Class-5 First-Unit-Test Model-Question-Paper Paribesh
পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য ‘আমাদের পরিবেশ’ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
1st Unit Test
পঞ্চম শ্রেণী
বিষয়: পরিবেশ
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
১. আমাদের শরীরের বর্ম কী?
উত্তর: আমাদের শরীরের বর্ম হলো ‘চামড়া’
২. ত্বক আমাদের কী উপকার করে?
উত্তর: ত্বক আমাদের শরীরকে বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এছাড়া চামড়ার নীচে মাংসপেশি, শিরা-ধমনি রয়েছে, ত্বক এদের রক্ষা করে।
৩. শরীরের কোথায় শিরা দেখা যায়?
উত্তর: চামড়া যেখানে পাতলা, সেখানেই শিরাগুলো দেখা যায়।
৪. গালের চামড়া পুরু না পাতলা?
উত্তর: গালের চামড়া পাতলা।
৫. পুড়ে গেলে চামড়ায় ফোসকা পড়ে কেন?
উত্তর: পুড়ে গেলে চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়। তখন নীচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়। তার ফলে জায়গাটা ফুলে ওঠে। তাই ফোসকা পড়ে।
৬. চামড়ার রং কালো হয় কীসের জন্য?
উত্তর: মেলানিনের জন্য।
৭. মেলানিন কী উপকার করে?
উত্তর: মেলানিন ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যানসার আটকায়।
৮. ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরী হয়?
উত্তর: ত্বকে রোদ লাগলে ভিটামিন-ডি তৈরী হয়।
৯. ঘামে কী থাকে?
উত্তর: ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে।
১০. শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী ঘটতে পারে?
উত্তর: শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে।
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
১১. কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন এমন দুজন নেতার নাম লেখো।
উত্তর: মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা।
১২. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
উত্তর: বয়স বাড়লে মেলানিন তৈরী কমে যায় তাই চুল সাদা হয়ে যায়।
১৩. গন্ডারের খড়্গ আসলে কী?
উত্তর: গন্ডারের খড়্গ আসলে জমাট বাঁধা চুল।
১৪. কোন প্রাণীর লোম কাঁটার মতো?
উত্তর: শজারুর।
১৫. শরীরে রক্তাল্পতা হলে নখের কী কী পরিবর্তন হতে পারে?
উত্তর: রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে কিংবা নখগুলো ফেটে ফেটে যেতে পারে।
১৬. অস্থিসন্ধি কাকে বলে?
উত্তর: হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি।
১৭. বামদিক ও ডানদিক মেলাও:
বামদিক | ডানদিক |
কনুই থেকে কবজি | ভার্টিব্রা বা কশেরুকা |
কাঁধ থেকে কনুই | ফিমার |
মেরুদন্ড | আলনা ও রেডিয়াস |
কোমর থেকে হাঁটু | টিবিয়া ও ফিবুলা |
হাঁটুর নীচে থেকে গোড়ালি | হিউমেরাস |
উত্তর:
কনুই থেকে কবজি —– আলনা ও রেডিয়াস
কাঁধ থেকে কনুই —– হিউমেরাস
মেরুদন্ড —— ভার্টিব্রা বা কশেরুকা
কোমর থেকে হাঁটু —– ফিমার
হাঁটুর নীচে থেকে গোড়ালি —— টিবিয়া ও ফিবুলা
১৮. লিগামেন্ট কী?
উত্তর: হাড়গুলো অস্থিসন্ধিতে যে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে।
১৯. হৃৎপিন্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কী?
উত্তর: স্টেথোস্কোপ।
২০. হৃৎপিন্ডের কাজ কী?
উত্তর: পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া।
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
২১. সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তর: সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার শরীরে কোনো জীবাণু বাসা বাধলে আমরা যে ওষুধ খায় তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় রক্ত।
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
You may also like: Class VII Notes
Class 5 First Unit Test Amader Paribesh Question Paper Class 5 First Unit Test Science Suggestion Class 5 First Unit Test Poribesh Question Paper
WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Geography Class V Paribesh first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র