Class-7 Bengali First-Unit-Test Question
1st Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: বাংলা (Suggestion)
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ ‘পাগলা গণেশ’ একটি- (বিজ্ঞান / কল্পবিজ্ঞান / রূপকথা বিষয়ক গল্প)
১.২ কবিকে নীল রংটি ধার দিতে চায়- (চড়ুই / আকাশ / দোকানদার / মাছরাঙা)
১.৩ ‘কোকনদ’ শব্দের অর্থ হলো- (লাল পদ্ম / নীল পদ্ম / সাদা পদ্ম / লাল গোলাপ)
১.৪ ‘পাখি সব করে রব রাতি পোহাইল …’ কবিতাটির কবি হলেন- (মদনমোহন তর্কালঙ্কার / মধুসূদন / রবীন্দ্রনাথ ঠাকুর)
১.৫ ছন্দ আছে- (জোছনাতে / পূর্ণিমাতে / সারারাতে)
১.৬ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো- (গ্রীষ্ম-বর্ষা / বসন্ত-শরৎ / শীত-হেমন্ত)
২. এককথায় উত্তর দাও:
২.১ ছন্দ শোনার জন্য কবি কী কী পরামর্শ দিয়েছেন?
২.২ ‘পাগলা গণেশ’ কোথায় আশ্রয় নিয়েছিল?
২.৩ ‘একুশের কবিতা’য় ‘একুশ’ বলতে কী বোঝানো হয়েছে?
২.৪ ‘এ মিনতি করি পদে।’ কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন?
২.৫ ‘অবজার্ভেটরি’ এর বাংলা প্রতিশব্দ কী?
২.৬ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
২.৭ ‘ছন্দ শোনা যায় নাকো।’ –কবির ভাবনায় কখন আর ছন্দ শোনা যায় না?
২.৮ ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?
২.৯ ‘My Native Land, Good night’ — উক্তিটি কার?
২.১০ ছন্দে কান রাখলে জীবন কেমন হবে?
২.১১ “পদ্য লেখা সহজ নয়” — পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
৩. এককথায় উত্তর দাও: (মাকু থেকে)
৩.১ মাকু উপন্যাসধর্মী রচনাটি কার লেখা?
৩.২ সোনা-টিয়ার বয়স কত?
৩.৩ কালিয়ার বনে কে গোরু খুঁজতে গিয়েছিল?
৩.৪ ‘পানুয়া’ কে?
৩.৫ সোনা-টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে?
৩.৬ কাউকে কাঁদতে দেখলে টিয়ার কী হয়?
৩.৭ সোনা-টিয়া কোন জঙ্গলে গিয়েছিল?
৩.৮ সোনা-টিয়া ঘড়িওলাকে কী খেতে দিল?
৩.৯ আম্মা কে ছিলেন?
৩.১০ রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল?
৩.১১ ঘড়িওলার দেওয়া হ্যান্ডবিলটি কী রঙের ছিল?
৩.১২ সোনা হোটেলওলার কাছে মাকুর কী নাম বলেছিল?
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর “1st Unit Test” এর জন্য বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
Class-7 Bengali 1st-Unit-Test Model-Question-Papers
You may also like: Class VII Notes
Class 7 First Unit Test Bengali Question Paper Class 7 First Unit Test Bengali Suggestion Class 7 First Unit Test Bengali Question Paper
WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VII Bengali first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র
Class-7 Bengali First-Unit-Test Question