Class-3 First-Unit-Test-2023 Poribesh Question

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-3 First-Unit-Test-2023 Poribesh Question

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
তৃতীয় শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
সাজেশন ২০২৩
১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো –
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান

উত্তরঃ (খ) জিভ

১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় –
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাঁধের

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তরঃ (খ) পায়ের

১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না-
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া

উত্তরঃ (গ) নখ

১.৪ হাতের আঙুল দিয়ে-
(ক) দৌড়ানো যায়
(খ) হাঁটা যায়
(গ) লেখা যায়
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) লেখা যায়

১.৫ কানের ভিতর একটা _ পর্দা আছে।
(ক) শক্ত
(খ) পাতলা
(গ) মোটা
(ঘ) পুরু

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তরঃ (খ) পাতলা

১.৬ সাঁতারে একসঙ্গে সব _ এর উপকার হয়।
(ক) জোড়
(খ) মাথা
(গ) হাত
(ঘ) পা

উত্তরঃ (ক) জোড়

১.৭ নীচের কোনটি আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে-
(ক) আলু
(খ) আনারস
(গ) টম্যাটো
(ঘ) আম

উত্তরঃ (ঘ) আম

২. শুন্যস্থান পূরণ করো:

২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ________________ উপস্থিতি।
উত্তরঃ বুদ্ধির।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

২.২ লোহিত কণিকা কমে গেলে __________________ হয়।
উত্তরঃ রক্তাল্পতা।

২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলো ________________
উত্তরঃ গরু।

২.৪ ঘাস মানুষের কাছে __________________
উত্তরঃ অখাদ্য।

২.৫ আগে মানুষ ______________ এর ব্যবহার জানত না।
উত্তরঃ আগুন।

২.৬ মুখের লালা ______________ করার কাজে লাগে।
উত্তরঃ হজম।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন্‌ অংশের কাজ হয়?
উত্তরঃ স্কিপিং-এর সময় শরীরের আঙুল, কবজি, কনুই, কাঁধসহ পুরো শরীরের কাজ হয়।

৩.২ কী কারনে কানে শোনার অসুবিধে হয়?
উত্তরঃ খোল জমে কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়।

৩.৩ অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে এইরকম দুটি ফসলের নাম লেখো।
উত্তরঃ অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে এইরকম দুটি ফসল হল- আলু ও টম্যাটো।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ দাঁত মাজার নিয়ম কী?

উত্তরঃ দাঁতের ফাঁকে ময়লা জমে থাকলে মুখে গন্ধ ছড়ায়। তাই নিয়মিত ভালোভাবে দাঁত পরিষ্কার করা আবশ্যিক। ব্রাশ দিয়ে দাঁত মাজার সময় নীচের দাঁতে তলা থেকে উপরে ও উপরের দাঁতে উপর থেকে নীচে ব্রাশ টানতে হবে। তারপর জিভছোলা দিয়ে জিভটা ঘসে নিতে হবে এবং কুলকুচি করতে হবে।

৪.২ ব্যায়াম কেন উপকারী?

উত্তরঃ সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা খুব প্রয়োজনীয়। ব্যায়াম করলে শরীরের বিভিন্ন জায়গার হাড়ের জয়েন্ট বা জোড় সুস্থ থাকে। শ্বাস চলাচলে সুবিধা হয়। নিয়মিত ব্যায়াম বিভিন্ন ধরণের রোগ হওয়ার ঝুঁকি কমায়।

৪.৩ প্রাণীজ খাদ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও:

উত্তরঃ যেসব খাদ্য আমরা প্রাণীদের থেকে পাই তাদের প্রাণীজ খাদ্য বলে।
যেমন- ডিম, মাছ, মাংস।

৪.৪ ফল খাওয়া ভালো কেন?

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তরঃ বেশিরভাগ ফল সহজে হজম হয়। অসুখ-বিসুখ হলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে। তখন শরীর সব খাদ্য হজম করতে পারে না। তাই ফল খেলে ভালো হয়। আবার রোগ আটকাতেও ফল দরকার। অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে।

৪.৫ আমাদের কয়টি ইন্দ্রিয় আছে ও কী কী?

উত্তর: আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে যাদের একসঙ্গে বলা হয় পঞ্চেন্দ্রিয়। পাঁচটি ইন্দ্রিয় হল-
চোখ, কান, নাক, জিভ, চামড়া বা ত্বক।

৫. বামদিক ও ডানদিক মেলাও:
বামদিকডানদিক
(ক) কাঁচকলা, মোচা
(খ) পেঁপে
(গ) নিমপাতা
(ঘ) ডাবের জল
(১) খোসা-পাঁচড়া হতে দেয় না
(২) রক্তাল্পতায় উপকারী
(৩) পেটের অসুখে উপকারী
(৪) হজম করায় সাহায্য করে

উত্তর:
(ক) কাঁচকলা, মোচা —- (২) রক্তাল্পতায় উপকারী
(খ) পেঁপে —- হজম করায় সাহায্য করে
(গ) নিমপাতা —- (১) খোসা-পাঁচড়া হতে দেয় না
(ঘ) ডাবের জল —- পেটের অসুখে উপকারী

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class 3 First Unit Test Amader Poribesh Question Paper Class 3 First Unit Test Paribesh Suggestion Class 3 1st Unit Test Poribesh Question Paper

WBBSE Class 3 Model Question Paper Unit Test Question Paper Amader Paribesh Class III Poribesh First Unit Test Question Paper pdf Download Class-3 First-Unit-Test-2023 Poribesh Question

Official Website: Click Here

তৃতীয় শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-3 First-Unit-Test-2023 Poribesh Question

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণী বিষয়: আমাদের পরিবেশ সাজেশন ২০২৩

Class-3 First-Unit-Test-2023 Poribesh Question

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply