Important Days-Dates in Bengali
এখানে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলি তুলে ধরা হলো। এগুলি আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই দিবসগুলি পড়ার পর নীচের দিকে দেওয়া MCQ টেস্টে অংশগ্রহণ করে আপনারা কতটুকু জানলেন তা যাচাই করে নিন।
জানুয়ারি:
1. ৪ঠা জানুয়ারি — বিশ্ব ব্রেইল দিবস (World Braille Day)
2. ৯ই জানুয়ারি — প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas NRI Day)
3. ১০ই জানুয়ারি — বিশ্ব অট্টহাস্য দিবস (World Laughter Day)
4. ১২ই জানুয়ারি — জাতীয় যুব দিবস (National Youth Day (Birth Day of Swami Vivekananda)
5. ১৫ই জানুয়ারি — ভারতীয় সেনা দিবস (Army Day)
6. ২৩শে জানুয়ারি — দেশপ্রেম দিবস (Netaji Subhash Chandra bose birthday)
7. ২৪শে জানুয়ারি — জাতীয় কন্যাশিশু দিবস (National Girl Child day)
8. ২৫শে জানুয়ারি — জাতীয় ভোটার দিবস (National Voters Day)
9. ২৫শে জানুয়ারি — ভারত পর্যটন দিবস (India Tourism Day)
10. ২৬শে জানুয়ারি — প্রজাতন্ত্র দিবস (Republic Day)
11. ২৮শে জানুয়ারি — লালা লাজপত রায়ের জন্মদিন (Birth Anniversary of Lala Lajpat Rai)
12. ২৮শে জানুয়ারি — বিশ্ব তথ্য সুরক্ষা দিবস (Data protection day)
13. ৩০শে জানুয়ারি — শহীদ দিবস (Mahatma Gandhi’s Martyrdom Day (Martyr’s day)
14. ৩০শে জানুয়ারি — বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস (World Leprosy Eradication Day)
ফেব্রুয়ারি:
১লা ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস (Indian Coast Guard Day)
২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস (World Wetlands Day)
৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day)
১১ই ফেব্রুয়ারি বিশ্ব পীড়িত দিবস (World Day of the Sick)
১২ই ফেব্রুয়ারি ডারউইন দিবস (Darwin Day)
১৩ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস (World Radio Day)
২০শে ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day of Social Justice)
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)
২৪শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি দিবস (Central Excise Day)
২৭শে ফেব্রুয়ারি বিশ্ব টেকসই শক্তি দিবস (World Sustainable Energy Day)
২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day)
মার্চ:
১লা মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস (World Civil Defence Day)
৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)
৪ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস (National Safety Day)
৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস (International Women’s Day)
১৪ই মার্চ বিশ্ব পাই দিবস (Pi Day)
১৫ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস (World Consumer Rights Day)
১৬ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস (National Vaccination Day)
২১শে মার্চ বিশ্ব অরণ্য দিবস (World Forestry Day)
২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস (World Poetry Day)
২২শে মার্চ বিশ্ব জল দিবস (World Water Day)
২৩শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day)
২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস (World Tuberculosis (TB) Day)
২৭শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day)
৩০শে মার্চ রাজস্থান দিবস (Rajasthan Day)
এপ্রিল:
১লা এপ্রিল ওড়িশা দিবস (Odisha Day)
৪ঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস (International Day for Mine Awareness)
৫ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস (National Maritime Day)
৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day)
১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস (Jallianwallah Bagh Massacre Day (1919)
১৭ই এপ্রিল হিমোফিলিয়া দিবস (World Haemophilia Day)
১৮ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস (World Heritage Day)
২১শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস (National Civil Service Day)
২২শে এপ্রিল পৃথিবী দিবস (World Earth Day)
২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস (World Book and Copyright Day)
২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস (National Panchayati Day)
২৫শে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস (World Malaria Day)
২৬শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day)
২৯শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day)
৩০শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস (Ayushman Bharat Diwas)
মে:
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour Day)
১লা মে মহারাষ্ট্র দিবস (Maharashtra Day)
৩রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস (Press Freedom Day)
৪ঠা মে কয়লাখনি দিবস (Coal miner’s day)
৮ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস (World Thalassemia Day)
৮ই মে বিশ্ব রেডক্রস দিবস (World Red Cross Day)
১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day)
১২ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস (International Nurses day)
১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of the Family)
১৭ই মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস (World Telecommunication Day)
২১শে মে সন্ত্রাস বিরোধী দিবস (Anti-terrorism day)
২২শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity)
২৪শে মে কমনওয়েলথ দিবস (Commonwealth Day)
৩১শে মে তামাক বিরোধী দিবস (Anti-Tobacco Day)
জুন:
১লা জুন বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day)
৩রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস (World Bicycle Day)
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)
৭ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস (World Food Safety Day)
৮ই জুন বিশ্ব মহাসাগর দিবস (World ocean day)
১২ই জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস (World day against Child Labour)
১৪ই জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস (World blood donor day)
১৭ই জুন বিশ্ব মরুভূমি ও খরা প্রতিরোধ দিবস (World day to combat desertification and drought)
২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)
২৩শে জুন বিশ্ব অলিম্পিক দিবস (World Olympic Day)
