পিতা
১.৮ সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে—
(ক) তৎসম শব্দ
(খ) মিশ্রশব্দ
(গ) তদ্ভব শব্দ
(ঘ) অর্ধ-তৎসম শব্দ
অথবা, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়—
(ক) বিদেশি শব্দ
(খ) দেশি শব্দ
(গ) অর্ধ-তৎসম শব্দ
(ঘ) মিশ্রশব্দ
২। অতি সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
২.১ “এটা কি নতুন ধরনের কোনো গবেষণা?” কে, কাকে এই প্রশ্নটি করেছিল?
২.২ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?
২.৩ ‘নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন।’ খোকনের প্রথম সৃষ্টি কী ছিল?
২.৪ কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন?
২.৫ তিনটে শালিক কী করে?
২.৬ ‘একুশের কবিতা’য় কোন্ কোন্ লোকগানের উল্লেখ আছে?
২.৭ ‘মাকু’ গল্পে সোনা-টিয়া কোন্ জঙ্গলে গিয়েছিল?
২.৮ “আমরা সার্কাসপার্টির আধখানা।”— একথা কে বলেছিল?
২.৯ ‘পেন্নাম’ কোন্ ধরনের শব্দ?
২.১০ তদ্ভব ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।
২.১১ ‘ভাত’ শব্দটির উৎসগত বিবর্তন দেখাও।
২.১২ ‘মেয়ে’ শব্দটির সংস্কৃত রূপ কী?
২.১৩ খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও।
২.১৪ দুটি মুণ্ডমাল শব্দের উদাহরণ দাও।
৩। সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১ শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে?
অথবা, প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝল?
৩.২ ‘সালটা ৩৫৮৯।’— এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন্ কোন্ নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে?
অথবা, ‘এ মিনতি করি পদে।’— কবি কার কাছে, কী প্রার্থনা জানিয়েছেন?
৩.৩ ‘আঁকা, লেখা’ কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে?
৩.৪ মাছরাঙা পাখি কেমন দেখতে? সে মৎস্য শিকার ভুলে যায় কেন?
Class 7 Bengali Question First Unit Test 2025
ক্লাস 7 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ৩
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ—
(ক) হিমালয়ের গিরিগুহায়
(খ) গভীর জঙ্গলে
(গ) মহাকাশে
(ঘ) বাড়িতে আশ্রয় নিয়েছিলেন
১.২ হিন্দু-মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয়—
(ক) অর্থনৈতিক ক্ষেত্রে
(খ) সামাজিক ক্ষেত্রে
(গ) শিল্পকলায়
(ঘ) রাজনৈতিক ক্ষেত্রে
১.৩ ছন্দ বাজে—
(ক) ঘড়ির কাঁটায়
(খ) মোটর চাকায়
(গ) রেলগাড়িতে
(ঘ) দিন-রাত
১.৪ ‘তামরস’ শব্দটির একটি প্রতিশব্দ—
(ক) অমৃত
(খ) শতদল
(গ) কোমল
(ঘ) গরল
১.৫ ‘চা’ শব্দটি এসেছে—
(ক) ইতালীয় ভাষা থেকে
(খ) তিব্বতি ভাষা থেকে
(গ) স্পেনীয় ভাষা থেকে
(ঘ) চিনা ভাষা থেকে
১.৬ ‘টোপর’ শব্দটি—
(ক) তদ্ভব শব্দ
(খ) তৎসম শব্দ
(গ) খাঁটি দেশি শব্দ
(ঘ) অর্ধ-তৎসম শব্দ
১.৭ ‘রোদ্দুর’ শব্দটি—
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) অর্ধ-তৎসম
(ঘ) মিশ্রশব্দের উদাহরণ
১.৮ মিশ্রশব্দের একটি উদাহরণ হল—
(ক) আকাশগাঙ
(খ) তামাক
(গ) দীপশলাকা
(ঘ) গ্রাম
১.৯ শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হল—
(ক) সাবান
(খ) আনারস
(গ) লিস্ট
(ঘ) কৃষ্ণ
২। নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও (যে-কোনো দশটি):
২.১ “আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি।”— বক্তা কে?
২.২ পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কী ছিল?
২.৩ ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?
২.৪ ভুবনবিখ্যাত মিনারিকার নাম কী?
২.৫ “দেহ দাসে, সুবরদে!”— এখানে ‘দাস’ কাকে বলা হয়েছে?
২.৬ “মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে।”— এখানে ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?
২.৭ শূন্যস্থান পূরণ করো: > গাঅ > গা।
২.৮ ‘জোছনা’ শব্দটি কোন্ মূল শব্দ থেকে এসেছে?
২.৯ যে-কোনো একটি মিশ্রশব্দের উৎস নির্ণয় করো:
২.৯.১ রেলগাড়ি
২.৯.২ বাবুয়ানা
২.১০ পাণিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কী?
২.১১ ‘ফসল’ শব্দটি কোন্ ভাষা থেকে বাংলা শব্দভান্ডারে এসেছে?
২.১২ মাকুকে চিনে নেওয়ার কী উপায় ঘড়িওলা, সোনা-টিয়াকে বলেছিল?
