Current Affairs in Bengali 24 May

Current Affairs in Bengali 24 May

বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স: ২৪ মে, ২০২১

1. সম্প্রতি কে আন্তর্জাতিক হকি সংঘ (International Hockey Federation) এর সভাপতি নির্বাচিত হলেন?


a) নারিন্দার ধ্রুব বাত্রা
b) মার্ক কউড্রন
c) জ্ঞানেন্দ্রো নিগোম্বম
d) মোহাম্মদ মোশতাক আহমদ

2. বিশ্ব কচ্ছপ দিবস (World Turtle Day) কবে পালন করা হয়?


a) ২২ শে মে
b) ২৩ শে মে
c) ২৪ শে মে
d) ২১ শে মে

3. কোথায় National Institute of Medicinal Plants প্রতিষ্ঠা করা হবে?


a) গান্ধীনগর, গুজরাট
b) পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
c) পুনে, মহারাষ্ট্র
d) সিন্ধুদুর্গ, মহারাষ্ট্র

You may also like: কীভাবে EWS সার্টিফিকেট তৈরি করবেন

4. ২০২১ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহন করলেন তাসি ইয়াংজম। তিনি কোন রাজ্যের বাসিন্দা?

a) অরুণাচল প্রদেশ
b) মনিপুর
c) মিজোরাম
d) মেঘালয়

5. কোন দেশের সংসদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে?

a) ভুটান
b) নেপাল
c) পাকিস্তান
d) আফগানিস্তান

6. কোন অভিনেত্রীর আত্মজীবনী ‘সচ কাহু তো ..’  শিগগিরই প্রকাশিত হবে?

a) নীনা গুপ্ত
b) মাধুরী দীক্ষিত
c) রেখা
d) হেমা মালিনী

You may also like: ANM/GNM Nursing Entrance Exam Model Question Paper

7. সম্প্রতি ক্রীড়াবিদ শক্তি মজুমদার প্রয়াত হলেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?


a) টেনিস
b) ক্রিকেট
c) বক্সিং
d) হকি

8. কোভিড -১৯-এর কারণে পিতামাতাকে হারানো অনাথ শিশুদের জন্য ‘বাৎসল্য যোজনা’ (Vatsalya Yojana) ঘোষণা করেছে কোন রাজ্য সরকার?

a) উত্তরাখন্ড
b) ঝাড়খন্ড
c) ওড়িশা
d) মধ্যপ্রদেশ

Current Affairs in Bengali 24 May, 2021

You may also like:-

1. Current Affairs in Bengali 23 May 22 May 21 May, 20 May, 19 May

Bengali Current Affairs / Current Affairs in Bengali

Leave a Comment

close

You cannot copy content of this page