1. ভারতীয় বংশোদ্ভূত কোন রসায়নবিদ যৌথভাবে ২০২০ সালের ‘মিলেনিয়াম প্রযুক্তি পুরস্কার’ পেলেন?
a) শঙ্কর বালাসুব্রাহ্মণ্য
b) অনিল চৌধুরী
c) দীপক চোপরা
d) উমর আলিশা
Ans: a) শঙ্কর বালাসুব্রাহ্মণ্য
Extra জ্ঞান: – দুই বছরের ব্যবধানে টেকনোলজি একাডেমি ফিনল্যান্ড (TAF) দ্বারা ‘The Millennium Technology Prize’ প্রদান করা হয়।
রসায়নবিদ শঙ্কর বালাসুব্রাহ্মণ্য এর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছেন ডেভিড ক্লারম্যান।
তারা সোলেক্সা-ইলুমিনা নেক্সট জেনারেশন ডিএনএ সিকোয়েন্সিং (NGS) প্রযুক্তি আবিষ্কার করেছেন যার ফলে দ্রুত, অতি স্বল্প ব্যয়ে সম্পূর্ণ ডিএনএ ক্রম নির্ধারণ করা যাবে।
2. সম্প্রতি কবে বিশ্ব মেট্রোলজি দিবস (The World Metrology Day) পালন করা হল?
a) ১৭ই মে
b) ১৮ই মে
c) ১৯ই মে
d) ২০শে মে
Ans: d) ২০শে মে
Extra জ্ঞান: – সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।
এবছরের থিম: Measurement for Health
3. বিশ্ব মৌমাছি দিবস (World Bee Day) কবে পালন করা হয়?
a) ১৭ই মে
b) ১৮ই মে
c) ১৯ই মে
d) ২০শে মে
Ans: d) ২০শে মে
Extra জ্ঞান: এই বছরের থিম: “Bee engaged: Build Back Better for Bees”
প্রথম বিশ্ব মৌমাছি দিবস উদযাপিত হয়েছিল: ২০ মে, ২০১৮
বিশ্বে প্রায় 20,000 বিভিন্ন প্রজাতির মৌমাছি রয়েছে।
4. ICMR অনুমোদিত দেশের প্রথম কোভিড -19 হোম-টেস্ট কিটের নাম-
a) CoviSelf
b) CoviPCR
c) CoviHome
d) CoviLive
Ans: a) CoviSelf
Extra জ্ঞান: ICMR পুরো নাম: Indian Council of Medical Research
সদর দফতর: নিউ দিল্লী
ডিরেক্টর জেনারেল: প্রফেসর বলরাম ভার্গব
5. সম্প্রতি কেন্দ্রীয় গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী কোন রাজ্য ‘স্মার্ট সিটি’ মিশনের প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছে?
a) বিহার
b) ঝাড়খন্ড
c) পশ্চিমবঙ্গ
d) আসাম
Ans: b) ঝাড়খন্ড
Extra জ্ঞান: ‘Smart Cities Mission Scheme’ শুরু হয়েছিল ২৫ জুন, ২০১৫
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: হেমন্ত সোরেন
রাজ্যপাল: দ্রৌপদী মুর্মু
Hazaribag Wildlife Sanctuary ঝাড়খণ্ডে অবস্থিত।
6. সম্প্রতি কোন ভারতীয়-বংশোদ্ভূত খেলোয়াড় Mixed Martial Arts (MMA) খেতাব জিতেছেন?
a) রাহুল রাজু
b) কণ্ঠরাজ আগসা
c) অর্জন ভুল্লার
d) বিকাশ সিং
Ans: c) অর্জন ভুল্লার
Extra জ্ঞান: অর্জন ভুল্লার ২০১০ সালে নয়াদিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
তিনি প্রথম ভারতীয় হিসেবে ২০১৫ সালে ‘UFC fight’ জিতেছিলেন।
7. সম্প্রতি ক্রীড়া কিংবদন্তি মিলখা সিং করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?
a) হকি
b) ক্রিকেট
c) ফুটবল
d) ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটিক্স
Ans: d) ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটিক্স
Extra জ্ঞান: মিলাখা সিং একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে ৪০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন।
তিনি দ্য ফ্লাইং শিখ (The Flying Sikh) নামেও পরিচিত।
তাঁর ক্রীড়া সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১৯৫৯ সালে তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে।