প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন/ Class 6 Bengali Question Paper First Unit Test 2025 / ক্লাস 6 প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 1
১। এক কথায় উত্তর দাও (যে-কোনো ৪টি):
ক) ‘মন ভালো করা’ কবিতাটি কে লিখেছেন?
খ) ময়ূরের ডাককে কী বলে?
গ) পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
ঘ) রিউবেন ক্যাস্টাং কত বছর ধরে পশুদের ভাষাচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন?
ঙ) ‘হযবরল’ গল্পটি কে লিখেছেন?
চ) বিড়ালটি কীভাবে হাসছিল?
ছ) ‘চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই’- রুমালটি কী হয়েছিল?
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি):
ক) ‘সেনাপতি শংকর’ গল্পে শংকরের দেখা তিনটি পাখির নাম লেখো।
খ) ‘অশ্বত্থ গাছ’-কে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন?
গ) ‘ভরদুপুরে’ কবিতায় নদীর ধারের কোন্ দৃশ্য ফুটে উঠেছে?
ঘ) শংকরের স্কুলবাড়িটির বর্ণনা দাও।
৩। সন্ধি বিচ্ছেদ করো (যে-কোনো দুটি):
ক) উচ্ছ্বাস
খ) দুশ্চিন্তা
৪। সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো (যে-কোনো ৩টি):
ক) নিতি
খ) নীতি
গ) আসা
ঘ) আশা
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 2
১। এক কথায় উত্তর দাও (যে-কোনো ৪টি):
১.১) ‘অশ্বত্থ গাছ’-কে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন?
১.২) রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে?
১.৩) পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?
১.৪) আকন্দবাড়ি স্কুলের ছাত্র-ছাত্রীরা কোন্ কোন্ জায়গা থেকে পড়তে আসে?
১.৫) শংকরের স্বপ্নে বাতাসের রং কী?
১.৬) ময়ূরের ডাককে কী বলা হয়?
ক) কুহু
খ) কেকা
গ) মকমকি
ঘ) বৃংহন
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি):
২.১) ‘ভরদুপুরে’ কবিতায় নদীর ধারের কোন্ দৃশ্য ফুটে উঠেছে?
২.২) শংকরের স্কুলবাড়িটির বর্ণনা দাও।
২.৩) বিভীষণ মাস্টারমশাই পাখি দেখবার সময় কোন্ কোন্ সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন?
২.৪) পাইন গাছ কী স্বপ্ন দেখে?
৩। সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো (যে-কোনো ৩টি):
ক) ভাষা
খ) ভাসা
গ) পড়ে
ঘ) পরে
ঙ) মাথা
৪। নীচের উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো (যে-কোনো ৪টি):
ক) বি
খ) প্র
গ) নি
ঘ) আ
ঙ) সু
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 3
১। এক কথায় উত্তর দাও (যে-কোনো ৪টি):
১) রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে?
২) আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন্ কোন্ জায়গা থেকে পড়তে আসে?
৩) মন-ভালো-করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
৪) ‘আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।’ কোন্ কবিতা থেকে নেওয়া হয়েছে?
৫) কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল?
৬) ‘হযবরল’ বইয়ের লেখকের নাম লেখো।
২। পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি):
১) কোন্ জন্তু কখনও খাবারের লোভে ভাব করে না?
২) মাছরাঙাটির গায়ে কী কী পড়ে?
৩) ‘একগাল হেসে ফেলল শংকর’- শংকর হেসে ফেলল কেন?
৩। সন্ধি বিচ্ছেদ করো (যে-কোনো তিনটি):
১) পরীক্ষা
২) মহাশয়
৩) পরিষ্কার
৪) নিষ্কৃতি
৪। শব্দার্থ লেখো (যে-কোনো ৩টি):
১) গালচে
২) মুষড়ে
৩) হরিদ্রা
৪) খর
৫) সহানুভূতি
৬) গর্ব
৫। গদ্যাংশ থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) “কোনোরকমে মাকড়সা একবার চোখে পড়লেই হলো”- তখন কুমোরে পোকা কী করে?
