Human-Body GK in Bengali

Human-Body GK in Bengali

মানবদেহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:-
1. মানব শরীরের সাধারণ রক্তচাপ কত?
উত্তর: 80/120 hg.

2. সর্বজনীন রক্তদাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়?
উত্তর: O গ্রুপ রক্তকে।

3. স্বাভাবিক অবস্থায় মানব দেহের সাধারণ উষ্ণতা কত ডিগ্রী সেলসিয়াস?
উত্তর: 37 ডিগ্রি সেলসিয়াস

4. সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?
উত্তর: থাইরয়েড গ্রন্থি।

5. মানব শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি?
উত্তর: লিভার।

6. মানব শরীরের সবথেকে বড় এবং শক্তিশালী হাড় কোনটি?
উত্তর: ফিমার।

7. মানব শরীরের সবথেকে বড় এবং শক্তিশালী ফিমার হাড় টি কোথায় অবস্থিত?
উত্তর: পায়ের উরুতে অবস্থিত।

8. একজন স্বাভাবিক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে?
উত্তর: 5 লিটার রক্ত থাকে।

9. লোহিত রক্ত কণিকার জীবনচক্র কতদিন থাকে?
উত্তর: ১২০ দিন থাকে।

10. শ্বেত রক্তকণিকার জীবনচক্র কতদিন থাকে?
উত্তর: ৩-১৫ দিন থেকে।

11. মানব শরীরের সবথেকে ছোট হাড় কোনটি?
উত্তর: স্টেপিস হাঁড়।

12. স্টেপিস হাঁড়িটি কোন অংশে থাকে?
উত্তর: কানে থাকে।

13. মানব শরীরের সবথেকে বড় রক্ত কণিকার নাম কি?
উত্তর: মনোসাইট।

14. সবথেকে ছোট শ্বেত রক্তকণিকা কোনটি?
উত্তর: লিম্ফোসাইট।

15. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন?
উত্তর: ল্যান্ডস্টেনার।

16. মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত গ্রাম থাকে?
উত্তর: 500- 700 গ্রাম।

17. রক্ত তঞ্চন এর সময় কত মিনিট?
উত্তর: তিন থেকে পাঁচ মিনিট।

18. একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম হয়?
উত্তর: 1300-1400 গ্রাম হয়।

19. মানব শরীরের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?
উত্তর: থাইরয়েড গ্রন্থি।

20. মানব শরীরের সবথেকে বড় পেশির নাম কি?
উত্তর: গ্রুটিয়াস পেশী।

21. মানব শরীরের সব থেকে ছোট পেশির নাম কি?
উত্তর: প্রিন্টার পেশী।

22. মানব শরীরের সবথেকে বড় শিরা কোনটি?
উত্তর: ইনফেরিয়র ভেনকোভা।

23. মানব শরীরের সবথেকে বড় ধবণী কোনটি?
উত্তর: অ্যটাও।

24. সবথেকে বড় দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর: নিউরন।

25. মানব শরীরের সব থেকে পাতলা তত্ত্ব কোনটি?
উত্তর: চোখের পাতা।

26. মানবদেহের কোন অংশটি মৃত্যুর পর 7 দিন বাড়ে।
উত্তর: হাতের নখ ও মাথার চুল।

27. দেহের কঠিনতম অংশ –
উত্তর: দাঁতের এনামেল।

28. মানবদেহে মোট পেশির সংখ্যা –
উত্তর: ৬৩৯টি।

29. মানবদেহে মোট অস্থি সংখ্যা –
উত্তর: ২০৬টি।
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Indian Classical Dance GK: Click Here

একনজরে মানবদেহ PDF | Human Body GK in Bengali | Static GK in Bengali | Important Information about Human Body in Bengali Human-Body GK in Bengali

Human-Body GK in Bengali

Leave a Comment

close

You cannot copy content of this page