Class-6 Geography Model-Activity-Task February-2022
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘ভূগোল’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Model Activity Task (Part- 10)
February, 2022
Class- 6
বিষয়- ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গােলকাকৃতির কথা বলেন তিনি হলেন –
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) এরাটোথেনিস
(ঘ) ম্যাগেলান
উত্তর: (খ) অ্যারিস্টটল
১.২ উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলাে –
(ক) কর্কটক্রান্তি রেখা
(খ) মকরক্রান্তি রেখা
(গ) সুমেরুবৃত্ত রেখা
(ঘ) নিরক্ষরেখা
উত্তর: (ক) কর্কটক্রান্তি রেখা
১.৩ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলাে –
(ক) ০°
(খ) ৯০°
(গ) ২৩ ১/২°
(ঘ) ৬৬ ১/২°
উত্তর: (ঘ) ৬৬ ১/২°
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে:
২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না।
উত্তর: ভুল
২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
উত্তর: ভুল
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও:
২.২.১ পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতাে?
উত্তর: পৃথিবীর আকৃতি চ্যাপ্টা সমতল হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত।
২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তােমার সবদিকই দক্ষিণদিক হবে?
উত্তর: পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।
২.২.৩ গ্রীনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমারেখার নাম লেখাে
উত্তর: লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের (রয়্যাল অবজারভেটরি) ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা (Prime Meridian) যার মান ০°
৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখাে।
উত্তর: পৃথিবীর সর্বোচ্চ স্থান হল হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত।
৩.২ নিরক্ষরেখার দুটি প্রয়ােজনীয়তা উল্লেখ করাে।
উত্তর: নিরক্ষরেখার দুটি প্রয়ােজনীয়তা –
(i) নিরক্ষরেখা পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়ে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গােলার্ধে বিভক্ত করেছে।
(ii) নিরক্ষরেখার সাহায্যে কোনাে স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:
একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করাে-
উত্তর:

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতাে।’ – উক্তিটির যথার্থতা বিচার করাে –
উত্তর : পৃথিবীপৃষ্ঠের সর্বোচ্চ স্থান (মাউন্ট এভারেস্ট- 8848 মিটার) এবং সর্বনিম্ন স্থান (মারিয়ানা খাত- সমুদ্র সমতল থেকে 10915 মিটার গভীর) দুটির মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় 20 কিমি। তাই উঁচুনীচু অনিয়মিত ভূপৃষ্ঠের সঙ্গে প্রকৃতপক্ষে কোনাে বাস্তব পদার্থেরই আকৃতির মিল পাওয়া যায় না।
আবার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘােরে বলে এর ওপর-নীচ কিছুটা চাপা আর মাঝবরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরােপুরি গােল নয়। কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে ‘পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো’। যাকে জিয়ড বলা হয়।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 6 Model Activity Task Geography, February 2022 (Part- 10)
Class 6 Geography Model Activity Task Answer Part- 10
ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
Official Website: Click Here Class 6 Geography Model Activity Task Answer Part- 2 February, 2022
Class 6 Geography Model Activity Task Part- 2 February, 2022
ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল
Class-6 Geography Model-Activity-Task February-2022
Class-6 Geography Model Activity Task Part- 10 February 2022