1. সম্প্রতি কোন রাজ্য বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে?
a) গুজরাট
b) অসম
c) পশ্চিমবঙ্গ
d) কেরালা
Ans: c) পশ্চিমবঙ্গ
Extra জ্ঞান: – বর্তমানে ভারতের ছ’টি রাজ্যে (উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ) বিধান পরিষদ রয়েছে।
ভারতের সংবিধানের ১৬৯ অনুচ্ছেদে বিধান পরিষদের সংজ্ঞায়িত করা হয়েছে।
রাজ্য বিধান পরিষদের (MLC) সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই কমপক্ষে ৩০ বছর বয়সী ভারতের নাগরিক হতে হবে।
রাজ্য বিধান পরিষদের সদস্যদের মেয়াদ ছয় বছর।
সদস্যদের এক তৃতীয়াংশ সদস্য প্রতি দুই বছর অন্তর অবসর গ্রহণ করেন।
2. ২০২১ সালে, জাতিসংঘ (United Nations) “sixth United Nations Global Road Safety Week” উদযাপন করছে-
a) ১৭ই মে থেকে ২৩শে মে
b) ১৮ই মে থেকে ২৪শে মে
c) ১৯ই মে থেকে ২৫শে মে
d) ১৬ই মে থেকে ২২শে মে
Ans: a) ১৭ই মে থেকে ২৩শে মে
Extra জ্ঞান: – এই বছরের থিম: Streets for Life
২০০৭ সালে প্রথম গ্লোবাল রোড সেফটি সপ্তাহ উদযাপিত হয়েছিল।
3. সম্প্রতি কোন দেশ সবথেকে শক্তিশালী ‘SIMORGH’ সুপারকম্পিউটার চালু করলো?
a) জাপান
b) আমেরিকা
c) ফ্রান্স
d) ইরান
Ans: d) ইরান
Extra জ্ঞান: বিশ্বের প্রথম সুপারকম্পিউটার: CDC 6600
ভারতের প্রথম সুপারকম্পিউটার: PARAM 8000
ইরানের রাজধানী: তেহরান
মুদ্রা (currency): ইরানি রিয়াল
বর্তমান রাষ্ট্রপতি: হাসান রুহানি
4. সম্প্রতি পাকিস্তান সরকার কাকে জাতীয় সুরক্ষা উপদেষ্টা নিয়োগ করেছেন?
a) মোয়েদ ইউসুফ
b) ইশরাত হুসেন
c) কামার জাভেদ বাজওয়া
d) মুজাহিদ আনোয়ার খান
Ans: a) মোয়েদ ইউসুফ
Extra জ্ঞান: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী: ইমরান খান (রাজনৈতিক দল- তেহরিক-ই-ইনসাফ)
রাজধানী: ইসলামাবাদ
কারেন্সি: পাকিস্তানি রুপি
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখা: র্যা ডক্লিফ লাইন
5. কোন ভারতীয় সংস্থা Jhonson & Jhonson কোভিড ভ্যাকসিন তৈরি করবে?
a) Panacea Biotec
b) Biological E.
c) Serum Institute
d) Bharat Biotech
Ans: b) Biological E
Extra জ্ঞান: Biological E’s MD&CEO- Mahima Datla
Headquarter- Hyderabad, Telangana, India
Johnson & Johnson 1866 সালে প্রতিষ্ঠিত একটি আমেরিকান বহুজাতিক সংস্থা।
Headquarter- New Brunswick, New Jersey, US
CEO- Alex Gorsky
6. সম্প্রতি কোন রাজ্য ‘HIT কোভিড অ্যাপ চালু করলো?
a) পশ্চিমবঙ্গ
b) হরিয়ানা
c) মহারাষ্ট্র
d) বিহার
Ans: d) বিহার
Extra জ্ঞান: HIT এর পুরো নাম: Home Isolation Tracking.
বিহারের মুখ্যমন্ত্রী: নীতীশ কুমার
রাজ্যপাল: ফাগু চৌহান
ভাল্মিকি জাতীয় উদ্যান (Valmiki National Park) বিহারের পশ্চিম চম্পারান জেলায় ভারত-নেপাল সীমান্তে অবস্থিত।
7. সম্প্রতি আন্দ্রেয়া মেজা (Andrea Mezza) যিনি Miss Universe 2020 খেতাব জিতলেন, তিনি কোন দেশের বাসিন্দা?
a) ব্রাজিল
b) মেক্সিকো
c) পেরু
d) মালয়েশিয়া
Ans: b) মেক্সিকো
Extra জ্ঞান: Miss Universe 2019 খেতাব জিতেছিলেন: জোজিবিণী তুনজি (Zozibini Tunzi)
বিশ্বের সর্বপ্রথম Miss Universe খেতাব জয়ী: আরমি কুউসেলা (Armi Kuusela)
ভারতের প্রথম Miss Universe খেতাব জয়ী: সুস্মিতা সেন (Sushmita Sen)