Class 6 History Model Activity Task October

Class 6 Model Activity Task History Part- 7
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 6 History Model Activity Task October, Part- 7

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 History Model Activity Task October 2021, Part- 7

Class 6 History Model Activity Task October 2021, Part- 7

১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

উত্তর:
১.১ আর্যসত্য —– ঘ) গৌতম বুদ্ধ
১.২ বসুমিত্র —- ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি
১.৩ চতুর্যামব্রত —- খ) পার্শ্বনাথ
১.৪ পঞ্চমহাব্রত —- গ) মহাবীর

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২. শূন্যস্থান পূরণ করো :

২.১ বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল ________________উপত্যকাকে কেন্দ্র করে ।
উত্তর: গঙ্গা-যমুনা

২.২ মগধের রাজধানী ছিল______________________ ।
উত্তর: রাজগৃহ

২.৩ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন______________________ নামে ।
উত্তর: কেবলিন

২.৪ প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করা হয়েছিল _______________________মৃত্যুর পর ।
উত্তর: গৌতম বুদ্ধের

৩. দুটি বা তিনটি বাক্যে দাও :

৩.১ ‘অষ্টাঙ্গিক মার্গ’ কী ?
উত্তর : দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই আটটি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ । মার্গ মানে পথ। তাই আটটি পথকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ ।

৩.২ ‘মজঝিম পন্থা’ বলতে কি বোঝো ?

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর : মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিলেন। অন্যদিকে গীতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লাভের উপায় নয়। আবার, চূড়ান্ত ভোগ-বিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না। গৌতম বুদ্ধ তাই মজঝিম পতিপাদ বা মধ্যপন্থার কথা বলেছিলেন ।

৩.৩ কোন সাহিত্যে থেকে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায় ।
উত্তর : জৈন ও বৌদ্ধে সাহিত্যে জনপদ-মহাজনপদের আলোচনা পাওয়া যায়। সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের ষোলোটি মহাজনপদের কথা জানা যায়।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :

৪.১ মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে ?

উত্তর : খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক-একটা টা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোটো ছোটো জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড়ো রাজ্যে। এই বড়ো রাজ্যগুলিই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড়ো তাই হলো মহাজনপদ।

৪.২ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো ।


উত্তর : বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল :

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(i) বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক মহাবীর দুজনেই ছিলেন ক্ষত্রিয় বংশজাত।
(ii) উভয় ধর্মই অহিংসার ওপর গুরুত্ব আরোপ করে এবং জাতিভেদ বা অস্পৃশ্যতাকে অস্বীকার করে মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার চেষ্টা করে।

বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি অমিল :

(i) বৌদ্ধধর্মে ভােগ ও ত্যাগের মধ্যবর্তী পথ (মঝঝিমপন্থা) অবলম্বনের কথাবলা হয়েছে। জৈনধর্মে কঠোর কৃষ্ছসাধন, ত্যাগ ও কঠোর তপশ্চ র্যার পাশাপাশি উপবাসের ওপরও গুরুত্ব আরােপ করা হয়েছে।
(ii) গৌতম বুদ্ধ কেবলমাত্র জীব বা প্রাণী হত্যারই বিরােধী ছিলেন। জৈনধর্মে কঠোর অহিংসনীতির কথা বলা হয়েছে। জৈনরা জীবকুলের পাশাপাশি জড়বস্তুতেও প্রাণের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task History October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 6 History Model Activity Task Part- 7 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply