এই পোস্টে আমরা Class 6 First Unit Test 2025 History Question শেয়ার করলাম। ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ১
সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো
১। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো-
(ক) আগুন
(খ) চাকা
(গ) ধাতু
২। এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে-
(ক) পূর্ব ইউরোপে
(খ) দক্ষিণ আফ্রিকায়
(গ) পূর্ব আফ্রিকায়
৩। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন-
(ক) রিচার্ড মেডো
(খ) রিচার্ড মিড
(গ) জাঁ ফ্রাসোয়া জরিজ
শূন্যস্থানে সঠিক শব্দ বসাও:
৪। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম গড়ে উঠেছিল।
৫। ইউরোপের একটি পাহাড়ি এলাকা আলতামিরা।
যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (দু-একটি বাক্যে)
৬। আদিম মানুষ যাযাবর ছিল কেন?
৭। মেহেরগড় সভ্যতার সমাধি ব্যবস্থা কেমন ছিল?
একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও:
৮। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল?
৯। হরপ্পা সভ্যতার সিলমোহর সম্বন্ধে যা জানো লেখো।
নিচের যে-কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও:
১০। আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? এর ফলে কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়?
১১। হরপ্পা সভ্যতার নগর জীবনে জল নিকাশি এবং সড়ক ব্যবস্থা কেমন ছিল?
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ২
১। দুই-এক কথায় উত্তর দাও:
(ক) লোথাল শব্দের অর্থ কী?
(খ) হরপ্পার একটি বিখ্যাত বন্দরের নাম লেখো।
(গ) মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?
(ঘ) আলতামিরা গুহা কোথায় অবস্থিত?
২। শূন্যস্থান পূরণ করো:
(ক) হোমো হাবিলিস শব্দের অর্থ হলো ———————- ।
(খ) রাজস্থানের ———————- আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে।
(গ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ———————- ।
৩। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(i) বাগোড় (ii) ভীমবেটকা (iii) হাদার | (a) ইথিওপিয়া (b) রাজস্থান (c) ১৯৫৭ খ্রিস্টাব্দ |
৪। সঠিক উত্তরটি লেখো:
(ক) ট্যরো কথার অর্থ- (ঘোড়া/ বন্যপ্রাণী/ ষাঁড়)
(খ) (খেজুর/ বট/ অশ্বত্থ) গাছকে হরপ্পা বাসীরা দেবী হিসাবে পুজো করতো
৫। যে-কোনো একটি (টীকা):
(ক) হরপ্পার ধর্ম।
(খ) ভীমবেটকা।
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ৩
১। নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও:
(ক) কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন?
(খ) গুপ্তাব্দ কাকে বলা হয়?
(গ) ‘হর্ষচরিত’ কার লেখা?
(ঙ) ভীমবেটকা কোথায় অবস্থিত?
(ঘ) মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ড্রা ফ্রাসোয়া জারিজ
২। শূন্যস্থান পূরণ করো:
(ক) বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন
(খ) প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।
(গ) আদিম মানুষ প্রথমে খেত।
(ঘ) হরপ্পা সভ্যতা ছিল যুগের সভ্যতা।
৩। নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি):
(ক) নদী মাতৃক সভ্যতা বলতে কী বোঝো?
(খ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
(গ) যাদুঘরে কী কী রাখা থাকে?
(ঘ) আদিম মানুষ জোট বেঁধেছিল কেন?
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ৪
১। এক কথায় উত্তর দাও:
(ক) ইথিওপিয়ায় হাদার উপত্যকায় কার মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বড় ছিল?
(খ) ট্যুরো-ট্যুরো কথাটির অর্থ কী?
(গ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে?
(ঘ) সিন্ধু উপত্যকায় অবস্থিত সভ্যতাটির নাম কী?
(ঙ) মেসোপটেমিয়ায় কয়টি সিলমোহর পাওয়া গেছে?
(হোমোহাবিলিস/ হোমো ইরেস্টাস/ হোমো স্যপিয়েন্স) (খ) প্রথম আগুনের ব্যবহার শিখেছিল
২। শূন্যস্থান পূরণ করো:
(ক) মানুষ ও তার
(ঐতিহ্য/ কাজকর্ম ধর্ম) নিয়েই মানুষের ইতিহাস
(গ) হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হত (পাথর দিয়ে/ পোড়া ইট দিয়ে/ কাঠ দিয়ে)
(ঘ) তামা ও পাথরের ব্যবহার কাল (পুরোনো পাথরের যুগ/ লোহার যুগের/ তামা ও ব্রোঞ্জ যুগের)
৩। প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) হরপ্পা সভ্যতার ধর্ম সম্বন্ধে যা জান লেখো।
(খ) প্রাচীন প্রস্তর এবং নব্য প্রস্তর যুগের হাতিয়ারগুলির মূল পার্থক্য আলোচনা করো।
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ৫
১। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ৬টি):
১.১ আদিম মানুষ প্রথমে খেত
(অ) রান্না করা খাবার
(আ) পোড়া মাংস
(ই) কাঁচা মাংস ফলমূল
১.২ মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের
(অ) ভূগোল
(আ) ইতিহাস
(ই) বাংলা
১.৩ আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার
(অ) ধাতু
(আ) চাকা
(ই) আগুন
১.৪ হরপ্পা সভ্যতা ছিল সভ্যতা
(অ) পাথরের যুগের
(আ) লোহার যুগের
(ই) তামা ও ব্রোঞ্জের যুগের
১.৫ ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই দেখা গিয়েছিল
(অ) প্রথম নগর
(আ) প্রথম গ্রাম
(ই) দ্বিতীয় নগর
১.৬ হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো
(অ) পাথর দিয়ে
(আ) পোড়া ইট দিয়ে
(ই) কাঠ দিয়ে
২। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
(ক) মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে, কে আবিষ্কার করেন?
