1. ভারতের কোন বিজ্ঞানীকে “International Eni Award 2020” প্রদান করা হল?
a) Dr Sundeep Salvi
b) Dr C S Yajnik
c) Professor C.N.R Rao
d) Deepak Kumar
Ans: c) Professor C.N.R Rao Extra জ্ঞান: • পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস এবং শক্তি সঞ্চয় বিষয়ে তাঁর গবেষণার জন্য তাঁকে এই পুরস্কার প্রদান করা হল।
• ২০২১ সালের ১৪ই অক্টোবর রোমের কুইরিনাল প্যালেসে আয়োজিত একটি অনুষ্ঠানে “International Eni Award 2020” প্রদান করা হবে। এতে অংশ নেবেন ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তেরেলা।
• ১৬ই নভেম্বর, ২০১৩ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্নের জন্য নির্বাচিত হয়েছিলেন। সি.ভি রমন ও এ.পি.জে আবদুল কালামের পর তৃতীয় বিজ্ঞানী হিসেবে তিনি এই সম্মান পান।
2. সম্প্রতি স্পেনের সর্বোচ্চ সম্মান ‘প্রিন্সেস অফ অস্টুরিয়াস’ সম্মানে ভূষিত হলেন-
a) কৌশিক বসু
b) অরুন্ধতী রায়
c) অমর্ত্য সেন
d) অবিনাশ দীক্ষিত
Ans: a c) অমর্ত্য সেন Extra জ্ঞান: • স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন (Spanish prize foundation) তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।
• পুরস্কার হিসেবে অর্থনীতিবিদকে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি শংসাপত্র ও ৫০ হাজার ইউরো।
• ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার ( অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।
• ১৯৯৯ সালে তিনি ভারতরত্নে ভূষিত হন।
• ২০২০ সালে তাঁকে জার্মান বুক ট্রেডের শান্তি পুরষ্কার দেওয়া হয়।
3. বিশ্ব ক্ষুধা দিবস (World Hunger Day) কবে পালন করা হয়?
a) ২৫ শে মে
b) ২৬ শে মে
c) ২৭ শে মে
d) ২৮ শে মে
Ans: d) ২৮ শে মে Extra জ্ঞান: • এই বছরের থিম: ‘Access Ends Hunger’
• বিশ্ব খাদ্য দিবস: ১৬ ই অক্টোবর।
4. বিশ্বের বৃহত্তম যাদুঘর ” The Musée du Louvre” এর প্রথম মহিলা অধ্যক্ষ হয়েছেন-
a) নিকোলা ট্যালিস
b) লরেন্স ডেস কারস
c) টেসা ডানলপ
d) লুসি ওয়ার্সলে
Ans: b) লরেন্স ডেস কারস Extra জ্ঞান: • বিশ্বের বৃহত্তম যাদুঘর ‘দ্য লুভ্র’ ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
• প্রতিষ্ঠাকাল: ১৭৯৩ (২২৮ বছর আগে)
• ফ্রান্সের রাজধানী: প্যারিস
• মুদ্রা: ইউরো
• রাষ্ট্রপতি: ইমানুয়েল ম্যাক্রন
• প্রধানমন্ত্রী: জিন ক্যাসেক্স
• সংসদের নাম: National Assembly
5. প্রথম ভারতীয় হিসেবে রুডলফ ভি শিন্ডলার পুরস্কার পেয়েছেন-
a) ডাঃ নাগেশ্বর রেড্ডি
b) ডাঃ পরিমল ব্যানার্জি
c) ডাঃ শ্রীনিবাস নারায়ণ
d) ডাঃ কার্তিক শ্রীধর
Ans: a) ডাঃ নাগেশ্বর রেড্ডি Extra জ্ঞান: • American Society of Gastrointestinal Endoscopy (ASGE) কর্তৃক রুডলফ ভি শিন্ডলার পুরষ্কার (Rudolf V Schindler Award) প্রদান করা হয়।
• ডাঃ শিন্ডলার যাকে “গ্যাস্ট্রোস্কোপির জনক” (father of gastroscopy) হিসাবে বিবেচনা করা হয় তার নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।
6. চতুর্থ বারের জন্য সিরিয়ার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন-
a) বাশার অল-আসাদ
b) গিলারমো লাসো
c) রিউভেন রিভলিন
d) মাহমুদ আব্বাস
Ans: a) বাশার অল-আসাদ Extra জ্ঞান: • সিরিয়ার রাজধানী: দামাসকাস
• মুদ্রা: সিরিয়ান পাউন্ড
• প্রধানমন্ত্রী: হুসেন অর্নাস
7. আন্তর্জাতিক মহিলা স্বাস্থ্য দিবস (International Women’s Health Day) কবে পালন করা হয়?
a) ২৫ শে মে
b) ২৬ শে মে
c) ২৭ শে মে
d) ২৮ শে মে
Ans: d) ২৮ শে মে Extra জ্ঞান: • ১৯৮৭ সাল থেকে প্রতিবছর ২৮ শে মে মহিলাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।
8. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘Smart Kitchen’ প্রকল্প শুরু করলো?
a) পশ্চিমবঙ্গ
b) কেরালা
c) বিহার
d) ঝাড়খন্ড
Ans: b) কেরালা Extra জ্ঞান: • স্মার্ট কিচেন স্কিমের আওতায়, কেরালার মহিলাদের স্বল্প সুদের হারে ঋণ প্রদান করা হবে তাদের রান্নাঘরগুলি পুনর্নির্মাণের জন্য।
• কেরালার মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন
• রাজ্যপাল: আরিফ মোহাম্মদ খান
• কেরালার জনপ্রিয় উৎসব: ওনম (Onam)
9. সম্প্রতি কোন অভিনেতাকে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সরকার ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে?
a) সলমান খান
b) শাহরুখ খান
c) সঞ্জয় দত্ত
d) অক্ষয় কুমার
Ans: c) সঞ্জয় দত্ত Extra জ্ঞান: • সঞ্জয় দত্ত প্রথম ভারতীয় মূলধারার অভিনেতা যিনি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সরকার ২০১৯ সালে দীর্ঘকালীন আবাসনের ভিসার জন্য একটি নতুন সিস্টেম কার্যকর করেছিল,
• জাতীয় স্পনসর ছাড়াই বিদেশিদের সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতে, কাজ করতে এবং পড়াশোনা করতে সক্ষম করেছিল। এই গোল্ডেন ভিসা 5 বা 10 বছরের জন্য জারি করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হবে।
• UAE এর রাজধানী: আবুধাবি
• মুদ্রা: দিরহাম (Dirham)
• রাষ্ট্রপতি: খলিফা বিন জায়েদ আল নাহিয়ান
• প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি: মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম