1. সম্প্রতি কে আন্তর্জাতিক হকি সংঘ (International Hockey Federation) এর সভাপতি নির্বাচিত হলেন?
a) নারিন্দার ধ্রুব বাত্রা
b) মার্ক কউড্রন
c) জ্ঞানেন্দ্রো নিগোম্বম
d) মোহাম্মদ মোশতাক আহমদ
Ans: a) নারিন্দার ধ্রুব বাত্রা Extra জ্ঞান: • নারিন্দার বাত্রা দ্বিতীয় বারের জন্য পুনরায় FIH এর সভাপতি নির্বাচিত হলেন।
• FIH এর সদর দপ্তর: লসান, সুইজারল্যান্ড (Lausanne, Switzerland)
• প্রতিষ্ঠাতা: পল লাউটি
• প্রতিষ্ঠাকাল: ৭ জানুয়ারি, ১৯২৪
• The 2023 FIH Men’s Hockey World Cup venue: Bhubaneswar and Rourkela, India
• The 2022 Women’s FIH Hockey World Cup venue: Terrassa, Spain and Amstelveen, Netherlands.
span>
2. বিশ্ব কচ্ছপ দিবস (World Turtle Day) কবে পালন করা হয়?
a) ২২ শে মে
b) ২৩ শে মে
c) ২৪ শে মে
d) ২১ শে মে
Ans: b) ২৩ শে মে Extra জ্ঞান: • সমগ্র বিশ্বে মোট ৩০০ প্রজাতির কচ্ছপ রয়েছে যার মধ্যে ১২৯ প্রজাতি বিপন্ন।
• এবছরের থিম: “Turtles Rock!”
• ২০০০ সাল থেকে প্রতিবছর American Tortoise Rescue (ATR) সংস্থা দ্বারা এই দিনটি পালন করা হয়।
3. কোথায় National Institute of Medicinal Plants প্রতিষ্ঠা করা হবে?
a) গান্ধীনগর, গুজরাট
b) পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
c) পুনে, মহারাষ্ট্র
d) সিন্ধুদুর্গ, মহারাষ্ট্র
Ans: d) সিন্ধুদুর্গ, মহারাষ্ট্র Extra জ্ঞান: • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী: উদ্ধব বাল ঠাকরে
• মহারাষ্ট্রের গভর্নর: ভগত সিং কোশিয়ারি
• মহারাষ্ট্রের সেরা জাতীয় উদ্যানগুলির মধ্যে কয়েকটি হ’ল চান্ডোলি জাতীয় উদ্যান এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান।
• ইউনিয়ন আয়ুশ মন্ত্রকের আওতায় The National Institute of Medicinal Plants স্থাপন করা হবে।
• AYUSH পুরো নাম: Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha, Sowa-Rigpa and Homoeopathy
4. ২০২১ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহন করলেন তাসি ইয়াংজম। তিনি কোন রাজ্যের বাসিন্দা?
a) অরুণাচল প্রদেশ
b) মনিপুর
c) মিজোরাম
d) মেঘালয়
Ans: a) অরুণাচল প্রদেশ Extra জ্ঞান: • এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা: বাচেন্দ্রী পাল
• মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা: জুঙ্কো তাবেই
• প্রথম দুবার এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা – সন্তোষ যাদব
• অরুণাচল প্রদেশের রাজধানী: ইটানগর
• মুখ্যমন্ত্রী: পেমা খান্ডু
• রাজ্যপাল: বি. ডি. মিশ্র
Namdapha National Park অরুণাচল প্রদেশে অবস্থিত।
5. কোন দেশের সংসদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে?
a) ভুটান
b) নেপাল
c) পাকিস্তান
d) আফগানিস্তান
Ans: b) নেপাল Extra জ্ঞান: • নেপালের রাজধানী:কাঠমান্ডু
• মুদ্রা: নেপালি রুপি
• সংসদ: National Assembly
• রাষ্ট্রপতি: বিদ্যা দেবী ভান্ডারী
• প্রধানমন্ত্রী: খড়গা প্রসাদ শর্মা অলি
• নেপাল ভারতের পাঁচটি রাজ্য – উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সাথে প্রায় ১৮৫০ কিলোমিটার সীমানা স্পর্শ করেছে।
• ভাল্মিকি জাতীয় উদ্যানটি বিহারের পশ্চিম চম্পারান জেলায় ভারত-নেপাল সীমান্তে অবস্থিত।
• ভারত ও নেপালের অনুষ্ঠিত মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম: সূর্য কিরণ (Surya Kiran)
6. কোন অভিনেত্রীর আত্মজীবনী ‘সচ কাহু তো ..’ শিগগিরই প্রকাশিত হবে?
a) নীনা গুপ্ত
b) মাধুরী দীক্ষিত
c) রেখা
d) হেমা মালিনী
Ans: a) নীনা গুপ্ত Extra জ্ঞান: • নীন গুপ্তা একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী; তিনি ‘ওয়াহ চোকরি’ (১৯৯৪) সিনেমাতে এক যুবতী বিধবা চরিত্রে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন।
7. সম্প্রতি ক্রীড়াবিদ শক্তি মজুমদার প্রয়াত হলেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?
a) টেনিস
b) ক্রিকেট
c) বক্সিং
d) হকি
Ans: c) বক্সিং Extra জ্ঞান: • তিনি ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফ্লাইওয়েট ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।
• Indian Boxing Federation এর সদর দপ্তর: নিউ দিল্লী।
• সভাপতি: অজয় সিংহ।
8. কোভিড -১৯-এর কারণে পিতামাতাকে হারানো অনাথ শিশুদের জন্য ‘বাৎসল্য যোজনা’ (Vatsalya Yojana) ঘোষণা করেছে কোন রাজ্য সরকার?
a) উত্তরাখন্ড
b) ঝাড়খন্ড
c) ওড়িশা
d) মধ্যপ্রদেশ
Ans: a) উত্তরাখন্ড Extra জ্ঞান: • উত্তরাখণ্ডের রাজধানী: দেরাদুন (শীতকালীন রাজধানী) ও গায়ারসেইন (গ্রীষ্মকালীন)
• মুখ্যমন্ত্রী: তীরথ সিং রাওয়াত
• রাজ্যপাল: বেবি রানি মৌর্য
• ভারতের প্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান Jim Corbett National Park উত্তরাখণ্ডে অবস্থিত।
• উত্তরাখণ্ডের দেরাদুনে বন গবেষণা কেন্দ্র (Forest Research Institute) আছে।