২৩শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস (United Nation’s public service day)
২৬শে জুন বিশ্ব ড্রাগ ও মাদকবিরোধী দিবস (International Day against Drug abuse & Illicit Trafficking)
জুলাই:
১লা জুলাই ডাক্তার দিবস (National Doctor’s day)
২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস (World Sports Journalists Day)
১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)
১৭ই জুলাই আন্তর্জাতিক বিচার দিবস (International Justice Day)
১৮ই জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস (Nelson Mandela International Day)
২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)
২৮শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস (World Nature conservation day)
২৯শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day)
আগস্ট:
৬ই আগস্ট হিরোশিমা দিবস (Hiroshima Day)
৯ই আগস্ট নাগাসাকি দিবস (Nagasaki Day)
৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস (International day of World’s indigenous people)
১২ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস (International Youth day)
১৩ই আগস্ট আন্তর্জাতিক বাঁহাতি দিবস (International Lefthanders Day)
১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস (Independence Day of India)
১৯শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস (World Photography day)
২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)
সেপ্টেম্বর:
৫ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস (Teachers’ Day (Dr. Radhakrishnan’s birthday)
৮ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস (World Literacy Day)
১৪ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস (Hindi day)
১৬ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস (World Ozone Day)
২১শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালঝেইমারস দিবস (Alzheimer’s Day)
২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day)
২৮শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস (World Rabies Day)
অক্টোবর:
১লা অক্টোবর আন্তর্জাতিক বয়োঃজ্যেষ্ঠ দিবস (International day of the Older person)
২রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস (International day of non-violence)
২রা অক্টোবর গান্ধী জয়ন্তী (Mahatma Gandhi birthday)
৪ঠা অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস (World Animal Welfare Day)
৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস (World Teacher’s day)
৮ই অক্টোবর বিমান বাহিনী দিবস (Indian Air Force Day)
৯ই অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Office day)
১১ই অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (International girl child day)
১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস (World Food Day)
১৭ই অক্টোবর আন্তর্জাতিক গরিবি দূরীকরণ দিবস (International day for the eradication of poverty)
২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস (UN day)
৩০শে অক্টোবর বিশ্ব চৌর্য দিবস (World Thrift Day)
৩১শে অক্টোবর জাতীয় সম্প্রীতি দিবস (National Integration Day)
নভেম্বর:
১লা নভেম্বর বিশ্ব ভেগান দিবস (World vegan day)
৭ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (World Cancer Awareness Day)
১৪ই নভেম্বর জাতীয় শিশু দিবস (Children’s Day in India, Jawaharlal Nehru birthday)
১৪ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস (World Diabetes Day)
১৭ই নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস (World Student day)
২০শে নভেম্বর বিশ্ব শিশু দিবস (Universal children day)
২১শে নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস (World Television day)
২৬শে নভেম্বর জাতীয় আইন দিবস (Law day)
ডিসেম্বর:
১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস (World Aids Day)
২রা ডিসেম্বর বিশ্ব দাসপ্রথা বিলোপ দিবস (International day of abolition of slavery)
৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (International Day of People with disabilities)
৪ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস (Navy Day)
৫ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (International volunteer day)
৭ই ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস (Armed Forces Flag Day)
৯ই ডিসেম্বর বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস (The International day against corruption)
১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস (Human Right Day)
১৪ই ডিসেম্বর আন্তর্জাতিক শক্ত সংরক্ষণ দিবস (International Energy day)
১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস (International Migrants day)
১৯শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস (Goa’s liberation day)
২৩শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস (Kisan Divas (Farmer’s Day)
এখন নীচের MCQ টেস্টে অংশগ্রহণ করে কতটা শিখলেন জেনে নিন।
১. জাতীয় হিন্দি দিবস (Hindi day) কবে পালন করা হয়?
১৬ই সেপ্টেম্বর
২৮শে জুলাই
১৪ই সেপ্টেম্বর
১৬ই অক্টোবর
২. বিশ্ব অরণ্য দিবস (World Forestry Day) কবে পালন করা হয়?
২১শে মার্চ
২২শে মার্চ
২২শে এপ্রিল
৫ই জুন
৩. আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) কবে পালন করা হয়?
১৬ই অক্টোবর
৯ই আগস্ট
১৭ই জুলাই
২১শে জুন
৪. বিশ্ব এইডস দিবস (World Aids Day) কবে পালন করা হয়?
১৮ই জুলাই
১লা জুলাই
১লা ডিসেম্বর
২১শে সেপ্টেম্বর
৫. জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) কবে পালন করা হয়?
৪ঠা ফেব্রুয়ারি
২৯শে আগস্ট
১২ই জানুয়ারি
২১শে জুন
You may also like: ভারতীয় শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র সমূহের গুরুত্বপূর্ণ তালিকা
Important Days-Dates in Bengali
বিভিন্ন দিবসের তালিকা
Important Days-Dates in Bengali
ভারতের জাতীয় দিবস সমূহ
Important Days-Dates in Bengali
গুরুত্বপূর্ণ দিবস mcq
Important Days-Dates in Bengali
Static GK in Bengali Pdf Download
পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দিবস সমূহ
Important National and International Days in Bengali
Important days for SSC, Railway Group D, WBPSC, Police Recruitment Exams
গুরুত্বপূর্ণ দিবস ( Important Days & Date in 2020 Bengali Pdf )
Important Days-Dates in Bengali