Madhyamik Physical Science 2nd-Unit-Test
2nd Unit Test
দশম শ্রেণী
বিষয়: ভৌত বিজ্ঞান
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
Group-A (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : 1×7=7
1.1 ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হল-
(a) N₂
(b) CO₂
(c) CFC
(d) O₂
1.2 চার্লসের সূত্রে ধ্রুবক হল—
(a) তাপমাত্রা
(b) আয়তন
(c) পরম তাপমাত্রা
(d) চাপ
1.3 লেন্সের মুখ্য ফোকাস-
(a) একটি
(c) তিনটি
(b) দুটি
(d) চারটি
1.4 অবতল দর্পণের প্রতিবিম্ব
(a) সদর
(b) অসদ্
(c) বিবর্ধিত
(d) কোনোটিই
1.5 কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলে বক্তৃতা ব্যাসার্ধ হবে-
(a) 2f (b) f (c) 3f (d) f/2
1.6 পর্যায় সারণিতে শ্রেণিসংখ্যা-
(a) 9 টি
(b) 7 টি
(c) ৪ টি
(d) 17টি
1.7 একটি সমযোজী যৌগের উদাহরণ-
(a) NaCl
(b) CaO
(c) CH₄
(4) MgCl₂
Group- B
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×9 = 9
2.1 বায়ুমণ্ডলের কোন্ স্তর উচ্চতা নিয়ন্ত্রণ করে?
অথবা,
পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো।
2.2 একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।
2.3 পরম উচ্চতার মান কত?
অথবা,
n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ লেখো।
2.4 C.G.S. এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো।
2.5 অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো।
2.6 অন্ধ বিন্দু কী?
অথবা,
পীত বিন্দু কী?
2.7 অভিসারী লেন্স কোনটি?
2.8 নোবেল গ্যাস কাকে বলে?
2.9 একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কী ?
Group- C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6 = 12
3.1 অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝ?
অথবা,
বায়োফুয়েলের ব্যবহার লেখো।
3.2 চার্লসের সূত্রটি লেখো।
অথবা,
চাপ অপরিবর্তিত থাকলে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন, কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে?
3.3 প্রতিসরণের সূত্র দুটি লেখো।
3.4 দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
3.5 ডট্ গঠন লেখো : NH₃
3.6 সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।
অথবা,
ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় কোন প্রকার বন্ধনে? একটি উদাহরণ দাও। Group-D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12
4.1 আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতির দুটি কারণ লেখো।
অথবা,
গ্যাসের গতীয় তত্ত্বের তিনটি স্বীকার্য লেখো।
4.2 আয়তাকার কাচের ক্লাবের মধ্যে দিয়ে কোনো রশ্মি গেলে প্রমাণ করো যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।
অথবা,
প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেতে চ্যুতিকোণ নির্ণয় করো।
4.3 উত্তল লেন্স দ্বারা অবশীর্ষ ও বিবর্ধিত সবিধ গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো। উত্তল লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
4.4 মুদ্রা ধাতু কাকে বলে? দুটি উদাহরণ দাও।
অথবা,
মেন্ডেলের পর্যায় সারণির যে-কোনো তিনটি ত্রুটি লেখো।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Madhyamik Physical Science 2nd-Unit-Test
Class 10 Second Unit Test Physical Science Question Paper Class 10 Second Unit Test Physical Science Suggestion Class 10 Second Unit Test Physical Science Question Paper Class-10 Physical Science Second-Unit-Test Suggestion
WBBSE Class 10 Model Question Paper Unit Test Question Paper Physical Science Class X Physical Science Second Unit Test Question Paper pdf Download Madhyamik Physical Science Suggestion Class-10 Physical Science Second-Unit-Test Suggestion
Official Website: Click Here
দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র
Madhyamik Physical Science 2nd-Unit-Test Madhyamik Physical Science 2nd-Unit-Test