1. যুব লেখকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রকল্প ঘোষণা করেছে তার নাম-
Ans: YUVA Extra জ্ঞান: • YUVA এর পুরো কথা: Young, Upcoming and Versatile Authors
• দেশে বই পড়া ও লেখার সংস্কৃতির প্রচার করতে এই প্রকল্পের মাধ্যমে ৩০ বছরের কম বয়সী লেখকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
• YUVA প্রকল্পের আওতায় একজন লেখককে ছয় মাসের জন্য প্রতি মাসে 50,000 টাকা বৃত্তি প্রদান করা হবে।
• বাস্তবায়নকারী সংস্থা হিসাবে শিক্ষা মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল বুক ট্রাস্ট’ কে দায়িত্ব দেওয়া হবে।
• রচিত বইগুলি জাতীয় যুব দিবস উপলক্ষে ২০২২ সালের ১২ জানুয়ারি প্রকাশ করা হবে।
• বর্তমান শিক্ষামন্ত্রী: রমেশ পোখরিয়াল
2. কর্ণাটকের মেকেদাতু বাঁধে জলাধার নির্মাণে নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য ‘The National Green Tribunal’ একটি কমিটি গঠন করেছে। কোন নদীর ওপর জলাধারটি নির্মাণ করা হচ্ছে?
Ans: কাবেরী নদী। Extra জ্ঞান: • কাবেরী নদীর উৎস: কর্ণাটক রাজ্যের কোড়গু জেলায় অবস্থিত পশ্চিমঘাটের তালকাবেরী নামক স্থানে।
• নদীটি কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যদুটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
• পতনস্থল: বঙ্গোপসাগর
3. কবে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো?
Ans: ৩০ শে মে। Extra জ্ঞান: • ভারতীয় সেনা ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে অপারেশন বিজয় চালিয়ে পর্তুগীজদের গোয়া থেকে তাড়িয়ে দেয়।
• ৩০ মে ১৯৮৭ সালে গোয়াকে (২৫তম) পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হয়।
• গোয়ার রাজধানী: পানাজী।
• বর্তমান মুখ্যমন্ত্রী: প্রমোদ সাওয়ান্ত
• রাজ্যপাল: ভগত সিং কোশিয়ারি।
4. কাকে দক্ষিণ সুদান প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করা হলো?
7. কোন টেনিস তারকা ‘বেলগ্রেড ওপেন ২০২১’ খেতাব জিতলেন?
Ans: নোভাক জোকোভিচ। Extra জ্ঞান: • তিনি সার্বিয়ার একজন পেশাদার টেনিস খেলোয়াড়।
• বর্তমান এটিপি র্যা>ঙ্কিং অনুযায়ী তিনি বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়।
8. UEFA Champions League ২০২০-২১ খেতাব জিতল-
Ans: চেলসি ফুটবল ক্লাব। Extra জ্ঞান: • দ্বিতীয় বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় চেলসির।
• ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল তারা।
• চেলসির হয়ে জয় সূচক গোলটি করেন কাই হাভার্টজ।
• ২০১২ সালের পর ফের চ্যাম্পিয়ন্স লিগ চেলসির দখলে।
9. সম্প্রতি এভারেস্টে দ্রুততম আরোহণের রেকর্ড ভেঙেছেন-
Ans: সাং ইন-হাং (Tsang Yin-hung) Extra জ্ঞান: • হং-কং এর এই মহিলা এভারেস্টে আরোহণ করতে সময় নিয়েছেন: ২৫ ঘন্টা ৫০ মিনিট।
• এর আগে ২০১৭ সালে নেপালি মহিলা ফুঞ্জো জাংমু লামা ৩৯ ঘন্টা ৬ মিনিটে এভারেস্টে উঠে রেকর্ড করেছিলেন।
• ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী: বাচেন্দ্রী পাল।