1. অনেক বছর আগেই ভারত থেকে দ্রুততম স্থল প্রাণী ‘চিতা’ বিলুপ্ত হয়ে গিয়েছে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে চিতাকে পুনরায় ফিরিয়ে আনা হবে। ভারতের কোন জাতীয় উদ্যানে চিতাকে ফিরিয়ে আনা হবে?
a) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)
b) কানহা জাতীয় উদ্যান (Kanha National Park)
c) বান্ধবগড় জাতীয় উদ্যান (Bandhavgarh National Park)
d) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (Kaziranga National Park)
Ans: a) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) Extra জ্ঞান: • কুনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।
• আমাদের দেশের সর্বশেষ চিতাটি ছত্তিশগড় রাজ্যে ১৯৪৭ সালে মারা যায় এবং ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
• 10 টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে আনা হবে কুনো জাতীয় উদ্যানে।
• মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল
• মুখ্যমন্ত্রী: শিবরাজ সিং চৌহান
• রাজ্যপাল: আনন্দীবেন প্যাটেল
ম • ধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সমূহ:
১. কানহা জাতীয় উদ্যান
২. বান্ধবগড় জাতীয় উদ্যান
৩. পান্না জাতীয় উদ্যান
৪. সাতপুরা জাতীয় উদ্যান
• সাঁচি স্তূপ মধ্য প্রদেশে অবস্থিত।
2. ‘India and Asian Geopolitics: The Past, Present’ বইটি লিখেছেন-
a) শিবশঙ্কর মেনন
b) শশী থারুর
c) অরুন্ধতী রায়
d) অমিতাভ ঘোষ
Ans: a) শিবশঙ্কর মেনন Extra জ্ঞান: • শিবশঙ্কর মেনন একজন ভারতীয় কূটনীতিক, যিনি ভারতের প্রধানমন্ত্রী • মনমোহন সিংয়ের অধীনে ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।
3. সম্প্রতি বিশিষ্ট কোচ, ওম প্রকাশ ভরদ্বাজ প্রয়াত হয়েছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?
a) টেনিস
b) ক্রিকেট
c) বক্সিং
d) হকি
Ans: c) বক্সিং Extra জ্ঞান: • তিনি প্রথম ভারতীয় বক্সিং কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন।
• খেলাধুলায় অসামান্য যোগদানের জন্য কোচ বা প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরষ্কার দেওয়া হয়।
• Indian Boxing Federation এর সদর দপ্তর: নিউ দিল্লী।
• সভাপতি: অজয় সিংহ।
4. কোন ভারতীয় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন?
a) দেবেনদার সিং
b) হিমন্ত বিশ্ব শর্মা
c) অরুণ দাস লাখানী
d) অরবিন্দ সিংহল
Ans: b) হিমন্ত বিশ্ব শর্মা Extra জ্ঞান: • তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি।
• Badminton World Federation (BWF) এর সদর দপ্তর: কুয়ালালামপুর, মালয়েশিয়া
• সভাপতি: পল-এরিক হায়ার লারসেন
• প্রতিষ্ঠাকাল: ১৯৩৪
• Badminton Association of India (BAI) এর সদর দপ্তর: নতুন দিল্লী
• সভাপতি: হিমন্ত বিশ্ব শর্মা
• প্রতিষ্ঠাকাল: ১৯৩৪
5. সম্প্রতি কাকে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের (RBIH) CEO পদে নিয়োগ করা হয়েছে?
a) মহেশ কুমার জৈন
b) রাজেশ্বর রাও
c) রাজেশ বানসাল
d) দীনেশ কুমার খারা
Ans: c) রাজেশ বানসাল Extra জ্ঞান: • আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আরবিআই রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব তৈরি করেছে।
• RBIH ১০ জন সদস্য দ্বারা গঠিত এবং Governing Council দ্বারা পরিচালিত।
• RBIH সভাপতি: সেনাপথ্য গোপালকৃষ্ণান
• RBI গভর্নর: শক্তিকান্ত দাস (২৫তম)
• সদর দপ্তর: মুম্বাই
• প্রতিষ্ঠাকাল: ১ এপ্রিল, ১৯৩৫
• প্রথম গভর্নর: ওসবোর্ন স্মিথ
• প্রথম ভারতীয় গভর্নর: চিন্তামন দ্বারকানাথ দেশমুখ (C. D. Deshmukh)
6. আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার ২০২১ পেয়েছেন-
a) ইসাবেল অ্যালেন্ডে
b) হারুকি মুরাকামি
c) ভ্যালেরিয়া লুইসেল্লি
d) ওরহান পামুক
Ans: c) ভ্যালেরিয়া লুইসেল্লি Extra জ্ঞান: • ভ্যালেরিয়া লুইসেল্লি একজন মেক্সিকান লেখিকা।
• ‘Lost Children Archive’ নোভেলটির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
• ডাবলিন সিটি পাবলিক লাইব্রেরি এবং সংরক্ষণাগার দ্বারা পুরস্কারটি প্রদান করা হয়।
• ১৯৯৬ সালে ডেভিড মালাউফ প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কারটি পান।
7. সম্প্রতি নায়রাগঙ্গো আগ্নেয়গিরি ফেটে গেল। এটি কোন দেশের অন্তর্গত?
a) ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো
b) ক্যামেরুন
c) অ্যাঙ্গোলা
d) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
Ans: a) ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো Extra জ্ঞান: • রাজধানী: কিনশা (Kinshasa)
• মুদ্রা: কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক
• রাষ্ট্রপতি: ফলিক্স তিশিসেকি
• প্রধানমন্ত্রী: জিন-মিশেল সামা লুকনডে
• নায়রাগঙ্গো আগ্নেয়গিরি সর্বশেষ ২০০২ সালে ফেটে গিয়েছিল
• বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায়।
• মাওনা লোয়া (Mauna Loa) বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি