Class 8 Model Activity Task Geography

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 8 Model Activity Task Geography

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task Geography 2021

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:


১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।


উত্তর: গ) অ্যাস্থেনোস্ফিয়ার — পরিচলন স্রোতের সৃষ্টি।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে-


উত্তর: ঘ) মহাদেশীয় – মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর।


১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে-

উত্তর: খ) নেপাল ও ভুটানের সঙ্গে।

২. একটি বা দুটি শব্দে উত্তর দাও:


২.১ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

উত্তর: রিখটার স্কেল।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now


২.২ কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়?

উত্তর: পাললিক শিলা।


২.৩ ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত?

উত্তর: শ্রীলঙ্কা।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:


৩.১ ভূ-অভ্যন্তরের কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে?


উত্তর: ভূ-অভ্যন্তরের বহিঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৩.২ অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো।


উত্তর: অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়, কারণ-
(i)অভিসারী পাতসীমানা বরাবর দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়।
(ii) দুটি অভিসারী পাত সামুদ্রিক হলে তাদের উপর পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। যেমন প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ।
(iii) দুটি মহাদেশীয় অভিসারী পাতের সংঘর্ষে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যেমন হিমালয় পর্বত।

৪. উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো।


উত্তর: উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। যথা-
(i) নিঃসারী আগ্নেয় শিলা: ভূ-অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে।
যেমন- ব্যাসল্ট, অবসিডিয়ান।
(ii) উদবেধী আগ্নেয় শিলা: ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদবেধী আগ্নেয় শিলা বলে।
যেমন- গ্রানাইট, ডোলেরাইট।
উদবেধী আগ্নেয় শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়। যথা- পাতালিক শিলা (যেমন- গ্রানাইট) ও উপপাতালিক শিলা (যেমন- ডোলেরাইট) ।

Class 8 Model Activity Task Geography 2021

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

4. You may also like: Class 7 Model Activity Task English 2021

Official Website: Click Here

Class 8 Model Activity Geography 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply