Current Affairs in Bengali 23 May

Current Affairs in Bengali 23 May, 2021

বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স: ২৩ মে, ২০২১

1. সম্প্রতি Microsoft কোন জনপ্রিয় ওয়েব ব্রাউজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?


a) ইন্টারনেট এক্সপ্লোরার
b) মাইক্রোসফ্‌ট এজ
c) মোজিলা ফায়ারফক্স
d) অপেরা

2. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়?


a) ২২শে মে
b) ২১শে মে
c) ২০শে মে
d) ১৯শে মে

3. কোন রাজ্য সরকার “মিশন অক্সিজেন স্ব-নির্ভরতা” (Mission Oxygen Self-Reliance) প্রকল্প চালু করেছে-

a) মহারাষ্ট্র
b) হরিয়ানা
c) কেরালা
d) পশ্চিমবঙ্গ

4. সম্প্রতি DRDO যে  কোভিড -19 অ্যান্টিবডি সনাক্তকরণ কিট আবিষ্কার করেছে তার নাম-

a) হার্বো শোওয়াস
b) নোটসক্লান
c) ডিপকোভান
d) ভারবাসাক

You may also like: কীভাবে EWS সার্টিফিকেট তৈরি করবেন

5. কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার মহাত্মা গান্ধী নরগা (MGNREGA) ওয়ার্কসাইটে কর্মীদের উপস্থিতির পর্যবেক্ষণের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করলেন। অ্যাপটির নাম-

a) NMMS App
b) MGNREGA Tracking App
c) MGNA App
d) SURAKHA App

6. চীন সম্প্রতি সফলভাবে নতুন একটি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ  উৎক্ষেপণ করেছে। উপগ্রহটির নাম-

a) Haiyang-2B
b) Haiyang-2C
c) Haiyang-2D
d) Haiyang-3D

7. 2022 FIFA U-17 Women’s World Cup অনুষ্ঠিত হবে-


a) ইংল্যান্ডে
b) আর্জেন্টিনায়
c) ব্রাজিলে
d) ভারতে

Current Affairs in Bengali 23 May, 2021

You may also like:-

1. Current Affairs in Bengali 22 May 21 May, 20 May, 19 May

Key: Current Affairs in Bengali 23 May, 2021

Leave a Comment

close

You cannot copy content of this page