তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
প্রশ্নমান: ২/৩
১. চাপ কাকে বলে? এর S.I একক কী?
উত্তর: একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে।
চাপের S.I একক নিউটন/বর্গমিটার বা পাস্কাল (Pa)
২. একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেক ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাঠে প্রবেশ করে কেন?
উত্তর: একই বল কম ক্ষেত্রফলে প্রয়োগ করা হলে চাপের পরিমাণ হয় বেশি। যেহেতু সরু মুখের পেরেকের ক্ষেত্রফল ভোঁতা মুখের পেরেকের ক্ষেত্রফল অপেক্ষা কম তাই একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেকের উপর চাপ বেশি হয়। তাই সরু মুখের পেরেক কাঠে সহজেই প্রবেশ করে।
৩. কোনো কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন?
উত্তর: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই কারণে জলের গভীরে চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়।
৪. নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন?
উত্তর: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। নদীর তলদেশে জলের গভীরতা বেশি হওয়ায় জলের চাপ বেশি হয়। বেশি চাপে যাতে বাঁধ ভেঙে না যায় তাই নদী বাঁধের তলদেশ চওড়া করা হয়।
৫. বিজ্ঞানী বারনৌলির নীতিটি লেখো।
উত্তর:
বারনৌলির নীতি:
কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
৬. ঝড়ের সময় কখনো কখনো খড়ের বা টিনের চাল উড়ে যেতে দেখা যায়—কেন?
উত্তর: তীব্র ঝড়ে ঘরের খড়ের বা টিনের ছাউনির উপরের বায়ুর বেগ বেশি হয়, ফলে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে ঘরের মধ্যে বায়ুর বেগ তুলনায় খুব কম হয়। ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য খুব বেশি হলে ছাউনি বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে উড়ে যায়।
MCQ
১. গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে
(A) চাপ কম হয় (B) চাপ বেশি হয় (C) আলাদা করে চাপের কোনো পরিবর্তন হয় না
উত্তর: (A) চাপ কম হয়
২. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল—
(A) ব্যারোমিটার (B) থার্মোমিটার (C) হাইড্রোমিটার
উত্তর: (A) ব্যারোমিটার
৩. নীচের কোন ক্ষেত্রে বারনৌলির নীতি প্রযোজ্য?
(A) গভীর সমুদ্রের মাছ চ্যাপটা আকৃতির হয় (B) বাঁধের তলদেশ চওড়া হয়
(C) টিকটিকি দেয়ালের গায়ে আটকে থাকে (D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে
উত্তর: (D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে
৪. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ
(A) বেশি হবে (B) কম হবে (C) সমান হবে (D) শূন্য হবে
উত্তর: (B) কম হবে
৫. SI-তে চাপের একক হল—
(A) ক্যান্ডেলা (B) কেলভিন (C) পাস্কাল
উত্তর: (C) পাস্কাল
৬. তরলের চাপ নির্ভর করে
(A) তরলের পরিমাণের ওপর (B) তরলের গভীরতার ওপর
(C) তরল পাত্রের আকৃতির ওপর (D) তরলের আয়তনের ওপর
উত্তর: (B) তরলের গভীরতার ওপর
৭. বাঁধের নীচের অংশ চওড়া আর ওপরের অংশ সরু করা হয়, কারণ—
(A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি (B) নীচের অংশে জলের চাপ কম
(C) তৈরির সময় নীচে বেশি মাটি জমে বলে (D) ওপর ও নীচ উভয় স্থানেই জলের চাপ সমান
উত্তর: (A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি
৮. 1 কিলোপাস্কাল = __ পাস্কাল
(A) 100 (B) 1000 (C) 10000 (D) 10
উত্তর: (B) 1000
৯. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ
(A) বেশি হবে (B) কম হবে (C) সমান হবে (D) শূন্য হবে
উত্তর: (B) কম হবে
১০. 1 পাস্কাল = __
(A) 1 বর্গমিটার/1 নিউটন (B) 1 নিউটন × 1 বর্গমিটার (C) 1 নিউটন/1 বর্গমিটার
উত্তর: (C) 1 নিউটন/1 বর্গমিটার