(খ) আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী লাভ হয়েছিল?
(গ) হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন?
(ঘ) সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়?
৩। সংক্ষিপ্ত উত্তর দাও (৪-৫টি বাক্যে) (যে-কোনো একটি):
(ক) হরপ্পা সভ্যতার লিপি সম্বন্ধে কী জানা যায়?
(খ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ৬
১। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি):
১.১ আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল —————–
(অ) ভোঁতা পাথর
(আ) হালকা ছুঁচালো পাথর
(ই) পাথরের কুঠার
১.২ হরপ্পা সভ্যতা ছিল ——————-
(অ) পাথরের যুগের
(আ) লোহার যুগের
(ই) তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা
১.৩ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন
(অ) জাঁ ফ্রাসোয়া জারিজ
(আ) রিচার্ড মেডো
(ই) চার্লস ম্যাসন
১.৪ পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের প্রমাণ পাওয়া যায়
(অ) হরপ্পায়
(আ) মেহেরগড়
(ই) লোথালে
১.৫ হরপ্পা সভ্যতা বাড়িঘরগুলি তৈরি হত
(অ) পাথর দিয়ে
(আ) পোড়া ইট দিয়ে
(ই) কাঠ দিয়ে
২। স্তম্ভ মেলাও:
১. কৃষিকাজ
২. পশুপালন
৩. ভীমবেটকা
৪. হুন্সগি
ক. মধ্যপ্রদেশ
খ. নতুন পাথরের যুগ
গ. কর্ণাটক
ঘ. মাঝের পাথরের যুগ
৩। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
(ক) হরপ্পা সভ্যতার দুটি কেন্দ্রের নাম লেখো।
(খ) উপমহাদেশের একটি গুহাবসতির উদাহরণ দাও।
(গ) হর্ষাব্দ কী?
(ঘ) মেহেরগড় সভ্যতার গৃহপালিত পশুর নাম লেখো।
(ঙ) হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় কেন?
(চ) সিটাডেল কী?
Class 6 First Unit Test 2025 History Question
ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
মডেল প্রশ্নপত্র: ৭
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১.১ আলতামিরা গুহা অবস্থিত-
(ক) স্পেনে
(খ) ফ্রান্সে
(গ) পর্তুগালে
উত্তরঃ (ক) স্পেনে
১.২ হোমো হাবিলিস বলা হত-
(ক) দণ্ডায়মান
(খ) বুদ্ধিমান
(গ) দক্ষ
উত্তরঃ (গ) দক্ষ
১.৩ হরপ্পা সভ্যতা ছিল-
(ক) পাথরের যুগের
(খ) তাম্র-ব্রোঞ্জ যুগের
(গ) লৌহ যুগের
উত্তরঃ (খ) তাম্র-ব্রোঞ্জ যুগের
১.৪ আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুঠার বানাতে শেখে-
(ক) হোমো হাবিলিস
(খ) হোমো স্যাপিয়েন্স
(গ) হোমো ইরেকটাস
(ঘ) অস্ট্রালোপিথেকাস
উত্তরঃ (গ) হোমো ইরেকটাস
১.৫ মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হল-
(ক) হস্তিনাপুর
(খ) বুরজাহাম
(গ) হরপ্পা
(ঘ) লোথাল
উত্তরঃ (ঘ) লোথাল
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (যেকোনো দশটি)।
২.১ কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে?
উত্তরঃ 1974 খ্রিস্টাব্দে
২.২ মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন?
উত্তরঃ ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
২.৩ দাবানল কাকে বলে?
উত্তরঃ বনে লাগা আগুনকে দাবানল বলে।
২.৪ পুরোনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত?
উত্তরঃ পুরোনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নীচে বা গুহায় বাস করত।
২.৫ আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন?
উত্তরঃ আদিম মানুষ হিংস্র জন্তু-জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্যসংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত।
২.৬ কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়?
উত্তরঃ ১৯৫৭ খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়।
২.৭ কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল?
উত্তরঃ নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল।
২.৮ ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী?
উত্তরঃ মেহেরগড় সভ্যতা।
২.৯ কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে।
২.১০ কে মহেনজোদাড়ো আবিষ্কার করেন?
উত্তরঃ রাখালদাস বন্দোপাধ্যায়।
২.১১ “সিটাডেল” কথাটির মানে কী?
উত্তরঃ উঁচু এলাকা।
২.১২ হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো।
উত্তরঃ লোথাল।
৩. নীচের যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও।
৩.১ কীভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল?
উত্তরঃ প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে তারা বনে লাগা আগুন (দাবানল) বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। কোনো একসময় তারা জ্বলন্ত গাছের ডাল গুহায় নিয়ে আসত এবং তা নিভতে দিত না। এইভাবে হঠাৎ একদিন পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বালিয়ে ফেলে। এভাবেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। আবার অনেকে মনে করেন শুকনো কাঠে কাঠ ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল।
৩.২ সিটাডেল কী?
উত্তরঃ হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হত। এই এলাকাটি একটি বানানো ঢিবির ওপরে অবস্থিত ছিল।
৩.৩ লুসি কী?
উত্তরঃ ১৯৭৪ সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। ৩২ লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোটো মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে।
৩.৪ আদিম মানুষ যাযাবর ছিল কেন?
উত্তরঃ আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানত না। তারা ছিল খাদ্যসংগ্রাহক। পশুপালনও তাদের জান ছিল না। শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাত। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এব জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হত। ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাত। ফলে তাদেরকেও ঋতুপরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হত। তাই আদিম মানুষ যাযাবর ছিল।
৪. নীচের যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও।
৪.১ আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী লাভ হয়েছিল?
উত্তরঃ আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকত।
i. তাদের পশু শিকারের কাজ সহজ হত।
ii. হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত।
iii. জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্যসংগ্রহ করা সহজ হয়৷
জোট বাঁধার ফল: জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল।
যেমন-
i. তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে।
ii. অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে।
iii. বিভিন্ন জীবিকার উদ্ভব হয়।
৪.২ টীকা লেখো: মহেনজোদাড়োর স্নানাগার।
উত্তরঃ মহেন-জো-দারোর স্নানাগারটির আয়তন ছিল লম্বায় ১৮০ ফুট, চওড়ায় ১০৮ ফুট এবং উচ্চতায় ৮ ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল। এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল।
৪.৩ আগুনে জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
উত্তরঃ আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল। যেমন-
(ক) প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল।
(খ) হিংস্র প্রাণীর মোকাবিলা করা সুবিধা হল। কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়।
(গ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করল।
৪.৪ হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি শিল্প সম্পর্কে যা জান লেখো
উত্তরঃ হরপ্পার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুইয়েরই ব্যবহার হত। হরপ্পাবাসী লোহার ব্যবহার জানত না, তাই তারা কারিগরি শিল্পে তামা, কাসা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার করত। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি এবং মাটি ও ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গেছে। জানা গেছে এই সভ্যতায় পাথরের ছুরি তৈরির কারখানা ছিল।
৫. নীচের যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তরঃ মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে, বিন্ধ্যপর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। সেখানে ১৯৫৭ খ্রিস্টাব্দে, ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ঐ গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানারকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দলবেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ। হাতে-পায়ে গয়না। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রং-এর ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং।
(খ) হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো:
উত্তরঃ হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি একাধিক এবং পরস্পর সম্পর্কিত। এটি কোনো একক ঘটনায় ধ্বংস হয়নি; বরং বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে এই সভ্যতার পতন ঘটে। প্রধান কারণগুলি নিম্নরূপ:
[1] বন্যা:
মহেনজোদারোর নগরে পাঁচিলের গায়ে কাদার চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে যে, সিন্ধু নদে ভয়াবহ বন্যা হয়েছিল। এই বন্যা হরপ্পার গুরুত্বপূর্ণ শহরগুলির ক্ষতি সাধন করেছিল।
[2] বৃষ্টিপাত কমে যাওয়া:
খ্রিস্টপূর্ব ২২০০ অব্দ নাগাদ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে শুষ্ক জলবায়ু তৈরি হয় এবং কৃষিকাজ বিপর্যস্ত হয়। বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য কাঠ ব্যবহৃত হত, যা গাছ কেটে সংগ্রহ করা হত। অতিরিক্ত গাছ কেটে নেওয়ার ফলে পরিবেশে ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত আরও কমে যায়।
[3] বাণিজ্যে ভাটা:
মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্য খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দের পর থেকে হ্রাস পায়। এর ফলে হরপ্পার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং নগর জীবনে প্রভাব পড়ে।
[4] নগর শাসনব্যবস্থার দুর্বলতা:
হরপ্পার নগর শাসনব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা প্রশাসনিক কাঠামো ভেঙে দেয় এবং সামগ্রিক ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়।
উপরোক্ত কারণগুলি একত্রে হরপ্পা সভ্যতার অবনতির জন্য দায়ী। প্রাকৃতিক বিপর্যয় এবং মানবসৃষ্ট ত্রুটিগুলির সম্মিলিত প্রভাবেই এই উন্নত সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যায়।
আরও দেখো: ক্লাস 6 বাংলা প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট 2025