Class 9 History Model Activity Task Part-9

Class 9 Model Activity Task History Part-9 January 2022
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 9 History Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 9 History Model Activity Task Part-9 January, 2022:

নবম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. শূন্যস্থান পূরণ করো:

(ক) ‘দ্য স্যোসাল কন্ট্রাক্ট’ বইটি লিখেছিলেন________________
উত্তর: রুশো।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _________________
উত্তর: ষোড়শ লুই।

(গ) বুর্জোয়ারা ছিল _________________ সম্প্রদায়ভুক্ত।
উত্তর: তৃতীয়।

(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের ____________________
উত্তর: ১৪ ই জুলাই।

২. ঠিক ভুল নির্ণয় করো:

(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভোগী।
উত্তর: ঠিক।

(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু।
উত্তর: ঠিক।

(গ) ‘কাঁদিদ’ নামক বইটি লিখেছিলেন রুশো।
উত্তর: ভুল।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল।
উত্তর: ঠিক।

৩. স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
তেইলসম্পত্তির উপর ধার্য কর
টাইদলবণ কর
গ্যাবেলভূমিকর
ভ্যান্তিয়েমধর্মীয় প্রতিষ্ঠান জন্য ধার্য কর

উত্তর:
তেইল —ভূমিকর
টাইদ —ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর
গ্যাবেল —লবণ কর
ভ্যান্তিয়েম — সম্পত্তির উপর ধার্য কর।

৪. সংক্ষেপে উত্তর দাও:

(ক) ‘আঁসিয়া রেজিম’ বলতে কী বোঝো?
উত্তর: আঁসিয়া রেজিম এর অর্থ হল পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে আঁসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বা old regime বলা হয়।

(খ) থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি?
উত্তর: 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবসপীয়র অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়।

(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি?
উত্তর: ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল – সাম্য, মৈত্রী ও স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(ঘ) ‘টেনিস কোর্টের শপথ’ এর প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর: 1789 খ্রিস্টাব্দের 5 মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিদ্রোহ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটের দাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরাবো ও আবেসিয়েসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। একেই বোধহয় টেনিস কোর্টের শপথ বলা হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 9 Model Activity Task History Part-9 January, 2022

Official Website: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply