WBPSC Clerkship Typing from Hard Copy

WBPSC Clerkship Typing from Hard Copy

স্বাগত বন্ধুরা,
এই section এ তোমরা আমাদের দেওয়া যেকোনো practice set থেকে অথবা তোমাদের ইচ্ছেমতো যেকোনো passage টাইপ করে তোমাদের typing speed যাচাই করতে পারবে। এখানে ‘Double space‘, ‘Word skip‘ এবং ‘Enter key‘ এর কোনো limitation থাকছে না।
practice set এ দেওয়া passage সম্পূর্ণ টাইপ হয়ে যাওযার পর সময় থাকলে ‘Enter key‘ প্রেস করে আবার প্রথম থেকে টাইপ করবে।
১০ মিনিট সম্পূর্ণ টাইপ করবে।
নীচে তোমরা Gross Speed এবং কতগুলো word টাইপ করেছো দেখতে পাবে।
Net speed এবং Accuracy যাচাই এর জন্য তোমরা নীচে দেওয়া নির্দিষ্ট ঘরে Total typed words এবং Total errors লিখে দেবে।
কতগুলো error হয়েছে কীভাবে যাচাই করবে সেটা নীচে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে।

WBPSC CLERKSHIP Typing Practice
Type any passage in the box given below:

Gross Speed Total typed Elapsed / Remaining Time
Not Started
Waiting…
0:00

0%

Check your Net Speed and Accuracy here:

Enter Total Typed Words:
Enter Total Errors:

টাইপ করার সময় যে error গুলো করেছো তা বিশ্লেষণ করতে নীচের পদ্ধতি অনুসরণ করো:

Step-1: নীচে “Click here to compare your text” এ ক্লিক করো। ক্লিক করার পর ‘Original Text’ এবং ‘Changed Text’ নামে দুটি box দেখতে পাবে।
Step-2: তোমার type করা text, copy করে ‘Changed Text’ box এ paste করো।
Step-3: এরপর Original passage টি copy করে ‘Original Text’ box এ paste করো। (কোনো Practice set এর text কপি করতে Click Here)
Step-4: এরপর ওই সাইটে নীচে দেওয়া ‘Find Difference’ এ ক্লিক করো।
দেখবে error গুলো হাইলাইট হয়ে যাবে। error গুলো count করে উপরের নির্দিষ্ট ঘরে লিখে দাও।



Leave a Reply