Class-6 History 3rd-Unit-Test Question
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) কয়েকটি বিখ্যাত মহাবিহারের নাম লেখ?
(খ) অষ্টাধ্যায়ী কি?
(গ) খরোষ্টি লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হয়?
(ঘ) ‘দেবীচন্দ্রগুপ্তম’ কোন কোন রাজার যুদ্ধ নিয়ে লেখা?
(ঙ) হর্ষবর্ধনের দুটি নাটকের নাম লেখ?
(চ) শুশ্রুত সংহিতা’য় চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অংশ কি ছিল?
(ছ) তোরণ কাকে বলে?
(জ) কে মিশরকে ‘নীলনদের দান’ বলে ছিলেন?
(ঝ) চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে?
(ঞ) জ্যোতির্বিজ্ঞান চর্চার একটি বিখ্যাত বইয়ের নাম কি?
(ট) ধাতু বিজ্ঞানের উন্নতির উদাহরণ দাও?
২. ক- স্তম্ভের সাথে খ -স্তম্ভ মেলাও:
ক- স্তম্ভ | খ- স্তম্ভ |
মহাভারত মেঘদূতম অর্থশাস্ত্র ব্রম্ভসিদ্ধান্ত কৃষিবিজ্ঞান বুদ্ধচরিত | ঋষিপরাশর গ্রন্থ ব্রহ্মগুপ্ত পঞ্চম বেদ অশ্ব ঘোষ কৌটিল্য কালিদাস |
৩. কোনটি ঠিক কোনটি ভুল লেখ:
৩.১ গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশীলা।
৩.২ আট বছর বয়সে বিদ্যারম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অক্ষর পরিচয় হতো।
৩.৩ ব্রাহ্মী লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে।
৩.৪ পুরো মহাভারত ১৮ টি সর্গে ভাগ করা।
৩.৫ তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়।
৩.৬ দন্ডীর লেখা দশকুমার চরিত বাংলা গদ্যে লেখা একটি বিখ্যাত বই।
৩.৭ শূদ্রকের মৃচ্ছকটিকম প্রাচীন সংস্কৃত সাহিত্যর একটি বিখ্যাত নাটক।
৩.৮ জীবক ছিলেন মহাবীরের সময়কালের চিকিৎসক।
৩.৯ শক ও কুষাণ যুগের গন্ধার ও মথুরার শিল্পরীতি ছিল বিখ্যাত।
৩.১০ শক শাসনের বাধা ছিল কুষাণ শাসকরা।
৪. শূন্যস্থান পূরণ কর:
(ক) ঋকবেদের ভাষা………… ছিল বলে মনে করা হয়।
(খ) পতাঞ্জলি……….. নামে সংস্কৃতে ব্যাকরণ বই লেখেন।
(গ) বিশাখদত্তের নাটক হল……….।
(ঘ) …………. হলো একটি নীতি গল্পের সংকলন।
(ঙ) সম্রাট অশোক বেশ কিছু……….. মারতে নিষেধ করেছিলেন।
(চ) মৌর্য শিল্পে……… ব্যাপক ব্যবহার হয়েছিল।
(ছ) অশোক স্তম্ভ অনেকটা…….. মতো দেখতে।
(জ) মথুরা রীতির ভাস্কর্যে……… বেশি ব্যবহার হতো।
(ঝ) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রীকরা বলতো………..।
(ঞ) মিশরের শাসকদের………… বলা হত।
৫. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা কাকে বলা হয়?
(খ) বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
(গ) ইন্দোগ্রীক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কে? বৌদ্ধ সাহিত্যে তিনি কি নামে পরিচিত?
(ঘ) উপাধ্যায়া বলতে কী বোঝো?
(ঙ) মৌর্য আমলের ঘর বাড়ি কেমন ছিল?
(চ) সিটাডেল কি?
(ছ) কোন কোন জায়গা থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসত?
(জ) চিকিৎসা নিয়ে লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখ?
৬. সঠিক উত্তরটি লেখ:
(ক) দাক্ষিণাত্যর কালো মাটিতে (তুলা/কার্পাস) চাষ বেশি হতো।
(খ) কেরালায় ( গোলমরিচ/দারুচিনি) ফলন ছিল বিখ্যাত।
(গ) ইন্দো গ্রীকরা উপমহাদেশে (সোনা/রুপার) মুদ্রা প্রচলন করেন।
(ঘ) গুপ্ত যুগে চিত্র শিল্পের সবচেয়ে বিখ্যাত উদাহরণ (অজন্তা/ইলোরা) গুহার ছবিগুলি।
(ঙ) হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো (পাথর দিয়ে/পোরা ইট দিয়ে)।
(চ) মেগালিথ বলা হয় (পাথরের সমাধি/পাথরের গাড়ি) কে।
(ছ) বৈদিক সমাজের পরিবারের প্রধান ছিল (বিশপতি/বাবা)।
(জ) বিখ্যাত অশোক স্তম্ভ (সাঁচি/সারনাথে) রয়েছে।
(ঝ) চরক সংহিতায় (৫০০/৭০০) ঔষধি গাছপালার কথা পাওয়া যায়।
(ঞ) জনপথ হল (কৃষিভিত্তিক/শিল্পভিত্তিক) গ্রামীণ এলাকা।
৭. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) মেহেরগড়ের সমাধি সম্বন্ধে যা জান লেখ।
(খ) বৈদিক যুগে পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল?
(গ) প্রথম নগরায়ন ও দ্বিতীয় নগরায়নের মধ্যে কোন ধরনের পার্থক্য দেখা যায়?
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আরও প্রশ্নপত্র পেতে: Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-6 3rd-Unit-Test Question ইতিহাস
You may also like: Class VII Notes
Class 6 Third Unit Test 2022 History Question Paper Class 6 Third Unit Test History Suggestion
Class 6 3rd Unit Test ভূগোল Question Paper 2022
WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper ইতিহাস Class VI ইতিহাস Third Unit Test Question Paper pdf Download
Class 6 Third Term Test Vugol Question Paper
Official Website: Click Here Class-6 Third-Unit-Test History Question
ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র
Class-6 History 3rd-Unit-Test Question Class-6 History 3rd-Unit-Test Question
ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র
Class 6 Final Term Exam Science Question Paper