Class-9 Bengali Question First-Unit-Test-2023

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-9 Bengali Question First-Unit-Test-2023

First Unit Test2023
নবম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
সিলেবাস:-
কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি, ধীবর-বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর।
ব্যাকরণ: ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠনঃ উপসর্গ-অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, ভাবসম্প্রসারণ।
সহায়ক পাঠ: ব্যোমযাত্রীর ডায়রি
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১x৮=৮

১.১ বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন—
(ক) দশটা
(খ) আটটা
(গ) বারোটা
(ঘ) ন-টা

উত্তর: (গ) বারোটা

১.২ “নিমিশেকে জোড়ে মেঘ” — কোথায়?
(ক) অট্টালিকা পরে
(খ) কলিঙ্গে
(গ) গুজরাটে
(ঘ) গগন মন্ডলে

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (ঘ) গগন মন্ডলে

১.৩ কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল?
(ক) দুইদিন
(খ) চার দিন
(গ) সাত দিন
(ঘ) দশ দিন

উত্তর: (গ) সাত দিন

১.৪ “চণ্ডীর আদেশে ধায়।”-কারা ধায়?
(ক) নদীগণ
(খ) নরগণ
(গ) নদনদীগণ
(ঘ) দেবগণ

উত্তর: (গ) নদনদীগণ

১.৫ “সঘনে চিকুর পরে” — ‘চিকুর’ শব্দের অর্থ কি?
(ক) নারকেল
(খ) তাল
(গ) বাজ
(ঘ) বিদ্যুৎ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: (ঘ) বিদ্যুৎ

১.৬ কবি দাঁড় টানেন –
(ক) বিরামহীন
(খ) সারাদিন
(গ) সকাল-সন্ধ্যা
(ঘ) জোয়ারভাটায়

উত্তর: (ক) বিরামহীন

১.৭ বিবাহের পর দুষ্মন্ত যেখানে ফিরে গিয়েছিলেন-
(ক) হস্তিনাপুরে
(খ) স্বর্গে
(গ) তপোবনে
(ঘ) কশ্যপের আশ্রমে

উওর: (ক) হস্তিনাপুরে

১.৮ যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন,তিনি হলেন –
(ক) ঋষি দুর্বাসা
(খ) বিশ্বামিত্র
(গ) দোনাচার্য
(ঘ) কৃপাচার্য

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উওর: (ক) ঋষি দুর্বাসা

১.৯ কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল?
(ক) ৩০ বছর
(খ) ৩২ বছর
(গ) ৩৪ বছর
(ঘ) ৩৫ বছর

উত্তর: (ঘ) ৩৫ বছর

১.১০ “চলন্তিকাটা টেনে বের করতে।”—চলন্তিকাটা হল—
(ক) ঠেলাগাড়ি
(খ) ঘুগনির দোকান
(গ) পোশাক
(ঘ) অভিধান

উত্তর: (ঘ) অভিধান

১.১১ শব্দের মধ্যে ই/উ থাকলে, তা আগে থেকে উচ্চারিত হলে, তাকে বলে—
(ক) অপিনিহিতি
(খ) অভিশ্রুতি
(গ) স্বরভক্তি
(ঘ) স্বরসংগতি

উত্তর: (ক) অপিনিহিতি

১.১২ ধ্বনির লিখিত রূপকে বলে
(ক) মূর্তি
(খ) বর্ণ
(গ) অক্ষর
(ঘ) শব্দ

উত্তর: (খ) বর্ণ

১.১৩ স্পর্ধা > আস্পর্ধা—এখানে কোন্ জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে?
(ক) আদি স্বরাগম
(খ) মধ্য স্বরাগম
(গ) অন্ত্যস্বরাগম
(ঘ) ব্যঞ্জনাগম

উত্তর: (ক) আদি স্বরাগম

১.১৪ কম্পিত ব্যঞ্জনধ্বনিটি হল-
(ক) শ্
(খ) র্
(গ) ল্
(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) র্

২. কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১×৭=৭

২.১ “চণ্ডীর আদেশ পান বীর হনুমান।”—আদেশ পেয়ে হনুমান কী,করেছিল?
উত্তর: দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ, অট্টালিকা ভেঙে খানখান করেছিল।

২.২ “গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে”- ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ হলো সাপ।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২.৩ ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন?
উত্তর: দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যাঁর চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ করেননি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন।

২.৪ “এই তার যা কিছু বিষয় সম্পত্তি’—কী কী বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?
উত্তর: উধৃতাংশে তার বিষয়সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটো গােরু এবং কুড়িটা ভেড়ার কথা বলা হয়েছে।

২.৫ ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল?
উত্তর: ইলিয়াস একজন বাস্‌কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন।

২.৬ “সে প্রচুর সম্পত্তি করে ফেলল”—কী কী সম্পত্তি করে ফেলল?
উত্তর: দুশো ঘোড়া, দেড়শো গরু-মোষ আর বারোশো ভেড়া।

২.৭ ‘নােঙর’ কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন?
উত্তর: নােঙর’ কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবি স্রোতের বিদ্রুপধ্বনি শােনেন।

২.৮ “কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে।”—কোথায়, কীভাবে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে?
উত্তর: তটের কাছে, জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে।

২.৯ ‘নােঙর’ কবিতায় ‘নােঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক? (বাঁকুড়া জেলা স্কুল
উত্তর: নােঙর কবিতায় নােঙর’ বন্ধন বা ফিতির প্রতীক এবং ‘নৌকা’ গতির প্রতীক।

২.১০ “সেই ভয়টার কঙ্কাল লুকিয়ে ছিল মনের চোরাকুঠুরিতে”–কোন্ ভয়ের কথা বলা হয়েছে?
উত্তর: মাস্টারমশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে।

২.১১ “সেও তো পাপ”–কোন্ কাজকে বক্তা পাপ বলেছেন?
উত্তর: মজুরদের ওপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন।

২.১২ মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো।
উত্তর: মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, ই, উ ,এ, অ্যা, ও।

২.১৩ স্বরভক্তির অপর নাম লেখো।
উত্তর: বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম।

২.১৪ প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে, তাকে কী বলে?
উত্তর: প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে, তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-9 Bengali Question First-Unit-Test-2023

Class 9 First Unit Test Bengali Question Paper Class 9 First Unit Test Bengali Suggestion Class 10 First Unit Test Bengali Question Paper

WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper Bengali Class IX Math first Unit Test Question Paper pdf Download Madhyamik Math Suggestion

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

Official Website: Click Here

নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র Class-9 Bengali Question First-Unit-Test-2023

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply