Student Credit Card West Bengal

How to apply for Student Credit Card in West Bengal কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করবেন

WB Student Credit Card:

সকল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করল  ‘Student Credit Card’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। এই ঋণের জন্য তাদের খুব অল্প সুদ দিতে হবে। এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য, শিক্ষার্থীদের একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই ক্রেডিট কার্ডের সাহায্যে শিক্ষার্থীরা প্রয়োজন মতো ঋণ নিতে পারবে। এই কার্ডে স্নাতক, স্নাতকোত্তর, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আইএএস, আইপিএস, ডব্লুবিসিএসের মতো সিভিল বা পুলিস সার্ভিসে যোগদানের প্রস্তুতি নিতেও ঋণ পাবেন শিক্ষার্থীরা। গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষার্থী বসবাস করছেন তারা এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবেন।

* Key points:

প্রকল্পের নাম:West Bengal Student Credit Card
কারা সুবিধা পাবে১০ বছর ধরে পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষার্থী বসবাস করছেন
বয়স৪০ বছরের কম
ঋণের পরিমাণ১০ লক্ষ টাকা পর্যন্ত
সুদের হার৪%
ঋণ পরিশোধের সময়কালকোর্স শেষ হওয়ার অথবা কোনো চাকরী পাওয়ার ১৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbscc.wb.gov.in অথবা www.wb.gov.in

আবেদন করতে কী কী নথিপত্র (Documents) লাগবে?

নথি (Documents)SizeFormat
১. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি20 KB থেকে 50 KB.jpeg / .jpg
২. সহ-আবেদনকারী বা অভিভাবকের রঙিন পাসপোর্ট সাইজ ছবি20 KB থেকে 50 KB.jpeg / .jpg
৩. আবেদনকারীর স্বাক্ষর10 KB থেকে 50 KB.jpeg / .jpg
৪. সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর10 KB থেকে 50 KB.jpeg / .jpg
৫. আবেদনকারীর আধার কার্ড50 KB থেকে 400 KB.pdf
৬. আবেদনকারীর মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আধার কার্ড না থাকলে)50 KB থেকে 400 KB.pdf
৭. অভিভাবকের ঠিকানা প্রমাণপত্র (ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড)50 KB থেকে 400 KB.pdf
৮. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রসিদ50 KB থেকে 400 KB.pdf
৯. আবেদনকারীর প্যান কার্ড (প্যান কার্ড না থাকলে ‘undertaking form’ যেটা আবেদন করার সময় ডাউনলোড করতে পারবেন)50 KB থেকে 400 KB.pdf
১০. অভিভাবকের প্যান কার্ড (প্যান কার্ড না থাকলে ‘undertaking form’ যেটা আবেদন করার সময় ডাউনলোড করতে পারবেন)
50 KB থেকে 400 KB.pdf
১১. কোর্স ফি / টিউশন ফি এর নথি50 KB থেকে 400 KB.pdf

আবেদন করার আগে উপরের নথিগুলি কম্পিউটার বা ল্যাপটপে স্ক্যান করে রাখবেন।

* কীভাবে আবেদন করতে হবে?

১) অফিসিয়াল ওয়েবসাইট www.wbscc.wb.gov.in অথবা www.wb.gov.in -তে যান।

২) ‘Student Registration’-এ ক্লিক করুন।

৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে নিজের নাম, জন্ম-তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার কার্ড নম্বর সহ বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা না থাকলে ‘No’ option বেছে নেবেন। এর পরিবর্তে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। পাসওয়ার্ডও দিতে হবে এবং পাসওয়ার্ডটি লিখেও রাখবেন। । তারপর ‘Register’-এ ক্লিক করতে হবে।

৪) যে মোবাইল নম্বর দিয়েছেন, তাতে OTP যাবে। সেই OTP লিখে ‘Verify’ করতে হবে।

৫) রেজিস্ট্রেশন সফল হলে স্ক্রিনে একটি ‘Registration ID’ আসবে। এটি লিখে রাখবেন।


৬) এরপর পুনরায় ‘home’ পেজে গিয়ে Student Login-তে ক্লিক করুন। রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৭) ‘Dashboard’ খুলে যাবে। সেখানে ‘Apply Now’-তে ক্লিক করুন।

৮) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আবেদনকারীর মায়ের নাম, বাবার নাম, অভিভাবকের নাম, জীবিকা, ঠিকানা সহ বিভিন্ন তথ্য দিতে হবে।

You may also like: EWS সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন

৯) এই পেজে ‘Download Undertaking Documents’ option থাকবে। যাদের প্যান কার্ড নেই তারা এটা প্রিন্ট করে নাম, তারিখ ও সই করে স্ক্যান করে রাখবেন। পরের পেজে আপলোড করতে হবে।

১০) ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দেওয়ার পর ‘Save & Continue’ করুন।

১১) তারপর একটি নতুন পেজ খুলে যাবে। এখানে উপরে যে নথির কথা বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে।
যাবতীয় নথি আপলোডের পর ‘Save & Continue’ করুন।

১২) যাবতীয় নথি এবং তথ্য মিলিয়ে দেখে নিন। কোনও তথ্য বা নথি পরিবর্তন করতে হলে ‘Edit Loan application’-এ ক্লিক করতে হবে। একবার submit হয়ে গেলে তথ্য পরিবর্তন করা যাবে না। সব ঠিকঠাক থাকলে ‘Submit Application’ এ ক্লিক করুন।

১৩) তারপর ‘Dashboard’-এ দেখতে পাবেন ‘Application Submitted to HOI’। তার অর্থ হল যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছেই আবেদনপত্র চলে গিয়েছে। স্কুলের তরফে আবেদনপত্র পাঠানো হবে উচ্চ শিক্ষা দফতরকে। তখন ‘Dashboard’-এ দেখাবে ‘Application forwarded by HOI to HED’। এরপর ব্যাঙ্ক অফিসিয়ালের কাছে পাঠানো হবে। তখন দেখাবে ‘Application forwarded by HED to Bank’ ।

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Student Credit Card in West Bengal

You may also like: How to prepare for GNM/ANM Nursing Entrance Exam

How to apply for Student Credit Card in West Bengal কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করবেন

You may also like: Practice Typing from Hard Copy

Leave a Comment

close

You cannot copy content of this page