Class-7 Bengali Kutub-Minarer-Kotha Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-7 Bengali Kutub-Minarer-Kotha Question-Answer

সপ্তম শ্রেণী বাংলা ‘কুতুব মিনারের কথা’ প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণী
কুতুব মিনারের কথা
পাঠ্য পুস্তকের প্রশ্নগুলির উত্তর

১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ কোন সম্রাট অশোক স্তম্ভ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন?
উত্তর: ফিরোজ তুঘলক ‘অশোক স্তম্ভ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন।

১.২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?
উত্তর: কুতুবুদ্দিন আইবকের নামে কুতুব মিনার নামকরণ করা হয়। কারণ উনি এই মিনারটি তৈরি করার পরিকল্পনা করেন

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?
উত্তর: আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেষ্টা করেছিলেন।

১.৪ মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়?
উত্তর: মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে, কখনো থাকে না, তার নাম মিনারেট বা মিনারিকা।
মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায়। কিন্তু মিনারিকা কোনো ইমারতের অঙ্গ হিসেবে থাকে।

১.৫ আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী?
উত্তর: রাজা আহমেদের নাম অনুসারে শহরটির নাম হয়েছে।
আহমদাবাদ গুজরাতের রাজধানী।

২. নীচে যাদের নাম রয়েছে, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও :

২.১ কানিংহাম:
উত্তর: কানিংহামের পুরো নাম আলেকজান্ডার কানিংহাম। ১৮৩৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতে আসেন। ১৮৬৬ সালে তিনি অবসর নেন। তিনি ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক। তিনি নানাবিধ ঐতিহাসিক বিষয় নিয়ে গবেষণা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কুতুবমিনার নিয়ে ঐতিহাসিক ভাবনা।

২.২ ফার্গুসন:
উত্তর: ফার্গুসনের পুরো নাম জেমস ফার্গুসন। তিনিও একজন প্রখ্যাত ইতিহাসবিদ। ইতিহাসের নানা বিষয় নিয়ে তিনি যাবতীয় ঐতিহাসিক গবেষণাও নানা প্রমাণের চেষ্টা করেন আজীবন। ভারতীয় পুরাতত্ত্ব নিয়েও তিনি গবেষণা করেছেন।

২.৩ সৈয়দ আহমেদ:
উত্তর: সৈয়দ আহমেদ ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক। স্থাপত্যবিদ্যায় তাঁর জ্ঞান সংশয়াতীত। ইনি মুঘল স্থাপত্য বিষয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৩. কয়েকটি বাক্যে উত্তর দাও:

৩.১ ‘কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার’— এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো।

উত্তর:
(১) পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে বাঁশি ও কোণ-এর নকশা পরপর সাজানো আছে।
(২) মিনারটির দু-তলায় আছে শুধু বাঁশির নকশা। আর তিন তলাতে শুধু কোণের নকশা। দুর্ভাগ্যের বিষয় বাজ পড়ে চার ও পাঁচতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি তলার শিল্পকর্ম সম্পর্কে জানার আজ আর কোনো উপায় নেই ।
(৩) কুতুব মিনারের স্থপতি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে ভাগ করে, তার সৌন্দর্য্য বৃদ্ধি করেছিলেন।
(৪) মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর মিনারের ‘প্রপর্শন’ বা সামঞ্জস্য সম্বন্ধে সঠিক ধারণা ছিল।
(৫) এই মিনারটিতে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় ঘটেছে।

৩.২. মিনারটির গঠনে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো।

উত্তর: কুতুব মিনারের গায়ে বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি
সারি লতা-পাতা, ফুলের মালা, চক্রের নকশা। এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার
সারি। এভাবে সমগ্র শিল্পকর্মে হিন্দু ও মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা ধরা পড়ে।

৩.৩ কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন?

উত্তর: কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আরও বেশ কিছু স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন। যেমন— আলাউদ্দিন একটি মিনার তৈরি করানো শুরু করেছিলেন, যা সম্পূর্ণ হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। তাজমহলে রয়েছে অত্যন্ত সাদামাটা মিনারিকা। হুমায়ুনের সমাধিতে মিনারিকা রাখাই হয়নি। আহমদাবাদের বেগম রানি সিপ্রির মসজিদে সুন্দর একটি মিনারিকা দেখা গেছে, কিন্তু সেটি মিনার নয়। ইংরেজদের হাতে তৈরি দিল্লির সেক্রেটারিয়েট, রাজভবন, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির কথাও লেখক এ প্রসঙ্গে এনেছেন।

৩.৪ আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন?

উত্তর: আলাউদ্দিন কুতুব মিনারের চেয়ে দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেষ্টা করেন।
কিন্তু ইমারত মাত্রেই অপটিমাম সাইজ- অর্থাৎ কোন কিছুর সর্বোচ্চ ও সর্বোত্তম মাপ হয়ে থাকে। যার চেয়ে ইমারত বড়ো হলে খারাপ দেখায়, ছোটো হলেও খারাপ দেখায়। শেষ পর্যন্ত ইমারত গড়ে ওঠেনি। তার আগেই তিনি মারা যান। তাই, আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

You may also like: সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়

Class 7 Bengali Khokoner Prothom Chobi Question Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Official Website: Click Here

Class-7 Bengali Kutub-Minarer-Kotha Question-Answer

সপ্তম শ্রেণীর বাংলা কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Anka Lekha

Class-7 Bengali Kutub-Minarer-Kotha Question-Answer

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী বাংলা সৈয়দ মুজতবা আলী

Class 7 Bengali Kutub Minarer Kotha Question Answer

কুতুব মিনারের কথা সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply