Class-8 Geography First-Unit-Test Question Paper
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর “1st Unit Test” এর জন্য ভূগোল বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
1st Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ৩ × ১ =৩
(ক) উষ্ণ প্রস্রবণের জল গরম হয়- (ভূ-তাপ শক্তির জন্য/ সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে / সরাসরি লাভার সংস্পর্শে)
(খ) পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছাতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতার- (দশ শতাংশ / এক শতাংশ / এক শতাংশও নয়)
(গ) ভূত্বক আর গুরুমন্ডলের মাঝে আছে- (কনরাড / মোহোরোভিসিক / গুটেনবার্গ) বিযুক্তি।
২. শুদ্ধ / অশুদ্ধ লিখো: ২ × ১ = ২
(ক) পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের দুটি প্রতিবেশী দেশের সীমানা রয়েছে।
(খ) পাকিস্তানের প্রধান নদীটির একটা অংশ ভারতেও দেখা যায়।
৩. নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ × ২ = ২
(ক) SAARC কত সালে গঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? SAARC গঠনের উদ্দেশ্য কী?
(খ) কোন দেশকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয় এবং কেন? শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসলের নাম কী?
৪. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ × ৩ = ৩
(ক) অপসারী ও অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লিখো।
(খ) সিমা ও সিয়াল কী? কোন ভূমিকম্প তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না?
৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ × ৫ = ৫
(ক) পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম কী?
(খ) চিত্রসহ শিলচক্রের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
Class-8 Geography 1st-Unit-Test Model-Question-Paper
You may also like: Class VII Notes
Class 8 First Unit Test Geography Question Paper Class 8 First Unit Test Geography Suggestion Class 8 First Unit Test Geography Question Paper
WBBSE Class 8 Model Question Paper Geography Unit Test Question Paper Geography Class VIII Geography first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র