EWS certificate in West Bengal Get 10% Reservation

EWS Application Form West Bengal: Read the article carefully and you will be able to prepare EWS certificate easily.

How to apply for West Bengal EWS Certificate:

কিভাবে EWS শংসাপত্রের জন্য আবেদন করবেন:

পশ্চিমবঙ্গ সরকার সাধারণ বিভাগের (General Category) অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের Economically Weaker Sections (EWS) সার্টিফিকেট প্রদান করছে। EWS সার্টিফিকেটধারী প্রার্থীরা যে কোনও সরকারী চাকরিতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন।

কেবলমাত্র অসংরক্ষিত (Unreserved: UR) বিভাগের প্রার্থীরা এই EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নীচের অংশটুকু পড়ুন:

১. কারা এই সার্টিফিকেট তৈরি করতে পারবেন:

আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ বিভাগের (General Category) প্রার্থীরা।

২. কারা এই সার্টিফিকেট তৈরি করতে পারবেন  না:

SC, ST ও OBC শ্রেণীর প্রার্থীরা।

৩. EWS সার্টিফিকেটধারীরা কত কী সুবিধা পাবেন:

সরকারী চাকরী বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ১০% সংরক্ষণ পাবেন।

৪. আবেদনকারীদের বার্ষিক আয় কত হতে হবে:

৮ লক্ষের কম।

৫. পরিবারের সম্পত্তির পরিমান কেমন হতে হবে:

আবেদনকারীর পরিবারের যদি নিম্নলিখিত সম্পত্তির মালিকানা থাকে তবে তিনি EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্য নন-

a) 5 একর বা তার বেশী কৃষিজমি।

b) 1000 বর্গফুট বা তার বেশী আবাসিক ফ্ল্যাট।

c) অবহিত পৌরসভাগুলিতে 100 বর্গ গজ এবং তার বেশি আবাসিক প্লট।

d) অবহিত পৌরসভা ব্যতীত অন্য অঞ্চলে 200 বর্গ গজ এবং তার বেশি আবাসিক প্লট।

* EWS স্থিতি নির্ধারণের জন্য পরিবারের বিভিন্ন জায়গায় থাকা  সম্পত্তি একত্রে ধরা হবে।

* “পরিবার” বলতে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ধরা হবে  যারা সংরক্ষণের সুবিধা চায়, তার বাবা-মা এবং 18 বছরের কম বয়সী ভাইবোন এবং তার স্ত্রী / 18 বছরের কম বয়সী শিশুদের।

৬. আয় (Income) ও সম্পতি (Asset) সংক্রান্ত সার্টিফিকেট কোথা থেকে তৈরি করবেন:

আবেদনকারীদের Anexture-C ফর্মটি (নিচে PDF দেওয়া আছে) প্রিন্ট করে নিম্নলিখিত অধিকারীকদের দ্বারা স্বাক্ষরিত করতে হবে।

a) District Magistrate / Additional District Magistrate.

b) Sub-Divisional Officer.

c) DWO, Kolkata for Kolkata Municipal Corporation Area.

Anexture-C ফর্মটি ডাউনলোড করুন: Click Here

How to apply for EWS certificate in West Bengal

৭. কীভাবে আবেদন করবেন:

I) EWS সার্টিফিকেটের জন্য অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীদের Application form টি (Anexture-A) ডাউনলোড করতে হবে। (ফর্মটির PDF নীচে দেওয়া আছে)

আবেদন পত্রটি ডাউনলোড করুন: Click Here

তারপর সমস্ত ব্যক্তিগত বিবরণ, আয় এবং সম্পদ বিবরণ দিয়ে সাবধানে ফর্মটি পূরণ করুন।

II) এখন আপনার আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত নথিগুলির জেরক্স কপি সংযুক্ত করুন। সমস্ত নথি অবশ্যই self-attested হতে হবে।

a) ভোটার কার্ড অথবা নিজের  বা পিতামাতার নাগরিকত্ব শংসাপত্র। ( EPIC or Citizenship Certificate of self or parents.)

b) নিজের বা পিতামাতার প্যান কার্ড  (PAN Card of Self or Parents).

c) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Birth Certificate issued by component authority / Admit Card of Madhyamik or equivalent examination).

d) নিজের বা পিতামাতার বেতন স্লিপ (শুধুমাত্র বেতনযুক্ত ব্যক্তিদের জন্য)  (Pay Slip of Self or Parents for salaried persons).

e) নির্ধারিত কর্তৃপক্ষের আয়ের শংসাপত্র (Income Certificate for prescribed Authorities).

f) বাসিন্দা সার্টিফিকেট (Residential Certificate).

g) পরচা বা জমির দলিল (RoR / Parcha / Registered Deed).

h) গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার চেয়ারম্যান, পৌর কর্পোরেশনের কাউন্সিলর এর উপ-জাতির (sub-caste) সমর্থনে শংসাপত্র। (Certificate in support of sub-caste from Gram Panchayat Pradhan or from Chairman of Municipalities, Councillor of Municipal Corporations.)

i) Anexture-B ফর্মে পারিবারিক আয়, সম্পদ এবং উপ-জাতি সম্পর্কিত স্ব-ঘোষণা। (Self-declaration in regard to family income, assets and Sub-Caste in the prescribed format in Annexure-B).

Anexture-B ফর্মটি ডাউনলোড করুন: Click Here

III) সমস্ত নথি সংযুক্ত করার পরে, আপনার EWS শংসাপত্রের আবেদন ফর্মটি নিম্নলিখিত কর্তৃপক্ষের যে কোনওটিতে জমা দিন:

১. B.D.O (গ্রামাঞ্চলের ক্ষেত্রে)

২. S.D.O (পৌরসভা এলাকার ক্ষেত্রে)

৩. DWO, Kolkata (কলকাতা পৌর কর্পোরেশনের ক্ষেত্রে)

You may also like: Domicile Certificate in West Bengal

৮. আবেদন পত্র জমা দেওয়ার পর কী করতে হবে:

আবেদন পত্রটি জমা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে আপনাকে ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সমস্ত আসল নথিপত্রসহ আপনাকে উক্তদিন নিম্নলিখিত কর্তৃপক্ষের নিকট হাজির হতে হবে-

a. পঞ্চায়েত ও পৌরসভার ক্ষেত্রে Inspector BCW এর নিকট

b. কলকাতা পৌর এলাকার ক্ষেত্রে DWO, Kolkata এর নিকট।

* পঞ্চায়েত ও পৌর এলাকার জন্য বিএল এবং এলআরও দ্বারা কৃষিজমি, আবাসিক ফ্ল্যাট / প্লট  স্থাবর সম্পত্তির যাচাইকরণ করা হবে। কেএমসি অঞ্চলে এই ধরনের যাচাইকরণ বিএল এবং এলআরও / চিফ ভ্যালুয়ার / সার্ভেয়ারের মাধ্যমে করা হবে।

৯. কীভাবে EWS সার্টিফিকেট দেওয়া হবে-

সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হয় তাহলে Anexture-C ফর্মাটে EWS শংসাপত্র প্রদান করা হবে।

১০. EWS সার্টিফিকেট কত দিন বৈধ থাকে-

EWS শংসাপত্রটি এক আর্থিক বছর (one financial year: 1st April to 31st March) পর্যন্ত বৈধ হবে। অর্থাৎ প্রতিটি EWS শংসাপত্র সেই আর্থিক বছরের 31 মার্চ অবধি বৈধ হবে। ধরুন আপনি জুলাই, ২০২১ এ  আপনার EWS শংসাপত্র পেয়েছেন, এই শংসাপত্রটি ৩১ শে মার্চ, ২০২২ অবধি বৈধ হয়ে যাবে।  এর পরে, আপনাকে এই শংসাপত্রের জন্য নতুন করে আবেদন করতে হবে।

১১. কতদিনের মধ্যে সার্টিফিকেটটি পাওয়া যায়-

সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে EWS সার্টিফিকেটটি পাওয়া যায়।

অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন: Click Here

বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন: http://wbpar.gov.in/

EWS certificate in West Bengal

However EWS certificate can be used to avail the 10% reservation for the GEN-Economically Weaker Section in higher education all over the India and government jobs. So you should prepare a certificate as soon as possible. If you read the article carefully, you will be able to prepare EWS certificate easily.

You may also like: ANM/GNM নার্সিং ট্রেনিং এর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন

You may also like: The Eyes Have It Questions and Answers

Leave a Comment

close

You cannot copy content of this page