পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার?

উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৩৮,৮৫০ মাইল)।

আরও দেখুন:

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

1 ফুট সমান কত সেন্টিমিটার?

আরও দেখুন: বয়স ক্যালকুলেটর

চাঁদ সম্পর্কে কিছু তথ্য:

১. চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ।
২. চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের এক-ষষ্ঠাংশ অর্থাৎ চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের ৬ ভাগের ১ ভাগ।
৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পরিবর্তনশীল।
৪. চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিল গত ১৯১২ সালের ৪ জানুয়ারি তারিখে। (পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র ৩,৪৮,২৫৯ কিলোমিটার)
৫. চাঁদের সাথে পৃথিবীর সর্বাধিক দূরত্ব হয়েছিল ১৯৮৪ সালের ২রা মার্চে। (প্রায় ৩,৯৮,৫৯৮ কিলোমিটার)
৬. চাঁদের বয়স প্রায় ৩৯০০ মিলিয়ন বছর।

FAQs: Frequently Asked Questions

প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৩৮,৮৫০ মাইল)।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত মিটার?

উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3844 × 105 মিটার।

প্রশ্ন: চাঁদের কলঙ্ক কাকে বলে?

উত্তর: রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে এককালে মানুষ মনে করতো চাঁদের গায়ে যেসব রেখা দেখা যায় তা হচ্ছে চাঁদের কলঙ্ক। পরবর্তীতে বিজ্ঞানীরা চাঁদের কলঙ্ককে স্পষ্ট দেখতে পেলেন নভো-দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে । তারা বললেন, চাঁদের পিঠ অত্যন্ত এবড়ো-খেবড়ো, অসমান। তাই, সেখানে কালো কালো দাগ নজরে আসে। এই দাগগুলোই আমাদের কাছে চাঁদের কলঙ্ক।

আরও পড়ুন: নিম পাতা খাওয়ার উপকারিতা

Our YouTube Channel: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply