1. সম্প্রতি গুজরাট রাজ্যে যে বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তার নাম-
a) আম্পান (Amphan) b) টাও’তে (Tauktae) c) নিসর্গ (Nisarga) d) নিভার (Nivar)
Ans: b) টাও’তে (Tauktae)
Extra জ্ঞান: – ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে মায়ানমার। বর্মী ভাষায় ‘Tauktae’ শব্দটির অর্থ ‘gecko’ অর্থাৎ a highly vocal lizard (উচ্চ স্বরযুক্ত টিকটিকি) । পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ‘YAAS’.
2. বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস (World AIDS Vaccine Day) কবে পালন করা হয়?
a) ১৭ই মে
b) ১৮ই মে
c) ১৯ই মে
d) ২০ই মে
Ans: b) ১৮ই মে
Extra জ্ঞান: – বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস সর্বপ্রথম পালন করা হয় ১৮ই মে, ১৯৯৮ সালে। আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিনটন এর ভাষণের বর্ষপূর্তি উপলক্ষে এই দিবসটি পালন করা হয়। বিশ্ব এইডস দিবস পালন করা হয় ১লা ডিসেম্বর।
3. সম্প্রতি আমেরিকায় আয়োজিত ‘বিগ 12 আউটডোর ট্র্যাক এবং ফিল্ড চ্যাম্পিয়নশিপে’ পুরুষদের হাই জাম্প বিভাগে কে খেতাব জিতলেন?
a) তেজস্বিনী শঙ্কর
b) জ্যাভিয়ার সোটোমায়োর
c) হরিসঙ্কর রায়
d) চন্দ্রপাল রত্নি
Ans: a) তেজস্বিনী শঙ্কর
Extra জ্ঞান: তেজস্বিনী শঙ্কর ২০১৯ সালেও এই খেতাবটি জিতেছিলেন। ২০২০ সালে করোনা মহামারীর জন্য খেলার আয়োজন করা হয়নি।
4. সম্প্রতি আন্তর্জাতিক অজেয় স্বর্ণপদক (The International Invincible Gold Medal) কে পেয়েছেন?
a) রমেশ পোখরিয়াল
b) রাজনাথ নাথ সিং
c) শ্রী রবি শংকর প্রসাদ
d) নিতিন গডকরি
Ans: a) রমেশ পোখরিয়াল
Extra জ্ঞান: রমেশ পোখরিয়াল হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মহর্ষি সংস্থা এবং বিভিন্ন মহর্ষি বিশ্ববিদ্যালয় এই সম্মান প্রদান করবে।
5. সম্প্রতি কবে আন্তর্জাতিক জাদুঘর দিবস (International Museum Day) পালন করা হলো?
a) ১৬ই মে
b) ১৭ই মে
c) ১৮ই মে
d) ১৯ই মে
Ans: c) ১৮ই মে
Extra জ্ঞান: এবছরের থিম ছিল: “The Future of Museums: Recover and Reimagine.” প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবসটি পালন করা হয়েছিল ১৯৭৭ সালে।
6. সম্প্রতি কাকে ‘সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া’ কোম্পানির প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে?
a) Koichiro Hirao
b) Osamu Suzuki
c) Kenichi Ayukawa
d) Satoshi Uchida
Ans: d) Satoshi Uchida
Extra জ্ঞান: সম্প্রতি ‘Suzuki Motorcycle India’ Koichiro Hirao কে সরিয়ে Satoshi Uchida কে ‘Company Head’ পদে নিয়োগ করেছে। Suzuki Motor Corporation একটি জাপানি বহুজাতিক সংস্থা। headquarter: Minami-ku, Hamamatsu, Japan.