Class-9 Bengali 3rd-Unit-Test Question

WB Class-9 Bengali 3rd-Unit-Test Question 2022

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

Third Unit Test– 2022
নবম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 90 সময়: 3 ঘন্টা 15 মিনিট

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল।’- ভদ্রলোকটি হলেন—
(ক) নিশানাথ বাবু
(খ) স্কুলের সেক্রেটারি
(গ) চন্দ্রনাথের কাকা
(ঘ) হেডমাস্টার

১.২ শোভন গৃহত্যাগের কতবছর পর বাড়িতে ফিরে এসেছিল ?
(ক) ৪বছর পর
(খ) ৩বছর পর
(গ) ২বছর পর
(ঘ) ৫বছর পর

১.৩ মিসেস বুলের বয়স কত ?
(ক) প্রায় সত্তর
(খ) ছেচল্লিস
(গ) পঁয়তাল্লিশ
(ঘ) পঞ্চাশ

১.৪ ‘আসিয়াছে শান্ত অনুগত’ – কে এসেছে ?
(ক) বাংলার নীল সন্ধ্যা
(গ) সত্যেন্দ্ৰনাথ দত্ত
(খ) কামরাঙা লাল মেঘ
(ঘ) জীবনানন্দ দাশ

১.৫ পন্ডিত দীপঙ্কর জ্ঞানের প্রদীপ জ্বেলেছিলেন—
(ক) তিব্বতে
(খ) পোলে
(গ) চিনে
(ঘ) জম্বুদ্বীপে

১.৬ ‘ওরে ও তরুন ঈশান।’- ঈশান শব্দের অর্থ—
(ক) বিষ্ণু
(খ) শিব
(গ) ব্ৰহ্মা
(ঘ) ইন্দ্ৰ

১.৭ আলহাইলমিটেল হল—
(ক) ক্লান্তি
(খ) অ্যাজমা
(গ) অ্যালঝাইমাস
(ঘ) সর্বরোগনাশক

১.৮ স্বর্ণপর্ণীর নাম পাওয়া গিয়েছিল—
(ক) মুনসংহিতায়
(খ) উপনিষদে
(গ) পুরাণে
(ঘ) চরকসংহিতায়

১.৯ প্রফেসর শঙ্কুর ওষুধের শিশিতে ঘুমের ওষুধ কে ভরে রেখেছিলেন ?
(ক) স্যান্ডার্স
(খ) ডরোথি
(গ) স্পাইনার
(ঘ) গোয়রিং

১.১০ গোয়রিং এর ওজন ছিল—
(ক) ১৫০ কিলো
(খ) ১৬০ কিলো
(গ) ১৬৫ কিলো
(ঘ) ১৭০ কিলো

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

১.১১ শকুন্তলার আংটি পড়েগিয়েছিল—
(ক) মরুতীর্থে
(খ) শচীতীর্থে
(গ) অপ্সরাতীর্থে
(ঘ) পুষ্কর তীর্থে

১.১২) ভুটিয়ানিরা কত লম্বা কাপড় ঘাঘরার মতো করে পড়ে ?
(ক) পাঁচগজ
(খ) ছয়গজ
(গ) সাতগজ
(ঘ) আটগজ

১.১৩) কুৎসিত > কুচ্ছিত, এই ধ্বনি পরিবর্তনটির নাম—
(ক) প্রগত সমীভবন
(খ) পরাগত সমীভবন
(গ) অনোন্য সমীভবন
(ঘ) বিষমীভবন

১.১৪ বর্ণবিপর্যয়ের কারণে উৎপন্ন একটি শব্দ হল—
(ক) আস্পর্ধা
(খ) কুমড়ো
(গ) বিলিতি
(ঘ) মুটুক

১.১৫ ‘হেডপন্ডিত’ হলো—
(ক) বিদেশি শব্দ
(খ) মিশ্র বা সংকর শব্দ
(গ) তৎসম শব্দব
(ঘ) দেশি শব্দ