২) “স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে।”- ‘সে’ কী জানতে পেরেছে?
৬। পদ্যাংশ থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১) “দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে”- রাখালের চারপাশের বর্ণনা দাও।
২) “যেন বরফের রূপালি কাপড় প’রে”- কার সম্পর্কে একথা বলা হয়েছে? এমন উক্তির কারণ কী?
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 4
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো ৪টি):
১) আকন্দবাড়ি স্কুলে ‘এমু’ পাখি সম্পর্কে পড়াচ্ছিলেন-
(ক) অভিমন্যু দাস
(খ) বিভীষণ দাস
(গ) সমীরকান্ত দাশ
(ঘ) শক্তি চট্টোপাধ্যায়
২) ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কাব্যগ্রন্থটি লিখেছেন-
(ক) শ্যামল গঙ্গোপাধ্যায়
(খ) সুবিনয় রায়চৌধুরী
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) শক্তি চট্টোপাধ্যায়
৩) ‘অন্ন’ শব্দটি হলো-
(ক) পরিবর্তিত যৌগিক শব্দ
(খ) সংকুচিত যৌগিক শব্দ
(গ) প্রসারিত যৌগিক শব্দ
(ঘ) অপরিবর্তিত যৌগিক শব্দ
৪) সন্ধির ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে (‘) রেফ হচ্ছে এমন একটি উদাহরণ হলো-
(ক) চতুষ্পার্শ্ব
(খ) শিরোধার্য
(গ) দুর্ধর্ষ
(ঘ) আশ্চর্য
৫) ‘স্বতন্ত্র’ পদটির পদান্তর করলে হয়-
(ক) স্বতন্ত্রিকতা
(খ) স্বাত্বাস্থ্য
(গ) স্বাতন্ত্রী
(ঘ) স্বাতন্ত্র্য
২। পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি):
১) “আমার দিকে তাকিয়ে আছে”- কে কীভাবে তাকিয়ে আছে?
২) “হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি…” বক্তা কী দেখতে পেল?
৩) “কতদিন বললে?”- এই প্রশ্ন জিজ্ঞেস করার আগে প্রশ্নকর্তা কী করেছিল?
৩। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
১) সাধিত শব্দের অপর নাম কী? একটি উদাহরণ দাও।
২) ‘উন’ সংখ্যাশব্দগুলির মধ্যে কোন্ নামে ব্যতিক্রম আছে?
৩) সংখ্যাশব্দের শেষে ‘র’ বা ‘এর’ যোগ করে পূরণবাচক শব্দ গঠন করে বাক্য রচনা করো।
৪) নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি কাকে বলে?
৪। কম-বেশি চারটি বাক্যে উত্তর দাও (গদ্যাংশ):
১) “কোনোরকমে মাকড়সা একবার চোখে পড়লেই হলো”- তখন কুমোরে পোকা কী করে?
২) “স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে।”- ‘সে’ কী জানতে পেরেছে?
৫। কম-বেশি চারটি বাক্যে উত্তর দাও (পদ্যাংশ):
১) “দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে”- রাখালের চারপাশের বর্ণনা দাও।
২) “যেন বরফের রূপালি কাপড় প’রে”- কার সম্পর্কে একথা বলা হয়েছে? এমন উক্তির কারণ কী?
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 5
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও:
১.১ আঁচল পেতে ঘুমোয়-
(ক) রাখালেরা
(খ) মানুষজন
(গ) বিশ্বভুবন
১.২ (উত্তরে/ দক্ষিণে/ পশ্চিমে)- বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
১.৩ ‘হযবরল’ গ্রন্থের লেখক-
(ক) বিয়ু দে
(খ) বুদ্ধদেব বসু
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুকুমার রায়
১.৪ আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষকের নাম-
(ক) বিভীষণ দাশ
(খ) বিভীষণ ঘোষ
(গ) বিভীষণ মণ্ডল
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৩টি):
২.১ কুমোরে পোকার বাসাবাড়ি দেখতে কেমন?
২.২ “পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে”- এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন?
২.৩ গেছো দাদার সঙ্গে কথকের দেখা হওয়ার উপায় না থাকার কারণ কী?
২.৪ “তাই তারা স্বভাবতই নীরব”- কারা, কেন নীরব?
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১ সংকুচিত যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
৩.২ সন্ধি বিচ্ছেদ করো: নিরঙ্কুশ
৩.৩ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো:
(i) শ্বশ্রু
(ii) আসা
(iii) শ্মশ্রু
(iv) আশা
Class 6 Bengali Question Paper First Unit Test 2025
Model Question Paper 6
১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো ৮টি):
১.১ আঁচল পেতেছে-
(ক) বিশ্বলোক
(খ) বিশ্বভবন
(গ) বিশ্বভূবন
(ঘ) বিশ্বভুবন
১.২ শংকর যে ক্লাসে পড়ত, তা হলো-
(ক) ফোর
(খ) সিক্স
(গ) ফাইভ
(ঘ) সেভেন
১.৩ কবির ঘরের দরজা এখন-
(ক) আকাশি
(খ) কালো
(গ) নীল
(ঘ) সবুজ
১.৪ জলধারার কল্কল্ ভাসিয়ে আসর-
(ক) উজান
(খ) ভাঁটা
(গ) বাণের
(ঘ) বন্যা সোঁতে
১.৫ হাঁস যে ডাক শুনে আসে, তা হলো-
(ক) তিতি
(খ) সোই-সোই
(গ) তেরে
(ঘ) টিটি
১.৬ ‘নীরন্দ্র’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
(ক) নি রন্ধ্র
(খ) নিঃ অন্ধ্র
(গ) নীঃ রন্ধ্র
(ঘ) নিঃ+ রন্ধ্র
১.৭ অনির্দেশক সংখ্যাবাচক শব্দটি হলো-
(ক) দশগুণ
(খ) হাজার হাজার
(গ) দু’দশটা
(ঘ) একশত
১.৮ ‘জোতী’ শব্দের অর্থ-
(ক) বংশ
(খ) ধর্ম
(গ) মালতীফুল
(ঘ) সম্প্রদায়
২। প্রতিক্ষেত্রে কমবেশি ১০-১৫টি শব্দে উত্তর দাও (যে-কোনো ৮টি):
২.১ লেখক জঙ্গলের রাস্তায় কতদূর যেতে পারলে জনপদের দেখা পেতেন?
২.২ শংকরের কোন্ সহপাঠী তাকে বিদ্রূপ করেছিল?
২.৩ গাছের তলায় শুয়ে রাখাল কী দেখছে?
২.৪ জঙ্গলের পশুরা কেন নীরব থাকে?
২.৫ বর্ষাকালের ফসলের কথা কবি কার চিঠি থেকে জানতে পেরেছেন?
২.৬ ধাতু কাকে বলে? উদাহরণ দাও।
২.৭ বিসর্গসন্ধি বলতে কী বোঝো?
২.৮ অর্থ পার্থক্য দেখাও:
(i) ঋতি
(ii) রীতি
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:
৩.১ “স্বপ্ন দেখে সে অনেক কিছু জানতে পেরেছে।”- কে স্বপ্ন দেখে কী জানতে পেরেছে?
৩.২ “ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।”- কোন্ ভিজে ঘাসের ওপর বক্তাকে কেন আবার যেতেই হবে?
৩.৩ “আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুর দেয়ার ডাকে।”- বক্তা কে? পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও।
৩.৪ “আমাকে একটু সাহায্য করবেন”- বক্তা কাকে একথা বলেছেন? কথাটি বলার কারণ কী?
৩.৫ “এরা তো মানুষেরই জাতভাই।”- ‘মানুষের জাতভাই’ কারা? তা সত্ত্বেও মানুষের সাথে তাদের কোন্ পার্থক্যের কথা পাঠ্যাংশে উল্লিখিত হয়েছে?
৩.৬ ‘ভরদুপুরে’ কবিতাটিতে যে এক অলস দুপুরের চিত্র বর্ণিত হয়েছে, তা সংক্ষেপে লেখো।