Current Affairs in Bengali 25 May

Current Affairs in Bengali 25 May

বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স: ২৫ মে, ২০২১

1. অনেক বছর আগেই ভারত থেকে  দ্রুততম স্থল প্রাণী ‘চিতা’ বিলুপ্ত হয়ে গিয়েছে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে চিতাকে পুনরায় ফিরিয়ে আনা হবে। ভারতের কোন জাতীয় উদ্যানে চিতাকে ফিরিয়ে আনা হবে?

a) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)
b) কানহা জাতীয় উদ্যান (Kanha National Park)
c) বান্ধবগড় জাতীয় উদ্যান (Bandhavgarh National Park)
d) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (Kaziranga National Park)

2. ‘India and Asian Geopolitics: The Past, Present’ বইটি লিখেছেন-

a) শিবশঙ্কর মেনন
b) শশী থারুর
c) অরুন্ধতী রায়
d) অমিতাভ ঘোষ

3. সম্প্রতি বিশিষ্ট কোচ, ওম প্রকাশ ভরদ্বাজ প্রয়াত হয়েছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?

a) টেনিস
b) ক্রিকেট
c) বক্সিং
d) হকি

You may also like: কীভাবে EWS সার্টিফিকেট তৈরি করবেন

4. কোন ভারতীয় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন?

a) দেবেনদার সিং
b) হিমন্ত বিশ্ব শর্মা
c) অরুণ দাস লাখানী
d) অরবিন্দ সিংহল

5. সম্প্রতি কাকে  রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের (RBIH) CEO পদে নিয়োগ করা হয়েছে?

a) মহেশ কুমার জৈন
b) রাজেশ্বর রাও
c) রাজেশ বানসাল
d) দীনেশ কুমার খারা

6. আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার ২০২১ পেয়েছেন-

a) ইসাবেল অ্যালেন্ডে
b) হারুকি মুরাকামি
c) ভ্যালেরিয়া লুইসেল্লি
d) ওরহান পামুক

You may also like: ANM/GNM Nursing Entrance Exam Model Question Paper

7. সম্প্রতি নায়রাগঙ্গো আগ্নেয়গিরি ফেটে গেল। এটি কোন দেশের অন্তর্গত?

a) ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো
b) ক্যামেরুন
c) অ্যাঙ্গোলা
d) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

Current Affairs in Bengali 25 May

You may also like:-

1. Current Affairs in Bengali 24 May 23 May 22 May 21 May, 20 May, 19 May

Bengali Current Affairs / Current Affairs in Bengali 25 May 2021

Leave a Comment

close

You cannot copy content of this page