1. সম্প্রতি বিখ্যাত পরিবেশবিদ, সুন্দরলাল বহুগুনা করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
a) নর্মদা বাঁচাও আন্দোলন
b) সবুজ বিপ্লব
c) সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন •
d) চিপকো আন্দোলন
Ans: d) চিপকো আন্দোলন Extra জ্ঞান: • ঠিকাদারদের কোপ থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানো উদ্দেশে ১৯৭৩ সালে চিপকো আন্দোলন হয়েছিল।
• আন্দোলনের সাথে যুক্ত নেতা-নেত্রী: সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, সরলা বেন, মীরা বেন।
• স্থান: উত্তরাখণ্ডের চামোলি, তেহরি-গাড়ওয়াল জেলা।
• সুন্দরলাল বহুগুনা পুরস্কার তালিকা-
১৯৮১: ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরষ্কার, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।
১৯৮৭: চিপকো আন্দোলনের জন্য Right Livelihood Award
১৯৮৬: গঠনমূলক কাজের জন্য জামনালাল বাজাজ পুরষ্কার।
১৯৮৯: আইআইটি রুরকি কর্তৃক ডক্টর অফ সোস্যাল সায়েন্সেসের অনারারি ডিগ্রি প্রদান করা হয়।
২০০৯: পরিবেশ সংরক্ষণের জন্য ভারত সরকার কর্তৃক পদ্ম বিভূষণ পুরষ্কার।
2. আন্তর্জাতিক চা দিবস কবে পালন করা হয়?
a) ২২শে মে
b) ২১শে মে
c) ২০শে মে
d) ১৯শে মে
Ans: b) ২১শে মে Extra জ্ঞান: • আন্তর্জাতিক চা দিবসটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (UN’s Food and Agriculture Organisation: FAO). দ্বারা উদযাপিত হয়।
• FAO 197 টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
• FAO এর সদর দপ্তর: রোম (লাজিও, ইতালি)
• চীন বিশ্বের বৃহত্তম চা উৎপাদক দেশ।
• ভারতের স্থান: দ্বিতীয়।
• ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য: আসাম।
• ভারতের প্রথম GI ট্যাগযুক্ত পণ্য: দার্জিলিং চা (2004-2005 সালে)
3. সম্প্রতি প্রকাশিত ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক’ অনুযায়ী এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি-
a) মুকেশ আম্বানি
b) ঝং শানশান
c) কলিন হুয়াং ঝেং
d) গৌতম আদানী
Ans: d) গৌতম আদানী Extra জ্ঞান: • তালিকায় প্রথম স্থানে রয়েছেন: মুকেশ আম্বানি
• বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় প্রথম: জেফ বেজোস।
• জেফ বেজোস হলেন বহু-জাতীয় প্রযুক্তি সংস্থা অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
4. মার্থা কোম (Martha Koome) কোন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন-
a) কেনিয়া
b) ইরান
c) জিম্বাবয়ে
d) পোল্যান্ড
Ans: a) কেনিয়া Extra জ্ঞান: • কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ।
• রাজধানী: নাইরোবি
• মুদ্রা: কেনিয়ান শিলিং
• জাতীয় ভাষা: সোয়াহিলি
• রাষ্ট্রপতি: উহুরু কেনায়ত্ত
a) INS Shivalik
b) INS Talwar
c) INS Rajput
d) INS Vikrant
Ans: c) INS Rajput Extra জ্ঞান: • ৪১ বছর পরিষেবা দেওয়ার পর INS Rajput বাতিল করা হলো।
• INS Rajput নিয়োগ করা হয়েছিল: ৪ মে, ১৯৮০
• সনাক্তকরণ: Pennant number: D51
• নির্মাণ করেছিল : পূর্বতন USSR
6. প্রথম ভারতীয় হিসেবে বার্ষিক ‘ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড ২০২০’ জিতলেন –
a) গণেশ আচার্য
b) সুরেশ মুকুন্দ
c) টেরেন্স লুইস
d) প্রভু দেবা
Ans: b) সুরেশ মুকুন্দ Extra জ্ঞান: • আমেরিকান টিভি রিয়েলিটি শো ‘ওয়ার্ল্ড অব ডান্স’ তে তাঁর কাজের জন্য তিনি ‘টিভি রিয়েলিটি শো’ বিভাগে এই পুরষ্কারটি অর্জন করেছেন।
7. সম্প্রতি কবে সন্ত্রাস বিরোধী দিবস (Anti Terrorism Day) পালন করা হলো-
a) ২২শে মে
b) ২১শে মে
c) ২০শে মে
d) ১৯শে মে
Ans: b) ২১শে মে Extra জ্ঞান: • দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাস বিরোধী দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯১ সালের ২১ শে মে তাঁকে হত্যা করা হয়েছিল।
• ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী: রাজীব গান্ধী।
• ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর তাঁর মা, ইন্দিরা গান্ধীর মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন।