Current Affairs in Bengali 27 & 28 May
বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স: ২৭ এবং ২৮ মে, ২০২১
1. সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সশস্ত্র বাহিনীর সদস্য, প্রাক্তন সেনা সদস্যদের ঝামেলা-মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পোর্টাল চালু করলেন তার নাম-
a) CHAMPIONS Portalb) YUKTI 2.0 Portal
c) SeHAT-OPD Porta
d) E-Chhawani portal
2. CBI-এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন-
a) সুবোধকুমার জয়সওয়ালb) সুনীল আরোড়া
c) আর শ্রীনিবাস
d) প্রতাপ পাণ্ডে
3. সম্প্রতি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ‘ইয়াস’ (YAAS). ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ?
b) ওমান
c) মালদ্বীপ
d) থাইল্যান্ড
4. প্রথম ওয়ালেট হিসেবে UPI ID এর সঙ্গে যুক্ত করা হলো ‘Pockets’ ই-ওয়ালেট কে। ‘Pockets’ ই-ওয়ালেট কোন ব্যাঙ্কের সাথে সম্পর্কিত?
a) IDBI Bankb) HDFC Bank
c) ICICI Bank
d) Axis Bank
You may also like: কীভাবে EWS সার্টিফিকেট তৈরি করবেন
5. ভারতীয় বিমানবাহিনীর প্রথম মহিলা বিমান পরীক্ষার ইঞ্জিনিয়ার হয়েছেন-
a) শিবাঙ্গী স্বরূপb) তানিয়া সান্যাল
c) ইলা মজুমদার
d) আশ্রিতা ভি ওলেটি
6. সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রক কতগুলি নতুন ‘Khelo India Centres’ খোলার সিদ্ধান্ত নিয়েছে?
a) ৭ টিb) ১৪০ টি
c) ১৪৩ টি
d) ১৩৪ টি
Current Affairs in Bengali 27 & 28 May
Bengali Current Affairs | Current Affairs Bangla | daily current affairs in bengali | bangla current affairs |
You may also like: Daily Current Affairs in Bengali