১.১৬ ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকে বলা হয়—
(ক) অনুসর্গ
(খ) প্রত্যয়
(গ) ধাতু
(ঘ) উপসর্গ

১.১৭ উপসর্গ ধাতু বা শব্দের—
(ক) পরে বসে
(খ) মাঝে বসে
(গ) আগে বসে
(ঘ) দুদিকেই বসে

১.১৮ মোদের পায়ের তলায় মূর্ছে তুফান- এখানে সর্বনামটি হল—
(ক) ব্যক্তিবাচক
(খ) নির্দেশক
(গ) সাকল্য বাচক
(ঘ) আত্মবাচক

১.১৯ বিশেষ্যের আরেক নাম—
(ক) বিশেষণ
(খ) সংজ্ঞা
(গ) ব্যাখ্যা
(ঘ) বিশ্লেষণ

১.২০ উল্লেখ্য শব্দটির যথার্থ সন্ধি হল—
(ক) উৎ + লেখ
(খ) উল + লেখ
(গ) উল্ল + এখ
(ঘ) উদ্ + লেখ

২. কমবেশি পনেরোটি শব্দের মধ্যে উত্তর দাও :

২.১ ‘তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে।’— কার আশকারাতে, কে উচ্ছন্নে গেছে ?
২.২ স্বচ্ছল অবস্থার সময়ে ইলিয়াসের কী কী সম্পত্তি ছিল ?
২.৩ ধীবরবৃত্তান্ত নাট্যাংশে রক্ষী দুজনের নাম কী ?
২.৪ ‘তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে।’— কার পথের একঘেয়েমি,
কীভাবে দূর হতে পারে ?
২.৫ ‘এলজ্জা আমি কোথায় রাখব।’— বক্তা কে ? বক্তা কিসের জন্য এত লজ্জা
পেয়েছেন ?
২.৬ ‘শ্মশানের বুকে আমরা রোপন করেছি পঞ্চবটী’— পঞ্চবটী কী ?
২.৭ ভাঙার গান কবিতায় কবি কী ভেঙে ফেলতে বলেছেন ?
২.৮ ‘মিছে দাঁড় টানি’— কবির দাঁড়টানা মিথ্যে হয়েছে কেন ?
২.৯ ‘কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে’— এখানে কেহ বলতে কাদের বোঝানো হয়েছে ?

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

২.১০ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কীসের ঘ্রাণ অনুভব করেন ?
২.১১ ‘আমরা দুঘন্টা হলো মঙ্গলগ্রহে নেমেছি’— এখানে আমরা বলতে কারা ?
২.১২ আর্গাস কে ? তার গাড়ির নাম কি ?
২.১৩ টিকড়ী বাবা কে ?
২.১৪ প্রফেসর শঙ্কু কোন্ ঘটনার পরে কসৌলি যাত্রা করেছিলেন ?
২.১৫ স্বর্ণপর্ণী প্রথমে কীভাবে ব্যবহৃত হয় ?
২.১৬ বাংলায় মৌলিক স্বরধ্বনি কটি ও কী কী ?
২.১৭ সমাক্ষর লেপ কাকে বলে? উদাহরণ দাও।
২.১৮ অভি অথবা উপ উপসর্গটি দিয়ে শব্দগঠন করে একটি বাক্যে ব্যবহার করো।
২.১৯ চা, চিনি, লিচু- শব্দ গুলির উৎস কী ?
২.২০ তোমার নাকি মেয়ের বিয়ে। বাক্যটিতে ব্যবহৃত অব্যয়টি কোন শ্রেণীর অন্তর্ভূক্ত?

৩. কমবেশি ৬০টি শব্দের মধ্যে (যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও

৩.১ ‘খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল’— ভাবনাটি কার ? কে, কেন খবরের কাগজের অফিসে গিয়েছিল ?

৩.২ ‘এম-এ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি।’— বক্তার নাম উল্লেখ করে তিনি কী স্বপ্ন দেখেছেন তা লেখো।
৩.৩ ‘মা এখন কী হবে।’— বক্তা কে ? কোন ঘটনার কথা বলা হয়েছে ?

৪. কমবেশি ৬০টি শব্দের মধ্যে নীচের (যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও)

৪.১ জৈমিনি কে ? কেন কলিঙ্গবাসী তাকে স্মরন করেছে ?
৪.২ ‘আসিয়াছে শান্ত অনুগত….. নীলসন্ধ্যা’ — কবি জীবনানন্দের এমন অনুভূতি কেন হয়েছে ?
৪.৩ ‘বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়।’— বীর সন্ন্যাসী কে ? কবি
কেন একথা বলেছেন ?

৫. কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে (১টি) প্রশ্নের উত্তর দাও :

৫.১ ‘এযে শূল থেকে নামিয়ে …….. দেওয়া হলো।’— বক্তা কে? কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে ?

৫.২ তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন ? বক্তা কে ? কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ? কেন বলা হয়েছে ?
৫.৩ আমি বলি তোমাদের কুটুম্ব- বক্তা কে ? বক্তা কখন একথা বলেছেন ?

৬. কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে (১টি) প্রশ্নের উত্তর দাও :

৬.১ ‘কারার ওই লৌহকপাট’— কোন কারার কথা বলা হয়েছে ? লৌহ-কপাট সম্পর্কে কবি কী বলেছেন ?
৬.২ ‘এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’— কার কথা বলা হয়েছে ? কেন সে হারিয়ে গিয়েও ফিরে আসে ?
৬.৩ ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে’— কোন খেয়ার কথা বলা হয়েছে ? চিরদিন নদীস্রোতে একথাটি কেন বলা হয়েছে ?
১+৪

৭. কমবেশি ১৫০টি শব্দের মধ্যে (১টি) প্রশ্নের উত্তর দাও:

৭.১ ‘শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধঘন্টা হলো বসে আছে।’— বক্তা কে ? বিদেশি যুবকটি কে? কেন সে শম্ভুর সাথে দেখা করতে চায়?

৭.২ ‘যারা দরিদ্র……তাদের কথা ভুলিস না।’— উক্তিটির বক্তা কে ? এই বক্তব্যের নিরিখে বক্তার চরিত্রটি ব্যাখ্যা করো
৭.৩ ‘দ্যাট ইন্ডিয়ান ক্রো ……. কী অসামান্য তার বুদ্ধি।’— বক্তা কে ? ইন্ডিয়ান ক্রো এর অসামান্য বুদ্ধির পরিচয় দাও।

৮. কমবেশি ১২৫ শব্দের মধ্যে উত্তর দাও:
ভাবসম্প্রসারণ করো:
মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দুরে, / ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
৯. কমবেশি ৩০০ টি শব্দের মধ্যে একটি বিষয়ে প্রবন্ধ লেখো:

৯.১ বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ
৯.২ পরিবেশদূষণ ও তার প্রতিকার
৯.৩ বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব
৯.৪ একটি ভ্রমণের অভিজ্ঞতা

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

Keywords:

Third Unit Test Class 9 Question Paper 2022 | Class-9 Bengali Third Unit Test Questions Answers | Class-9 3rd Unit Test Bengali Question Paper 2022

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-9 Bengali 3rd-Unit-Test Question

Class-9 3rd-Unit-Test Question বাংলা Class 9 Third Unit Test 2022 Bengali Question Paper Class 9 Third Unit Test Bengali Suggestion

নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয়: বাংলা Class-9 Bengali Third-Unit-Test Question

Class 9 3rd Unit Test বাংলা Question Paper 2022

WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper বাংলা Class VII বাংলা Third Unit Test Question Paper pdf Download

Class 9 Third Term Test Bengali Question Paper Official Website: Click Here Class-9 3rd-Unit-Test Bengali Question

নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-9 Bengali 3rd-Unit-Test Question Class-9 Bengali 3rd-Unit-Test Question

নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্র Class-9 Bengali Third-Unit-Test Question

Class 9 Final Term Exam Bengali Question Paper

Class-9 Bengali Third-Unit-Test Question

Leave a Comment