How to apply for Residence/Domicile Certificate in West Bengal:
বাসিন্দা সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন:
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, স্কলারশিপের আবেদন বা সরকারী চাকরিতে যোগদানের ক্ষেত্রে যে সমস্ত নথি চাওয়া হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি হলো বাসিন্দা সার্টিফিকেট (Residence/Domicile Certificate). Domicile Certificate এর জন্য কীভাবে আবেদন করবেন জানতে হলে পড়তে থাকুন। বিস্তারিতভাবে আবেদন পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
১. পশ্চিমবঙ্গে একটি বাসিন্দা শংসাপত্র পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন?
a) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
b) মহিলাদের ক্ষেত্রে, যদি কোনো মহিলা অন্য কোনও রাজ্যের বাসিন্দা হন এবং বিয়ের পরে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন তবে তিনিও আবেদনও করতে পারেন।
c) যে ব্যক্তিরা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেন।
d) যেসব ব্যক্তিদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাড়ি রয়েছে, কিন্তু বর্তমানে তারা কাজ বা অন্য কোনও ব্যক্তিগত কারণে বাইরে থাকেন তারাও আবেদন করতে পারবেন।
২. আবেদন করার জন্য কী কী নথি (documents) লাগবে?
a) ঠিকানার প্রমাণ হিসেবে: জমির দলিল, রেশন কার্ড, বিদ্যুৎ, জল বা গ্যাস বিল, ভূমি করের দলিল, পাসপোর্ট।
b) পরিচয়ের প্রমাণ হিসেবে: আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড অথবা রেশন কার্ড
c) আবেদনকারীর জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
d) একটি পাসপোর্ট সাইজের ফোটো নিজের স্বাক্ষর সহ।
৩. কীভাবে আবেদন করবেন?
আবেদন করার আগে উপরের documents চারটি 1oo kb এর মধ্যে jpg ফরম্যাটে স্ক্যান করে রাখুন।
i) প্রথম পশ্চিমবঙ্গ ই-জেলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://edistrict.wb.gov.in/PACE/login.do দেখুন
যদি আপনি আগে থেকে ওই ওয়েবসাইটে Register করে থাকেন তবে আপনার Username ও password দিয়ে login করুন।

ii) আর যদি আপনি Register করে না থাকেন তাহলে login এর নীচে দেওয়া ‘New Registration’ এ ক্লিক করুন। রেজিস্টার করার জন্য আপনাকে নিজের সম্পূর্ণ নাম, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি যথাযথ স্থানে বসিয়ে next এ ক্লিক করুন। আপনার username ও password সেট করুন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে। সেটি লিখে রেজিস্টার করুন।

iii) login করার পর বামদিকে ‘certificates’ এ ক্লিক করলে ডানদিকে বিভিন্ন সার্টিফিকেটের নাম চলে আসবে। ওখানে ‘Local Residence (Domicile) Certificate’ এ ক্লিক করুন।

iv) এরপর নীচের দিকে একটি check box থাকবে। ওখানে ক্লিক করে ‘Apply’ এ ক্লিক করুন।

v) এরপর আবেদনকারীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং আধার নাম্বার যথাযথভাবে পূরণ করুন।

vi) আবেদনকারীর স্থায়ী ঠিকানার বিবরণ লিখে দিয়ে ‘save & next’ এ ক্লিক করুন।

vii) এরপর বর্তমান ঠিকানার বিবরণ দিতে হবে। যদি আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা দুটোই একই হয় তবে উপরে ডানদিকে ‘same as previous address’ এ ক্লিক করুন।

viii) এরপর আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, পেশা, জন্মস্থানের বিবরণ, যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তার নাম ও শিক্ষাবর্ষ, গত 15 বছরের বসবাসের বিশদ বিবরণ এবং অন্যান্য বিবরণ গুলি যথাযথভাবে পূরণ করে ‘save & next’ ক্লিক করুন।




ix) তারপর আপনার সমস্ত আবেদন পত্রটি যাচাই করুন। যদি কোনো ভুল হয়ে থাকে ‘Edit Application’ এ ক্লিক করে ঠিক করে নিন। তারপর ‘Attach Supporting Document’ এ ক্লিক করুন।

x) নির্দিষ্ট স্থানে আবেদনকারীর Documents গুলি আপলোড করতে হবে। তারপর ‘save & next’ এ ক্লিক করলে submit হয়ে যাবে। একটি Acknowledgement Receipt আসবে। ওটা প্রিন্ট করে রেখে দিন।

৪. Domicile Certificate টি কীভাবে পাবেন?
আবেদন করার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ আপনার application form টি এবং documents গুলি যাচাই করবে। সব ঠিক থাকলে আপনার আবেদন পত্রটি ‘Approved’ করবে। তারপর আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। আপনার application form টি approved হয়েছে কিনা তা আপনি ‘Track application’ ক্লিক করে জানতে পারবেন।
৫. কতদিনের মধ্যে application form টি approved হয়?
এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তবে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এরপর যদি না হয় তাহলে আপনি Acknowledgement slip ও অন্যান্য documents গুলি নিয়ে B.D.O অফিসে যোগাযোগ করতে পারেন।
*** To apply for Domicile Certificate Click Here
You may also like: WBJEE ANM/GNM nursing Entrance Exam Model Question Paper