২.১৩ মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল?
২.১৪ ‘মাকু’ নামক তোমাদের পাঠ্যটি কী জাতীয় রচনা?
৩। নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ কালিয়ার বনের পথে সোনা-টিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল?
৩.২ “চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না।”— মানুষের মন থেকে কোন্ কোন্ অনুভূতিগুলো হারিয়ে গেছে?
৩.৩ মাকু কী দিয়ে তৈরি?
৩.৪ সোনা-টিয়া সং-এর কাছে কী চেয়েছিল?
৩.৫ ‘আমিই প্রথম শুরু করি।’— কে প্রথম, কোন্ কাজ শুরু করেছিলেন?
৩.৬ “রং-তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে।”— ‘আমায়’ বলতে কাকে বোঝানো হয়েছে? রং-তুলিরা তাকে পেয়ে খুশি কেন?
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:
৪.১ “ড্রইং শিখতে লাগল খোকন।”— খোকন কোথায় ড্রইং শিখত? প্রথমদিকে সে কী কী আঁকত?
অথবা, ‘একুশের কবিতা’ কার লেখা? একুশে ফেব্রুয়ারি দিনটি কোন্ বিশেষ দিন হিসেবে পালন করা হয়?
৪.২ কবি যখন ছবি আঁকেন, তখন কী কী ঘটনা ঘটে তা ‘আঁকা, লেখা’ কবিতা অবলম্বনে লেখো।
অথবা, ‘পদ্য লেখা সহজ নয়।’— পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে?
৪.৩ ‘আমিই প্রথম শুরু করি।’— কে প্রথম, কোন্ কাজ শুরু করেছিলেন?
৪.৪ “রং-তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে।”— ‘আমায়’ বলতে কাকে বোঝানো হয়েছে? রং-তুলিরা তাকে পেয়ে খুশি কেন?
Class 7 Bengali Question First Unit Test 2025
ক্লাস 7 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট
মডেল প্রশ্নপত্র: ৪
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায়, তার নাম—
(ক) মিনার
(খ) মিনারেট
(গ) ইমারত
১.২ ‘পাগলা গণেশ’ গল্পে গণেশের বয়স—
(ক) একশো বছর
(খ) দেড়শো বছর
(গ) দুশো বছর
১.৩ ‘কোকনদ’ শব্দের অর্থ—
(ক) নীল পদ্ম
(খ) লাল পদ্ম
(গ) সাদা পদ্ম
১.৪ ছন্দ আছে—
(ক) জোছনাতে
(খ) পূর্ণিমাতে
(গ) ভোররাতে
১.৫ “My Native Land, Good night!”— উদ্ধৃতিটির কবি কে?
(ক) শেলি
(খ) বায়রন
(গ) কিট্স
১.৬ ‘টিভি’ শব্দটি হল—
(ক) বিদেশি শব্দ
(খ) মুণ্ডমাল শব্দ
(গ) খণ্ডিত শব্দ
১.৭ বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্রশব্দটি হল—
(ক) বাজিকর
(খ) বেহাত
(গ) বনচাঁড়াল
১.৮ কোনটি তৎসম শব্দ?
(ক) পত্র
(খ) কেষ্ট
(গ) ঘড়ি
২। অতি সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চোদ্দোটি):
২.১ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
২.২ “ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।”— কোন্ সবকে ‘অনাবশ্যক ভাবাবেগ’ বলা হয়েছে?
২.৩ ভাষা ছাড়া মানুষ কী করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন?
২.৪ ‘আঁকা, লেখা’ কবিতায় মাছরাঙা কী চায়?
২.৫ কারা, কোথায় ‘অ’, ‘আ’ লিখছে?
২.৬ “আরও কত সুরের সাথে মিশে আছে / আমার মায়ের মুখ”— এখানে কোন্ কোন্ সুরের কথা বলা হয়েছে?
২.৭ ‘চিনবে তারা ভুবনটাকে’— কারা, কীভাবে ভুবনকে চিনবে?
২.৮ “এ মিনতি করি পদে।”— কবি কার কাছে, কী প্রার্থনা জানিয়েছেন?
২.৯ পানুয়া কে?
২.১০ কে ‘মাকু’কে তৈরি করেছিল?
২.১১ আম্মা কে ছিলেন?
২.১২ সোনা-টিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন?
২.১৩ তৎসম শব্দ কাকে বলে?
২.১৪ দুটি পোর্তুগিজ শব্দের উদাহরণ দাও।
২.১৫ ‘ভাত’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি):
৩.১ “গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে।”— গণেশ তাদের মুখশ্রী ভুলেছিল কেন?
৩.২ ‘ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়।’— শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কীভাবে হয়েছিল?
অথবা, “মূর্তিগড়ার ইতিহাসও খুব মজার।”— মূর্তিগড়ার ইতিহাস সম্পর্কে লেখক কী জানিয়েছেন?
৩.৩ ‘খোকনের প্রথম ছবি’ গল্পের লেখকের নাম লেখো। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কী বলেছিলেন?
৩.৪ ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে?
আরও দেখো: ক্লাস 6 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট