Class 7 Math Model Activity Task September

Class 7 Model Activity Task Math September
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 7 Math Model Activity Task September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Math Model Activity Task September, 2021

Ans:

Class 7 Math Model Activity Task September, 2021

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
Class 7 Math Model Activity Task September, 2021

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Math September, 2021

Official Website: Click Here

অতিরিক্ত প্রশ্ন উত্তর

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)

(1) যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে, তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে-
(a) ট্রেনটির নিজের দৈর্ঘ্য
(b) সেতুর দৈর্ঘ্য
(c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য
(d) সেতুর দৈর্ঘ্য ট্রেনটির নিজের দৈর্ঘ্য
উত্তর: (c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য

(2) ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
(a) (বাহুর দৈর্ঘ্য)²
(b) (a + b)²
(c) 1/2 * C ভূমির দৈর্ঘ্য + উচ্চতা
(d) (a + b)(a – b)
উত্তর: (c) 1/2 * C ভূমির দৈর্ঘ্য + উচ্চতা

(3) a² – b² এর মান হবে-
(a) (a + b)²
(b) (a – b)
(c) (a + b)(a – b)
(d) (a + b)² + (a – b)²
উত্তর: (c) (a + b)(a – b)

(4) ৩ মিটার চওড়া রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হলো যথাক্রমে-
(a) ২৩ মিটার, ২১ মিটার
(b) ২৬ মিটার, ২১ মিটার
(c) ২৯ মিটার, ২১ মিটার
(d) ২৬ মিটার, ১৫ মিটার
উত্তর: (b) ২৬ মিটার, ২১ মিটার

(5) একটি বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। যদি r = 7 মিটার হয়, তবে ক্ষেত্রফল হবে-
(a) ২২ মিটার²
(b) ৪৯π মিটার²
(c) ৪৯ মিটার²
(d) ১৪π মিটার²
উত্তর: (b) ৪৯π মিটার²

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(6) একটি কোণ যদি ৪৫° হয়, তবে তার সাপেক্ষে পরিপূরক কোণের মান হবে-
(a) ৪৫°
(b) ১৮০°
(c) ৯০°
(d) ১৩৫°
উত্তর: (b) ১৮০°

(7) দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে চললে, তাদের সম্মিলিত গতিবেগ হবে-
(a) x + y কিমি./ঘণ্টা
(b) x – y কিমি./ঘণ্টা
(c) x² + y² কিমি./ঘণ্টা
(d) (x + y) / 2 কিমি./ঘণ্টা
উত্তর: (a) x + y কিমি./ঘণ্টা

(8) একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি ২৪ বর্গমিটার হয়, তবে ত্রিভুজটির উচ্চতা হবে-
(a) ১২ মিটার
(b) ৮ মিটার
(c) ৬ মিটার
(d) ৪ মিটার
উত্তর: (b) ৮ মিটার

(9) ১২০% এর মান কত হবে?
(a) ১২০
(b) ১
(c) ১২
(d) ০.১২
উত্তর: (a) ১২০

(10) যদি ৫ টি সংখ্যার গড় ১০ হয়, তবে সংখ্যাগুলির মোট যোগফল হবে-
(a) ৫০
(b) ৫
(c) ১০০
(d) ১
উত্তর: (a) ৫০

(11) একটি সোজা রেখা লম্বভাবে বিভক্ত হলে, দুটি অংশের যোগফল হবে-
(a) একই রেখা
(b) দুটি সমান রেখা
(c) দুটি অসমান রেখা
(d) দুটি অপরিবর্তিত রেখা
উত্তর: (a) একই রেখা

(12) দুটি সংখ্যার গ.সা.গু ৩ হলে, তাদের ল.সা.গু হবে ১৫, তাদের গুণফল হবে-
(a) ৪৫
(b) ১৫
(c) ৩০
(d) ১০
উত্তর: (a) ৪৫

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(13) ৪০% এর মান ৮০ হলে, ১০% এর মান কত হবে?
(a) ৮
(b) ৪
(c) ২
(d) ২০
উত্তর: (b) ৪

(14) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫ বর্গমিটার হলে, তার এক পাশের দৈর্ঘ্য হবে-
(a) ৫ মিটার
(b) ১০ মিটার
(c) ১৫ মিটার
(d) ২০ মিটার
উত্তর: (a) ৫ মিটার

(15) একটি কোণ যদি ৯০° হয়, তবে তার সাপেক্ষে পরিপূরক কোণের মান হবে-
(a) ৯০°
(b) ১৩৫°
(c) ১৮০°
(d) ৭৫°
উত্তর: (c) ১৮০°

২. সত্য/মিথ্যা লেখো (T/F):

(i) দুটি স্তন্ত চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয়, সেই চিত্রটি হলো দ্বিস্তস্ত লেখ।
উত্তর: সত্য

(ii) প্রথম ট্রেনের গতিবেগ x কিমি./ঘণ্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি./ঘণ্টা। ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে, ঘন্টায় মোট যাবে (x – y) কিমি.
উত্তর: মিথ্যা

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply